মা দিবস উপলক্ষে ছয় দিনব্যাপী ‘পাহাড় ও পাহাড়ের জীবন’ শীর্ষক যৌথ চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জলকন্যা। এটি জলকন্যার নবম প্রদর্শনী। প্রদর্শনীতে জলরঙের পাশাপাশি অ্যাক্রিলিক ও মিশ্র মাধ্যমের কাজ স্থান পেয়েছে।

গতকাল রোববার রাজধানীর ধানমন্ডির সফিউদ্দীন শিল্পালয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ও চিত্রশিল্পী ফরিদা জামান।

অধ্যাপক ফরিদা জামান বলেন, ‘মা হিসেবে আমাদের অনেক কঠিন জায়গা থেকে এগোতে হয়। আমি শিল্পী হওয়ার বাসনা নিয়ে পড়াশোনা করিনি। কিন্তু চিত্রশিল্পী হয়েই ক্যারিয়ার গড়েছি। সন্তানদের নিজ হাতে আগলে রেখেছি।’

অনুষ্ঠানে চিত্রলেখা গুহ বলেন, ‘অভিনয়শিল্পী হয়ে কাজ করার সময় মায়ের দায়িত্ব পালন করা অনেক কষ্টের। অসুস্থ সন্তান গ্রিনরুমে রেখেও মঞ্চে অভিনয় করতে হয়েছে। কেউ বুঝতেই পারেননি যে আমার সন্তান অসুস্থ।’

জলকন্যার ১২ জন শিল্পীর ৩৩টি শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই আয়োজনে কিউরেশনে সহযোগিতা করেছেন শিল্পী অশোক কর্মকার। প্রদর্শনীর টাইটেল স্পনসর দ্য সিটি ব্যাংক পিএলসি। অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন জলকন্যার প্রতিষ্ঠাতা সুপর্ণা এলিস গোমেজ।

মায়েদের স্মরণে ও সম্মানে কবিতা পাঠ ও দেশাত্মবোধক গান ও পাহাড়ি গানের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠ করেন মাহী ফারহানা ও নিশাত জেসমিন। দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্বপ্না বার্নাডেট ফ্রান্সিস ও মাহবুবা সুলতানা। পাহাড়ি গান পরিবেশন করেন এলিনা চাকমা।

প্রদর্শনীতে অংশ নেওয়া শিল্পীরা হলেন সুপর্ণা এলিস গোমেজ, আজাদী পারভীন, সাবিয়া নাসরিন, এলিনা চাকমা, তেরেজা ঈশা গোমেজ, ফ্লোরা উর্মিলা রড্রিক, জ্যাকলিন রিয়া রোজারিও, মালেকা সুলতানা, শামা সায়োম, মাহী ফারহানা, অপর্ণা তরফদার ও সারিয়া মেহসা।

আগামী শুক্রবার পর্যন্ত প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

বরিশালে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আক্তার ফারুক শাহীনের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বরিশালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন বিএনপির পদ স্থগিত থাকা আইনজীবী বিলকিস আক্তার জাহান শিরিন। বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী মামলার পরবর্তী দিন আগামী ১ সেপ্টেম্বর ধার্য করেন ও শাহীনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। শাহীন দৈনিক যুগান্তরের বরিশাল ব্যুরো প্রধান।  

মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত বছর ১১ আগস্ট ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর ভরাটের চেষ্টা বিএনপি নেত্রী শিরিনের’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ছিল ষড়যন্ত্রমূলক। তার দাদা ৬৫ বছর পূর্বে পুকুরটি ক্রয় করেছেন। ওয়ারিশ সূত্রে তিনি আধা শতাংশ মালিকও নন। এর মূল্যে কোনোভাবেই ১০ কোটি টাকা হতে পারে না। তাছাড়া পুকুরটি এখন ব্যবহার অযোগ্য। সেটি ভরাটের সঙ্গে তিনি (শিরিন) কোনোভাবেই জড়িত নন।

মামলা করা পর বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে আইনজীবী শিরিন বলেন, ‘সংবাদটি প্রকাশ করে আমার রাজনৈতিক ও পরিবারের সামাজিক ভাবমূর্তি নষ্ট করা হয়েছে। একাধিক প্রতিবাদ লিপি দিলেও পত্রিকাটির কর্তৃপক্ষ গুরুত্ব দেয়নি। ব্যুরো প্রধানকে পর পর দিনটি আইনি নোটিশ দিলেও তিনি জবাব দেননি’। 

এ বিষয়ে সাংবাদিক শাহিন বলেন, ‘জাল দলিল সূত্রে পুকুরটির মালিকানা বদল হয়েছে। দালিলিকভাবে সেটি জনস্বার্থে ব্যবহারের জন্য উন্মুক্ত পুকুর। জলাশয় আইনে এটি ভরাট করা অপরাধ। ৫ আগস্টের পর পটপরিবর্তনের পর শিরিনের ভাই শামিম সশরীরে উপস্থিত থেকে পুকুর ভরাট করেন। ভরাট করায় পরিবেশ অধিদপ্তর যে নোটিশ দিয়েছে, তাতেও শিরিনের নামও রয়েছে। মামলার বিষয়টি আদালতে আইনিভাবে মোকাবিলা করা হবে’।

সম্পর্কিত নিবন্ধ