সাভারে পলাতক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
Published: 16th, May 2025 GMT
সাভার উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৬ মে) দুপুরে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত রাতে সাভারের ভাকুর্তা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল আহমেদ সাভারের মশুরিখোলা এলাকার সালাউদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া মামলার পলাতক আসামি ছিলেন ফয়সাল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একাধিক অভিযোগ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
কুষ্টিয়ায় ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে
গলায় ইট-বালুর বস্তা বাঁধা মরদেহ ভাসছিল নদীতে
ঢাকা/সাব্বির/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মানবাধিকার কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুম্মিতা, মহাসচিব তৌহিদ
জাতীয় মানবাধিকার কমিশনের অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে উপপরিচালক সুস্মিতা পাইক এবং মহাসচিব পদে উপপরিচালক মোহাম্মদ তৌহিদ খান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় কর্মকর্তাদের উপস্থিতিতে অ্যাসোসিয়েশনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এছাড়া সহ-সভাপতি ফারজানা নাজনীন তুলতুল, যুগ্ম মহাসচিব মো. মোজাফ্ফর হোসেন, সাংগঠনিক সম্পাদক নাঈম চৌধুরী, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক তানবিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশরাত জাহান রিক্তা ও মানবাধিকার বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে দুই জন হলেন রবিউল ইসলাম ও ইমরান হোসেন। ২০২৩ সালের ১৮ জুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।