ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২৫তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজ শেষে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও স্যার এফ আর হল শাখা ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ‘শাহরিয়ার সাম্যর মৃত্যু আমাদের কাছে পাহাড়ের চেয়েও ভারী। যে সাম্য কিছুদিন আগেও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, সেই সাম্য নিজ ক্যাম্পাসেই বহিরাগতদের দ্বারা হত্যার শিকার হয়েছে।’

নিহত সাম্যর জন্য দোয়া চেয়ে মাসুম বিল্লাহ বলেন, ‘সাম্য একজন নম্র, ভদ্র ছেলে ছিল। তারপরও যদি কেউ তার আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে তাকে ক্ষমা করে দেবেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।’

আরও পড়ুনশাহরিয়ারের হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে: উপদেষ্টা আসিফ২১ ঘণ্টা আগে

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘বাংলাদেশের যেসব শিক্ষার্থী নিরাপদ শিক্ষাঙ্গনের স্বপ্ন দেখেন, সাম্যর মৃত্যুশোকে তাঁরা বিমূঢ় হয়ে আছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরই মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই হত্যার আড়ালে কে বা কারা রয়েছে, তা আমরা এখনো জানি না।’

গত মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার নিহত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় শাহরিয়ারের বড় ভাই এস এ এম শরিফুল আলম শাহবাগ থানায় একটি মামলা করেছেন।

আরও পড়ুনশাহবাগ থানা ঘেরাও, শাহরিয়ার হত্যায় আসামিদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম৬ ঘণ্টা আগে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ছ ত রদল র

এছাড়াও পড়ুন:

শিল্পকলায় আজ ‘ইনভিজিবল স্টোরিজ’

আজ ও আগামীকাল সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির থিয়েটার মিলনায়তনে পরিবেশিত হবে ইনভিজিবল স্টোরিজ। আলিয়ঁস ফ্রঁসেজের উদ্যোগে বডি পাপেট নাটকটির নির্দেশনা দিয়েছেন ফরাসি পাপেটশিল্পী লহি ক্যানাক। নির্দেশকের সঙ্গে প্রযোজনাটিতে পারফর্ম করবেন বাংলাদেশের ফারহাদ আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজের প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ প্রথম আলোকে জানান, বাংলাদেশ-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মিত হয়েছে ইনভিজিবল স্টোরিজ। তিন মাসের বেশি সময় সুন্দরবনসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে লোকজ উপাদান সংগ্রহ করে বডি পাপেটটি তৈরি করেছেন ক্যানাক। বডি পাপেটে নাটকে পুতুলের পাশাপাশি মানুষেরও অংশগ্রহণ থাকে।

পুতুলনাচ শেখার প্রতিষ্ঠান ‘থিয়েটর ইকোল দু পাসাজ’-এ নিলস অ্যারেস্ট্রুপ ও আলেকজান্দর দেল পেরুজার কাছ থেকে ক্ল্যাসিক্যাল থিয়েটারে প্রশিক্ষণ নিয়েছেন লহি ক্যানাক। ১৯৯৭ সালে নিজেই প্রতিষ্ঠা করেন কোম্পানি ‘গ্রেন দ্য ভি’। কল্পনাপ্রবণ, শারীরিক ও আবেগনির্ভর পাপেট থিয়েটারের জন্য এটি জনপ্রিয়। অন্যদিকে ঢাকার ফারহাদ আহমেদ মূলত থিয়েটারকর্মী, নাচেও রয়েছে তাঁর দক্ষতা। ২০১২ সাল থেকে তিনি প্রাচ্যনাট থিয়েটারের সঙ্গে যুক্ত এবং ২০১৪ সাল থেকে কাজ করছেন জলপুতুল পাপেটসের সঙ্গে।

নির্দেশকের ভাষ্যে, ইনভিজিবল স্টোরিজ এক চমকপ্রদ অভিযাত্রার গল্প। যেখানে দুই বিজ্ঞানী ঢাকার প্রাত্যহিক জীবনে অতিপ্রাকৃত প্রভাব নিয়ে গবেষণায় নিমগ্ন। তাঁদের এই যাত্রা ধীরে ধীরে এক অতিপ্রাকৃত অভিযানে রূপ নেয়, যা তাঁদের নিয়ে যায় সুন্দরবনের রহস্যময় গহিনে। পারফরম্যান্সটিতে নাচ, গান ও পাপেট্রির সমন্বয়ে নানা ধর্ম ও লোককথা থেকে সংগৃহীত ভৌতিক গল্প ও অতিপ্রাকৃত বিষয়বস্তু উপস্থাপন করা হয়েছে।

দুই দিনের এ প্রদর্শনী আসন থাকা সাপেক্ষে বিনা মূল্যে উপভোগ করতে পারবেন যেকোনো দর্শক।

আরও পড়ুনসময় ও সংগ্রামের ‘অগ্নিশ্রাবণ’৩০ জুন ২০২৫

ঢাকায় প্রদর্শনীর পর ইনভিজিবল স্টোরিজ নিয়ে মধ্য আগস্টে ফ্রান্স সফরে যাবেন ফারহাদ আহমেদ ও প্রযোজনা সহকারী স্বাতী ভদ্র।

সম্পর্কিত নিবন্ধ