বৃষ্টি থামার পর মিরাজ-তাইজুলে দ্রতই বাড়তে থাকে রান। তবে দুজনের ৬৩ রানের জুটি ভাঙে তাইজুলের বিদায়ে। ভিনসেন্ট মাসেকেসার বলে ড্রেসিং রুমে ফিরে গেলেন বাঁহাতি ব্যাটসম্যান। ৪৫ বলে ২০ রান করে আউট হন তাইজুল। ক্রিজে নতুন ব্যাটসম্যান অভিষিক্ত তানজিম হাসান। ৬৩ বলে ৪৩ রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ৯৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩৪২ রান। লিড এখন ১১৫ রানের।
বৃষ্টি বিরতির পর আবার শুরু খেলা
বৃষ্টি থেমে আবার শুরু হয়েছে খেলা। ৯১ ওভারে বাংলাদেশের রান ৭ উইকেটে ৩০৬। স্বাগতিকদের লিড এখন ৭৯। ২৩ রানে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তাইজুলের রান ১২।
তিন’শ পেরিয়ে বাংলাদেশ, বৃষ্টিতে খেলা বন্ধ
৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। মুজারাবানির ওভারে তাইজুলের বাউন্ডারিতে তিন’শ রানে পৌঁছে গেল বাংলাদেশ। এর দুই বল পর খেলা বন্ধ হয়ে গেল বৃষ্টির বাগড়ায়। ৮৯.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বিএমএল প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের প্রতিনিধি দল। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমএলের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি নাসিম খান। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব রেজওয়ান মর্তুজা ও যুগ্ম মহাসচিব সাকিব খান।
সাক্ষাতের সময় প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের কাছে ডিসেম্বরের মধ্যে দেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশাবাদ ব্যক্ত করে। এ সময় দলটির পক্ষ থেকে একটি স্মারকলিপিও দেওয়া হয়।