বিরাট কোহলি, এই নামটাই যথেষ্ঠ ক্রিকেট ভক্তদের বিমোহিত করার জন্য। ভারতীয় এই কিংবদন্তি ব্যাটসম্যান আইপিএলে নামা মানেই মাঠ দর্শকে টইটম্বুর থাকা, টিভি সেট আর মোবাইলের পর্দায় কোটি-কোটি চোখজোড়া স্থির হয়ে থাকা। এই ৩৬ বছর বয়সী ক্রিকেটারও হতাশ করেন না সচরাচর। শনিবার (৩ মে) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে ২ রানের রোমাঞ্চকর এক জয় পায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে ৫টি রেকর্ড স্পর্শ করেন বিরাট।
শনিবার ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে কোহলি অর্ধশতরান করলেন। এই ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান সমান ৫টি চার ও ছক্কায় ৩৩ বলে করলেন ৬২ রান। একই দিনে গড়লেন পাঁচটি নজির। দখলে নিলেন কমলা টুপি।
আরো পড়ুন:
ধোনি-কোহলির শেষ লড়াইয়ে রেকর্ডের বন্যা
বাবরকে ছাড়িয়ে গেলেন কোহলি
আইপিএলে একটি দলের হয়ে ৩০০ ছক্কার মাইফলক ছুঁয়েছেন কোহলি। অবশ্য আগে থেকেই আইপিএলে একটি দলের হয়ে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড তার দখলে ছিল। দ্বিতীয় স্থানে আছেন ক্রিস গেইল (২৬৩)। এর পরে আছেন রোহিত শর্মা (২৬২), কায়রন পোলার্ড (২৫৮) এবং মহেন্দ্র সিং ধোনি (২৫৭)।
গেইলের আরও একটি নজির ভেঙে দিয়েছেন কোহলি। টি-টোয়েন্টি ক্রিকেটে একই মাঠে সর্বাধিক ছয় মারার রেকর্ডটি একখন তার। চিন্নাস্বামীতে কোহলি মেরেছেন ১৫৪টি ছয়। একই স্টেডিয়ামে গেইলের ছক্কা ১৫১টি। পাশাপাশি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গেইলের ১৩৮টি ছক্কা রয়েছে। এ ছাড়া নটিংহ্যামে আলেক্স হেলসের ১৩৫টি ছয় এবং ওয়াংখেড়েতে রোহিত শর্মা হাঁকিয়েছেন ১২২টি ছয়।
আইপিএলের ইতিহাসে চেন্নাইয়ের বিপক্ষে সবচেয়ে বেশি ফিফটি কোহলির। চেন্নাইয়ের বিপক্ষে আগে নয়টি অর্ধশতরান ছিল শিখর ধাওয়ানের। শনিবার কোহলির ১০ নম্বর হাফসেঞ্চুরি হাঁকালেন। ডেভিড ওয়ার্নার এবং রোহিত শর্মারও নয়টি করে অর্ধশতরান রয়েছে চেন্নাইয়ের বিপক্ষে।
আইপিএলের ইতিহাসে কোনও প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রানও কোহলির। চেন্নাইয়ের বিপক্ষে তিনি করেছেন ১১৪৬ রান। পিছনে ফেলে দিয়েছেন ডেভিড ওয়ার্নারকে। অজি ওপেনার পাঞ্জাবের বিপক্ষে ১১৩৪ রান করেছিলেন। এ ছাড়া দিল্লি ও পাঞ্জাবের বিপক্ষে কোহলির যথাক্রমে ১১৩০ এবং ১১০৪ রান রয়েছে।
আইপিএলে এই নিয়ে আট বার এক মৌসুমে পাঁচশর বেশি রান করলেন কোহলি। এই জায়গায় তিনিই শির্ষেই রয়েছেন। টপকে গেলেন ওয়ার্নার (৭) ও লোকেশ রাহুলকে (৬)।
এই পাঁচ মাইলফলকের পাশাপাশি কোহলি আপাতত এই মৌসুমের সর্বোচ্চ রান সংগ্রাহক (৫০৫)। সাই সুদর্শনকে (৫০৪) টপকে কমলা টুপি এখন তাঁর মাথায়।
ঢাকা/নাভিদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ক হল ক হল র র কর ড ন ক হল
এছাড়াও পড়ুন:
নিরাপত্তারক্ষীদের বেঁধে চিনিকলে ডাকাতি, ট্রাক ভরে নিয়ে গেল মাল
নাটোর চিনিকলে নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার মালামাল ট্রাকে ভরে নিয়ে গেছে একদল ডাকাত। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী পরিমাণ মালামাল লুট হয়েছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেনি চিনিকল কর্তৃপক্ষ বা পুলিশ।
নাটোর থানা ও চিনিকল সূত্রে জানা গেছে, আজ ভোরে একটি মিনিট্রাকে করে একদল ডাকাত চিনিকলে ঢোকে। তারা নিরাপত্তারক্ষীদের বেঁধে কারখানার ভেতরে ঢোকে এবং মালামাল ট্রাকে করে নিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হেফাজতে নেয়।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, আজ ভোরে দুর্বৃত্তরা চিনিকলের কারখানায় ডাকাতি করেছে। এ সময় আনসারসহ চিনিকলের নিজস্ব নিরাপত্তারক্ষীদের বেঁধে রাখা হয়েছিল। মালামালের তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশও কাজ করছে। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে আছে। ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণের কাজ চলছে। এ পর্যন্ত অন্তত ছয়জন নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, বাকিদেরও করা হবে।’