ছক্কায় ছক্কায় তামিমকে ছুঁলেন পারভেজ
Published: 17th, May 2025 GMT
ছক্কা, ছক্কা আর ছক্কা—কখনো বল পার হয়ে গেল পুরো স্টেডিয়ামও। শেষে তিনি যা করলেন, তা ছক্কাগুলোর মাহাত্ম্য বাড়িয়ে দিল আরও। কতগুলো ছক্কা হাঁকালেন পারভেজ হোসেন? সংখ্যায় তা ৯। কিন্তু তাঁর ইনিংস এটুকুতে আটকে থাকলে তো!
শুধু কি আর ছক্কা, পারভেজ আজ ভেঙে ফেললেন রেকর্ড, নতুন করে গড়লেন কীর্তি। এত দিন বাংলাদেশের কোনো ওপেনার ছয়টি ছক্কাও মারতে পারেননি, ওই রেকর্ড ভেঙে দিয়েও তিনি থামেননি— এক ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটিও নিজের করে নিয়েছেন।
গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে রিশাদের হাঁকানো ৭টি ছক্কাই এত দিন ছিল বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের পক্ষে সর্বোচ্চ। পারভেজ তা ভেঙেছেন। এরপর টি-টোয়েন্টি সংস্করণে অষ্টম ম্যাচে এসেই নিজের প্রথম সেঞ্চুরিটাও পেয়ে গেছেন। মতিউল্লাহ খানের বলে দৌড়ে এক রান নিয়ে তা পূর্ণ করার পর তাই লাফিয়ে উঠেন পারভেজ। সতীর্থ ও মাঠে উপস্থিত বাংলাদেশের সমর্থকেরা করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন তাঁকে।
আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে পারভেজের প্রথম সেঞ্চুরিটি এই সংস্করণর বাংলাদেশের মাত্র দ্বিতীয়। তাঁর আগেরটি কার ছিল মনে করাটাও হয়তো তেমন কঠিন নয়—২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় ওমানের বিপক্ষে প্রথম সেঞ্চুরিটি এসেছিল তামিম ইকবালের ব্যাট থেকে। আজ আরও একজন ওপেনারই আবার ছুঁলেন তিন অঙ্কের সেই ম্যাজিক ফিগার।
ওমানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন