বাহুবলে প্রচণ্ড বৃষ্টিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত, আহত ১০
Published: 19th, May 2025 GMT
হবিগঞ্জের বাহুবল উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের চারগাঁও এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আজ সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার চারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম মাহমুদুল হক দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুজন দুই বাসের চালক। তাঁদের একজন হলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার গংগানগর গ্রামের আবুল কালাম। তিনি রিয়েল কোচ নামের বাসের চালক ছিলেন। নিহত অপরজনের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাহমুদুল হক বলেন, ঢাকা থেকে সিলেটগামী রিয়েল কোচ পরিবহনের একটি বাস সোমবার বেলা আড়াইটার দিকে বাহুবল উপজেলার চারগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। এ সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল।
বৃষ্টির কারণে দুর্ঘটনা ঘটতে পারে উল্লেখ করে ওসি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
খুলনার সঙ্গে ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক
চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ৬ ঘণ্টা পর খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নিলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ফলে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধারকারী রিফিল ট্রেন দিয়ে উদ্ধারকাজ শেষ করে।
এদিকে দীর্ঘ ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল সচল হলে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসে। ট্রেন চলাচল বন্ধ হওয়ার পর থেকেই বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের কিছু যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
আবার অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।
চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, “শুক্রবার রাত ১১টা ১৫ মিনিটের পর থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে খুলনা রেলস্টেশনের স্টেশন মাস্টার আশিকুর রহমান বলেন, “খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা চুয়াডাঙ্গার উথলী এলাকায় লাইনচ্যুত হয়। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করায় রাত সোয়া ১১টার দিকে পূণরায় ট্রেন চলাচল শুরু হয়। তবে, এতে কোনো ট্রেনের সিডিউল বাতিল হয়নি। সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়।”
ঢাকা/নুরুজ্জামান/এস