বিসিএসসহ নন–ক্যাডারের যেকোনো চাকরির পরীক্ষার প্রশ্নপত্র গত বছরের ৫ আগস্টের আগে তৈরি বা ছাপানো হলে, সেগুলো দিয়ে কোনো পরীক্ষা নেবে না সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার পিএসসির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পিএসসির সূত্রটি জানিয়েছে, বর্তমান কমিশন সিদ্ধান্ত নিয়েছে ৫ আগস্টের আগে তৈরি বা ছাপানো কোনো প্রশ্নপত্র বা ম্যানুস্ক্রিপ্ট বর্তমান কমিশন কর্তৃক কোনো চাকরির নিয়োগ পরীক্ষায় ব্যবহার করা হবে না। এ ছাড়া বিজি প্রেসে চাকরির নিয়োগ পরীক্ষার কোনো প্রশ্ন ছাপানো হবে না বলেও কমিশন সিদ্ধান্ত নিয়েছে। তাই কোনো অপতথ্য দ্বারা চাকরিপ্রার্থীদের বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছে পিএসসি।

এদিকে পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা–সংক্রান্ত বিষয়ে কিছু বিভ্রান্তিকর সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে, যা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নজরে এসেছে। ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের খবর ভিত্তিহীন। এ ধরনের মিথ্যা তথ্য অসৎ উদ্দেশ্যে প্রচার করা হচ্ছে। এ ধরনের অনুমাননির্ভর ও অসত্য তথ্য দ্বারা বিসিএস পরীক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুনসপ্তাহে ১ দিন কাজ ছয় দিন ছুটি—বিশ্বের কোন দেশে আছে এমন চাকরি৮ ঘণ্টা আগে

সংবাদমাধ্যমের প্রতি পিএসসি অনুরোধ করেছে, সরকারি কর্ম কমিশনের সঙ্গে তথ্যের সঠিকতা যাচাই না করে বিসিএস পরীক্ষা ও প্রশ্নপত্র–সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংবাদ প্রকাশ ও প্রচার না করার।

আরও পড়ুন৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর, বিজ্ঞপ্তিতে নিজেদের বক্তব্য জানাল পিএসসি২ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ব স এস প এসস

এছাড়াও পড়ুন:

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত, জানাল পিএসসি

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ সোমবার পিএসসির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা আগামী ৮ মে থেকে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এর আগে গতকাল রোববার রাতে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিএসসি সংস্কারসহ কয়েকটি দাবিতে অনশনরত আন্দোলনকারীদের অনশন ভাঙাতে এসে তিনি এ কথা বলেন। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, পিএসসির চেয়ারম্যানসহ সরকারের উচ্চপর্যায়ে আলোচনার মাধ্যমে অনশনরত ও আন্দোলনকারী পরীক্ষার্থীদের প্রধান দাবি ৪৬তম বিসিএসের ৮ মে তারিখের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিসিএসে নতুন সিলেবাস, ভারত-শ্রীলঙ্কা-সিঙ্গাপুরের চাকরির পরীক্ষার সিলেবাস নিয়ে কাজ করছে পিএসসি<br>জাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আন্দোলনকারী পরীক্ষার্থীদের পিএসসি নিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো রয়েছে, সে বিষয়ে আলোচনার জন্য সরকারের উচ্চপর্যায়ের কমিটি হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে কমিটির প্রধান করা হয়েছে। সংস্কারের বিষয়গুলো নিয়ে আন্দোলনকারী পরীক্ষার্থীরা ফাওজুল কবির খান স্যারের সঙ্গে কথা বলতে পারবেন।

সম্পর্কিত নিবন্ধ

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত, জানাল পিএসসি