সিদ্ধেশ্বরীতে নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার ঘটনা তদন্তে নির্দেশ আদালতের
Published: 29th, April 2025 GMT
রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় দাঁড়িয়ে থাকা এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
আগামী ২০ জুলাইয়ের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন আজ মঙ্গলবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী আপেল মাহমুদ।
সিদ্ধেশ্বরী এলাকায় দাঁড়িয়ে থাকা এক নারীর ব্যাগ ছিনতাইয়ের চেষ্টার ঘটনাটি নিয়ে ২৭ এপ্রিল ‘চলন্ত প্রাইভেট কারে ছিনতাইকারী এসে ছোঁ মেরে টান দিল ব্যাগ, টেনে নিয়ে গেল নারীকে’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। আদালত প্রথম আলো অনলাইনে প্রকাশিত প্রতিবেদনের তথ্য তুলে ধরে আদেশে বলেন, প্রথম আলোর সংবাদ পড়ে আদালতের কাছে প্রতীয়মান হয় যে কিছু অপরাধী ঢাকা মহানগরের রমনা থানা এলাকায় গুরুতর ফৌজদারি অপরাধ সংঘটিত করেছেন। এ ধরনের আমলযোগ্য অপরাধ সংঘটিত হলেও কোনো মামলা করার বিষয়টি আদালতের নজরে আসেনি।
আদালত ফৌজদারি কার্যবিধিসহ সংশ্লিষ্ট আইন তুলে ধরে আদেশে বলেছেন, প্রতিটি আমলযোগ্য অপরাধের সংবাদ পাওয়ামাত্রই বিলম্ব না করে থানার ওসি মামলা দায়ের করবেন। জনস্বার্থ ও ন্যায়বিচারের জন্য আদালত বিষয়টি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।
প্রথম আলোর ওই প্রতিবেদনে বলা হয়েছিল, রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তাঁর পরনে ছিল শাড়ি, হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি ট্রলি ব্যাগ। হঠাৎ সাদা রঙের একটি প্রাইভেট কার তাঁর সামনে আসে। চলন্ত অবস্থাতেই গাড়িটির সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেয় ভ্যানিটি ব্যাগটি। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকে ছিনতাইকারীরা। ২৬ এপ্রিল শনিবার সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। আর ছিনতাইকারীরা পালিয়ে গেছে।
আরও পড়ুনচলন্ত প্রাইভেটকারে ছিনতাইকারী এসে ছোঁ মেরে টান দিল ব্যাগ, টেনে নিয়ে গেল নারীকে২৭ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স দ ধ শ বর প রথম আল অপর ধ তদন ত
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’
ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে