ছক্কায় ছক্কায় তামিমকে ছুঁলেন পারভেজ
Published: 17th, May 2025 GMT
ছক্কা, ছক্কা আর ছক্কা—কখনো বল পার হয়ে গেল পুরো স্টেডিয়ামও। শেষে তিনি যা করলেন, তা ছক্কাগুলোর মাহাত্ম্য বাড়িয়ে দিল আরও। কতগুলো ছক্কা হাঁকালেন পারভেজ হোসেন? সংখ্যায় তা ৯। কিন্তু তাঁর ইনিংস এটুকুতে আটকে থাকলে তো!
শুধু কি আর ছক্কা, পারভেজ আজ ভেঙে ফেললেন রেকর্ড, নতুন করে গড়লেন কীর্তি। এত দিন বাংলাদেশের কোনো ওপেনার ছয়টি ছক্কাও মারতে পারেননি, ওই রেকর্ড ভেঙে দিয়েও তিনি থামেননি— এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদের হাঁকানো ৭টি ছক্কাই এত দিন ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। পারভেজ তা ভেঙেছেন। এরপর টি-টোয়েন্টি সংস্করণে অষ্টম ম্যাচে এসেই নিজের প্রথম সেঞ্চুরিটাও পেয়ে গেছেন। মতিউল্লাহ খানের বলে দৌড়ে এক রান নিয়ে তা পূর্ণ করার পর তাই লাফিয়ে উঠেন পারভেজ। সতীর্থ ও মাঠে উপস্থিত বাংলাদেশের সমর্থকেরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পারভেজের প্রথম সেঞ্চুরিটি এই সংস্করণর বাংলাদেশের মাত্র দ্বিতীয়। তাঁর আগেরটি কার ছিল মনে করাটাও হয়তো তেমন কঠিন নয়—২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি এসেছিল তামিম ইকবালের ব্যাট থেকে। আজ আরও একজন ওপেনারই আবার ছুঁলেন তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগার।
ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শাহীন আলম নামের এক মুদি দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গাজীপুরের বাসন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘বুধবার সকালে আদালতের মাধ্যমে শাহীনকে জেল হাজতে পাঠানো হয়েছে।’’ গ্রেপ্তার শাহীন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের বড় শালিখা গ্রামের আব্দুল কুদ্দুস মন্ডলের ছেলে ও স্থানীয় মুদি ব্যবসায়ী।
আরো পড়ুন:
গোপালগঞ্জে সহিংসতায় আরেক মামলা দায়ের
দেবীগঞ্জে ধানখেত থেকে তরুণীর মরদেহ উদ্ধার
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার শাহীনের দোকানে বিস্কুট কিনতে যায় যায় ষষ্ঠ শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রী। এ সময় দোকানের পাশের একটি বাড়িতে কাঁঠাল দেখানোর কথা বলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ করেন শাহীন।
এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন। ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন শাহীন। তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/শাহীন/রাজীব