বিরামপুরে চলন্ত ট্রেনে ওঠার সময় পিছলে পড়ে হাত-পা বিচ্ছিন্ন
Published: 17th, May 2025 GMT
দিনাজপুরের বিরামপুরে চলন্ত ট্রেনে দৌড়ে ওঠার সময় পা পিছলে পড়ে ট্রেনের চাকায় কাটা পড়ে এক ব্যক্তির এক হাত ও এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
আহত আশরাফুল ইসলাম (৪০) ফুলবাড়ী উপজেলার বারাই গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। তিনি পেশায় পেয়ারা বিক্রেতা। ব্যক্তিগত কাজে আজ বিরামপুর থেকে ট্রেনে করে ফুলবাড়ী যাওয়ার সময় এ দুর্ঘটনায় পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
যাত্রীদের বরাত দিয়ে বিরামপুর রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী ওহিদুজ্জামান প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে রাজশাহী থেকে চিলাহাটি অভিমুখী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে থামে। পরে যাত্রী ওঠানো শেষে ১১টা ১০ মিনিটে ট্রেনটি চিলাহাটির উদ্দেশে বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় আশরাফুল ইসলাম দৌড়ে পেছনের বগিতে ওঠার চেষ্টা করেন। এ সময় পা পিছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। এতে ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তাঁর বাঁ হাত ও বাঁ পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহরিয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, আশরাফুল ইসলামের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
.