হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুজন দুই বাসের চালক। তাঁদের একজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার গংগানগর গ্রা‌মের আবুল কালাম। তিনি রিয়েল কোচ নামের বাসের চালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক বলেন, ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাস সোমবার বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল র ব হ বল

এছাড়াও পড়ুন:

এখনো ঠাঁই দাঁড়িয়ে ‘অচিন গাছ’

২ / ৮অচিন গাছের শাখা–প্রশাখা

সম্পর্কিত নিবন্ধ