প্রেমিকাকে অনুসরণ করছে না বিজয়, দুশ্চিন্তায় রাশমিকা
Published: 5th, May 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে রাশমিকাকে আর অনুসরণ করছেন না তাঁর প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডা। এ খবর চাউর হতেই নড়ে বসেছেন দুই তারকার অনুরাগীরা। হঠাৎ এমন কী হলো যে প্রেম ভেঙে খানখান! প্রশ্ন উঠেছে বিনোদন দুনিয়ার অন্দরে।
বিষয়টি নিয়ে রাশমিকা যে দুশ্চিন্তায় আছেন, তার আভাস পাওয়া গেছে ঘনিষ্ঠজনের কাছে। ভারতীয় সংবাদমাধ্যমে আনন্দবাজার জানিয়েছে, রোববার সকালে আচমকা সংবাদমাধ্যমের চোখ যায় বিজয় দেবরকোন্ডার অফিসিয়াল ইনস্টাগ্রামে। তারা দেখেন, বিজয় ৩৫ জনকে অনুসরণ করছেন। তাদের মধ্যে রাশমিকা নেই! সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে খবর। কোথা থেকে কী হয়ে গেল, বুঝতে পারছেন না কেউ। অথচ দিন কয়েক আগেও কান পাতলেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল।
এমনকি নতুন বছরের শুরুতেও দেবরকোন্ডা সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন, তিনি আর ‘সিঙ্গেল’ নন। শুধু তাই নয়, একাধিক অনুষ্ঠানেও বিজয় ও রাশমিকার দুই পরিবারকে একসঙ্গে দেখা গিয়েছে। সেসবই কি তা হলে মিথ্যা? এ প্রশ্নই এখন অনেকের।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
কুড়িগ্রামে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, আহত ২
কুড়িগ্রাম জেলা শহরের নাজিরা রেল ক্রসিংয়ে পার্বতীপুর থেকে রমনাগামী ট্রেন একটি ট্রাক্টরকে ধাক্কা দিলে এর চালক ও হেলপার আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার (৫ মে) সকাল ১১টার দিকে ট্রেনটি কুড়িগ্রাম রেল স্টেশন থেকে ছেড়ে চিলমারীর রমনা যাওয়ার পথে নাজিরা রেল ক্রসিং এ আসে। এ সময় পাথর বোঝাই একটি ট্রাক্টর রেল ক্রসিং অতিক্রম করার চেষ্টা করলে সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় ট্রাক্টর দুমড়ে মুচড়ে যায় এবং চালক ও সহকারী আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ ঘটনায় কিছু সময়ের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ট্রাক্টর সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এই রেল ক্রসিংয়ে গেট বা সিগন্যাল নেই।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার নুরে আলম সিদ্দিকী বলেন, ক্ষতিগ্রস্ত ট্রাক্টরটি রেল লাইন থেকে সরানো হয়েছে। আহতদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরো পড়ুন:
এনায়েত উল্লাহর ১৯০ গাড়ি জব্দের আদেশ
ঝলকাঠিতে অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা, নিহত ২
ঢাকা/সৈকত/বকুল