কুমিল্লা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের দায়ী করে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ সোমবার (১৯ মে) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে এ মামলা করেন।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন মো.

মহসিন (৩২), সালাহ উদ্দিন ওরফে রকি (৩০), মো. সোহাগ হোসেন (৩০), সাইফুল ইসলাম (২৫) এবং মারুফ আহমেদ (২৪)। অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিতভাবে তারা কার্যালয়ে হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুর করেন।

আরো পড়ুন:

পুলিশের ওপর হামলা: খালাস পেলেন সাবেক এমপিসহ বিএনপির ২৮ নেতাকর্মী

মানিকগঞ্জ জেলা আ. লীগ নেতা কারাগারে

দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির কার্যালয়ের আশপাশে একদল লোক হঠাৎ করে হামলা চালায়। তারা লাঠি, রড ও ইটপাটকেল ছুড়ে মারেন। পরে কার্যালয়ের একটি অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।

বাদী ইউসুফ মোল্লা টিপু বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করি। এরপরই থানায় মামলা করি। দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না—দলীয় ও আইনগত উভয়ভাবেই ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনায় রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন বিএনপির একাধিক নেতাকর্মী। তাদের দাবি, ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের একটি অংশ এ হামলায় জড়িত থাকতে পারে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/রুবেল/বকুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ঘটন য়

এছাড়াও পড়ুন:

বাঁশখালীতে পরিত্যক্ত ভবনে মিলল যুবকের লাশ

চট্টগ্রামের বাঁশখালীতে একটি পরিত্যক্ত ভবন থেকে মো. মামুন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাত নয়টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুর বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মো. মামুন উপজেলার পুকুরিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনে লাশটি দেখে স্থানীয় বাসিন্দারা থানায় অবহিত করেন। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। নিহত যুবকের শরীরে আঘাতের একাধিক ফোলা চিহ্ন রয়েছে। তবে তা কীসের আঘাত সেটি নিশ্চিত হওয়া যায়নি।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ