ব্র্যাক ব্যাংকে দুই হাজার কর্মীকে পদোন্নতি
Published: 24th, April 2025 GMT
কর্মক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শন এবং ব্যাংকের টেকসই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ দুই হাজার কর্মীকে পদোন্নতি দিয়েছে ব্র্যাক ব্যাংক। এটি ব্র্যাক ব্যাংকের ইতিহাসে সবচেয়ে বড় একক পদোন্নতি।
সহকর্মীদের এই সাফল্য উদ্যাপন করতে গত মঙ্গলবার ঢাকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন ও সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা পদোন্নতিপ্রাপ্ত কর্মীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ব্যাংকে প্রতিভা এবং নেতৃত্ব বিকাশে ব্র্যাক ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ব্যাংকটির সব পদে পদোন্নতি দেওয়া হয়েছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি) এবং তদূর্ধ্ব পদে পদোন্নতি পেয়েছেন তিন শতাধিক কর্মী।
আয়োজনে সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, ‘একটি মূল্যবোধ-নির্ভর প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক সব সময় প্রতিষ্ঠানের মানবসম্পদকে গুরুত্ব দেয়। ব্যাংকের প্রবৃদ্ধির সঙ্গে আমাদের সহকর্মীদের ক্যারিয়ারেও বিকাশ ঘটছে। সামনের দিনগুলোতেও আমরা আমাদের সহকর্মীদের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখব। আমরা তাঁদের পরিশ্রমের স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’
ক্যারিয়ার অগ্রগতি এবং যোগ্যতাভিত্তিক স্বীকৃতিকে অগ্রাধিকার দিয়ে ব্র্যাক ব্যাংক প্রতিষ্ঠানে হাই-পারফর্মেন্স কালচার তৈরি করে যাচ্ছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ব্যাংকটির সার্বিক সাফল্য এবং কর্মীদের ক্যারিয়ার বিকাশে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ম দ র
এছাড়াও পড়ুন:
তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন
নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।
এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।
মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’
মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে