মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। এটি জলকন্যার নবম প্রদর্শনী। প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমের কাজ স্থান পেয়েছে।

গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ও চিত্রশিল্পী ফরিদা জামান।

অধ্যাপক ফরিদা জামান বলেন, ‘মা হিসেবে আমাদের অনেক কঠিন জায়গা থেকে এগোতে হয়। আমি শিল্পী হওয়ার বাসনা নিয়ে পড়াশোনা করিনি। কিন্তু চিত্রশিল্পী হয়েই ক্যারিয়ার গড়েছি। সন্তানদের নিজ হাতে আগলে রেখেছি।’

অনুষ্ঠানে চিত্রলেখা গুহ বলেন, ‘অভিনয়শিল্পী হয়ে কাজ করার সময় মায়ের দায়িত্ব পালন করা অনেক কষ্টের। অসুস্থ সন্তান গ্রিনরুমে রেখেও মঞ্চে অভিনয় করতে হয়েছে। কেউ বুঝতেই পারেননি যে আমার সন্তান অসুস্থ।’

জলকন্যার ১২ জন শিল্পীর ৩৩টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার। প্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গোমেজ।

মায়েদের স্মরণে ও সম্মানে কবিতা পাঠ ও দেশাত্মবোধক গান ও পাহাড়ি গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহী ফারহানা ও নিশাত জেসমিন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্বপ্না বার্নাডেট ফ্রান্সিস ও মাহবুবা সুলতানা। পাহাড়ি গান পরিবেশন করেন এলিনা চাকমা।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গোমেজ, আজাদী পারভীন, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, তেরেজা ঈশা গোমেজ, ফ্লোরা উর্মিলা রড্রিক, জ্যাকলিন রিয়া রোজারিও, মালেকা সুলতানা, শামা সায়োম, মাহী ফারহানা, অপর্ণা তরফদার ও সারিয়া মেহসা।

আগামী শুক্রবার পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ