লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে টানা চার দিন ধরে পাটগ্রামে রেলপথ অবরোধ করে নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে চলাচলকারী আরও চারটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

গত সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম রেলস্টেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বুড়িমারী থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে।

পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি এ টি জে সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান, আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান, অধ্যক্ষ শওকত হায়াত প্রধান, সমাজকর্মী জাহাঙ্গীর কবির, পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আবদুল আকবার বিন আফসার প্রমুখ বক্তব্য দেন।

এর আগে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি চালু করার দাবিতে আন্দোলন করেন স্থানীয় লোকজন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ অন্তত পাঁচবার দিন-তারিখ উল্লেখ করে ঢাকাগামী আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর প্রতিশ্রুতি দেয়। পরে রহস্যজনক কারণে ট্রেনটি চালু না হওয়ায় আবার অবরোধের ডাক দেন এলাকাবাসী।

রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ১২ মার্চ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে যাত্রা করে। একদিন পর সেটি আবার লালমনিরহাট থেকে চলাচল শুরু করে। এতে বুড়িমারী থেকে চলাচলকারী যাত্রীদের একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাটে গিয়ে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে উঠতে হয়। এতে হয়রানির মুখে পড়েন সেখানকার যাত্রীরা।

পাটগ্রাম রেলস্টেশনের মাস্টার নুর আলম বলেন, টানা চার দিন ধরে অবরোধ চলায় এ পথে চলাচলকারী চারটি ট্রেনের চলাচল বন্ধ করা হয়েছে। আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে কবে চালু হবে, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট র নট

এছাড়াও পড়ুন:

টিভিতে আজকের খেলা

ক্রিকেট
এশিয়া কাপ
আফগানিস্তান-শ্রীলঙ্কা
সরাসরি, রাত ৮টা ৩০ মিনিট;
টি-স্পোর্টস।

ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
টেন ২।

আরো পড়ুন:

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

ক্লাব ব্রুজ-মোনাকো
সরাসরি, রাত ১০টা ৪৫ মিনিট;
সনি লিভ।

নিউক্যাসল-বার্সেলোনা
সরাসরি, রাত ১টা;
টেন ২।

ম্যানচেস্টার সিটি-নাপোলি;
সরাসরি, রাত ১টা;
টেন ১।

ফ্রাংকফুর্ট-গালাতাসারেই
সরাসরি, রাত ১টা;
টেন ৫।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত নিবন্ধ