যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে সহকর্মীর বিরুদ্ধে। অভিযোগকারী শিক্ষকের দাবি, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করায় গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে বিদ্যালয়ের বারান্দায় মারধর করা হয়।

অভিযোগকারী শিক্ষকের নাম রবিউল ইসলাম। তিনি বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। অভিযুক্ত শিক্ষকের নাম এস এম মজনুর রহমান। তিনি আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক। এ ছাড়া তিনি একটি জাতীয় দৈনিকের উপজেলা প্রতিনিধি ও মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি।

মারধরের ঘটনায় মজনুর রহমানের বিরুদ্ধে গতকাল রাতে মণিরামপুর থানা, জেলা প্রশাসক এবং মণিরামপুরের ইউএনওর কাছে পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন রবিউল ইসলাম।

থানায় লিখিত অভিযোগে রবিউল ইসলাম উল্লেখ করেন, সহকারী শিক্ষক মজনুর রহমান বিদ্যালয়ের কোনো নিয়মনীতি মানেন না। গতকাল সকালে তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে বাড়িতে চলে যান। এরপর ইউএনও বিদ্যালয়ে পরিদর্শনে এলে খবর পেয়ে তিনি আবার বিদ্যালয়ে ফেরেন। তখন বিষয়টি ইউএনওকে মৌখিকভাবে জানান রবিউল ইসলাম। ইউএনও বিদ্যালয় থেকে চলে যাওয়ার পর বেলা একটার দিকে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনের সামনে সব শিক্ষক–শিক্ষার্থীর সামনে তাঁকে অকথ্য ভাষায় গালাগাল করেন মজনুর। একপর্যায়ে পাশের কক্ষ থেকে লাঠি এনে তাঁর মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

এসব অভিযোগকে মিথ্যা দাবি করে মজনুর রহমান বলেন, ‘রবিউল ইসলাম ইউএনওর কাছে আমার বিরুদ্ধে মিথ্যা নালিশ করেছেন। আমি বিষয়টি তাঁর কাছে জানতে চেয়েছিলাম। এ নিয়ে দুজনের মধ্যে ধাক্কাধাক্কি হয়েছে। দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে রবিউল মাথায় আঘাত লেগেছে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার দাবি করেন, ইউএনওর কাছে অভিযোগ করা নিয়ে শিক্ষক রবিউল ও মজনুরের মধ্যে কথা–কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। তবে কোনো মারধরের ঘটনা ঘটেনি।

মারধরের ঘটনার বিষয়ে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছেন ইউএনও নিশাত তামান্না ও মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী। তাঁরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউএনওর ক ছ ম রধর র মজন র র উপজ ল

এছাড়াও পড়ুন:

মুরাদনগরের সেই নারীকে সার্বিক সহযোগিতার আশ্বাস উপদেষ্টার

কুমিল্লার মুরাদনগরে পাশবিক নির্যাতনের শিকার সেই নারীকে সরকার সার্বিক সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

উপদেষ্টা বুধবার মুরাদনগরে এসে এই আশ্বাস দেন। অবশ্য ভুক্তভোগী নারী ঘটনাস্থল বাবার বাড়িতে না থাকায় তাঁর সঙ্গে দেখা হয়নি উপদেষ্টার। পরে তিনি মুঠোফোনে ওই নারীর সঙ্গে কথা বলে এ আশ্বাস দেন।

প্রসঙ্গত, গত ২৬ জুন রাতে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ সময় স্থানীয় কিছু লোক ফজর আলীর পাশাপাশি ওই নারীকেও মারধর করেন। বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় থানায় দুটি মামলা করেছেন ভুক্তভোগী।

বুধবার বিকেলে উপদেষ্টা শারমীন এস মুরশিদ মুরাদনগরে আসেন। এ সময় ভুক্তভোগী বাড়িতে না থাকায় মামলার তদন্ত কর্মকর্তা মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমীনের মুঠোফোনে তিনি নির্যাতনের শিকার ওই নারীর সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আশ্বাস দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বসে উপদেষ্টা মুঠোফোনে ওই নারীর সঙ্গে কথা বলেন।

‘কুইক রেসপন্স টিম’ গঠনের ঘোষণা

বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে উপজেলার কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় করেন উপদেষ্টা। এ সময় নারী নির্যাতন ও হয়রানি রোধ এবং নারী ও শিশুদের দ্রুততম সময়ে উদ্ধার, আইনি সহায়তা দেওয়ার লক্ষ্যে ইউএনওকে প্রধান করে মুরাদনগর থেকে আনুষ্ঠানিকভাবে ‘কুইক রেসপন্স টিম’ গঠনের ঘোষণা দেন উপদেষ্টা। তিনি বলেন, মুরাদনগর থেকেই ‘কুইক রেসপন্স টিমের’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

মুরাদনগরের ইউএনও মো. আবদুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনএ-ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক প্রকাশ কান্তি চৌধুরী, উপদেষ্টার একান্ত সচিব তারেক মোহাম্মদ জাকারিয়া, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ শাখার সিনিয়র সহকারী সচিব সারাওয়াত মেহজাবীন, কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ সাইফুল মালিক, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর রহমান।

সম্পর্কিত নিবন্ধ

  • ‘বল প্রয়োগ করে চেয়ারে বসিয়ে দেওয়ায়’ সহকর্মীর বিরুদ্ধে অধ্যাপকের লাঞ্ছনার অভিযোগ
  • পাটগ্রাম থানায় হামলা চালিয়ে সাজাপ্রাপ্ত ২ আসামি ছিনতাই, পুলিশসহ আহত ২৫
  • মুঠোফোন ও নকল নিয়ে পরীক্ষা, বারহাট্টায় ১০ পরীক্ষার্থীকে বহিষ্কার
  • বয়স্ক ভাতার কার্ডের কথা বলে সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ
  • রাজশাহীতে বিএনপি-জামায়াত নেতাদের ভিজিডির কার্ড ভাগাভাগি, অভিযোগ জানাল এনসিপি
  • মুরাদনগরের সেই নারীকে সার্বিক সহযোগিতার আশ্বাস উপদেষ্টার
  • বৈষম্যবিরোধীরা চাবি ফিরিয়ে দেওয়ায় দুই দিন পর খুলল খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয়
  • জমি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়া করলেন দুই ছেলে
  • জমি ও পুকুর লিখে নিয়ে বাবা-মাকে বাড়ি ছাড়া করলেন দুই ছেলে
  • জমি ও পুকুর লিখে নিয়ে তাড়াশে বাবা-মাকে নির্যাতন, বাড়ি ছাড়া করলেন দুই ছেলে