বলিউডের কিং খান। শাহরুখ খান। বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে যাঁর রাজত্ব। এত বছর ধরে অগণিত আন্তর্জাতিক সম্মাননা পেলেও এখনও একটা জায়গায় পড়েনি তাঁর পদচিহ্ন। তা হলো ‘মেট গালা’। বিশ্ব ফ্যাশন জগতের সবচেয়ে প্রতীক্ষিত ও মর্যাদাপূর্ণ আসর এটি। শাহরুখ যা পরেন বা যেভাবে পরেছেন, তাতে মুগ্ধ ভক্তরা। তিনি সবসময় বুঝিয়ে দিয়েছেন নিজেকে ভালো দেখানোর জন্য ফ্যাশনের পিছু নেওয়া দরকার নেই। স্টাইল থাকলেই হবে। সেই তিনিই এবার হাজির হচ্ছেন ফ্যাশনের তীর্থক্ষেত্র মেট গালায়।
২০২৫ সালের মেট গালায় প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন শাহরুখ খান। আর এ আয়োজনের জন্য তাকে সাজাবেন ভারতের প্রখ্যাত বাঙালি ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জি।
শাহরুখের মেট গালায় অংশগ্রহণের খবর প্রথম প্রকাশ করে জনপ্রিয় ফ্যাশন ইনস্টাগ্রাম পেজ ‘ডায়েট সব্য’। তাদের পোস্টে লেখা ছিল, ‘দ্য কিং ইজ কামিং টু মেট!– এক লাইনেই যেন শাহরুখের আগমনের মাহাত্ম্য প্রকাশ পেয়েছে। এর পরপরই শাহরুখের দীর্ঘদিনের ম্যানেজার পূজা দাদলানির একটি ইনস্টাগ্রাম পোস্টে ‘লাইক’ দেওয়ার বিষয়টি নজরে আসে, যা আরও জোরালো করে এ গুঞ্জন। অবশেষে আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাশন ও বিনোদনমাধ্যম খবরটি নিশ্চিত করে: সত্যিই, শাহরুখ খান মেট গালায় হাঁটতে চলেছেন।
এর আগে মেট গালায় বলিউড থেকে প্রতিনিধিত্ব করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট। গত কয়েক বছরে তারা নজর কেড়েছেন সেখানে। তবে বলিউডের ইতিহাসে শাহরুখ হলেন প্রথম পুরুষ, যিনি মেট গালার লাল গালিচায় হাঁটবেন। কেমন পোশাক পরে হাঁটবেন তিনি, আপাতত জল্পনা শুরু হয়েছে তা নিয়েই।
২০২৫ সালের মেট গালার থিম ‘থাইলরেড ফর ইউ’। অর্থাৎ আপনার জন্য সাজানো’। এ থিমে বিশেষভাবে উদযাপন করা হবে ক্ল্যাসিক টেইলারিং এবং কৃষ্ণাঙ্গ ফ্যাশনের ইতিহাস ও বিবর্তন। পাশাপাশি এ আয়োজনে মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘সুপারফাইন: ধাইলরিং ব্ল্যাক স্টাইল’। পুরো আয়োজনের নেতৃত্ব দেবেন কো-চেয়ার ফারেল উইলিয়ামস, লুইস হ্যামিলটন, কোলম্যান ডমিঙ্গো এবং এস্যাপ রকি। এ ছাড়াও থাকছেন বাস্কেটবল তারকা লেব্রন জেমস।
‘মেট গালা হলো’ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাশনের আয়োজন। যেখানে প্রায় ৪০০ জন তারকাশিল্পী অংশ নেন। মেট গালায় অংশগ্রহণ করা সহজ বিষয় নয়। এতে একজনের একক টিকিটের মূল্য প্রায় ৭৫ হাজার মার্কিন ডলার। কর্পোরেট টেবিল বুকিং শুরু ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার থেকে। তবুও বিশ্বের সব তারকারা বছরের পর বছর ধরে অপেক্ষা করে এ লাল গালিচায় হাঁটার জন্য। কারণ, মেট গালা শুধু ফ্যাশন প্রদর্শন নয়, এটি এক ধরনের সম্মান।
এখন অপেক্ষা শুধু ৫ মে’র সন্ধ্যার। নিউইয়র্কের আকাশে যখন উজ্জ্বল আলো ঝলমল করবে, ক্যামেরার ফ্ল্যাশে ভরে উঠবে লালগালিচায়, তখন বিশ্বের সামনে প্রকাশ পাবে শাহরুখ খানের মেট গালা অভিষেক। আর সেই মুহূর্ত নিশ্চয়ই ইতিহাসের পাতায় লেখা থাকবে– কিং খান মেট গালা জয় করলেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: র জন য
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (২৯ জুলাই ২০২৫)
ভোরে টি-টোয়েন্টিতে মুখোমুখি ওয়েস্ট ও অস্ট্রেলিয়া। ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে মুখোমুখি জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা।
৫ম টি-টোয়েন্টিওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া
ভোর ৫টা, টি স্পোর্টস
জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা
বেলা ১-১৫ মি., ইউটিউব/জিম্বাবুয়ে ক্রিকেট
অস্ট্রেলিয়া-পাকিস্তান
বেলা ২টা, স্টার স্পোর্টস ১
ভারত-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৬টা, স্টার স্পোর্টস ১