কুমিল্লা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় মামলা
Published: 19th, May 2025 GMT
কুমিল্লা মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের দায়ী করে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
আজ সোমবার (১৯ মে) সন্ধ্যায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বাদী হয়ে এ মামলা করেন।
মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে, তারা হলেন মো.
আরো পড়ুন:
পুলিশের ওপর হামলা: খালাস পেলেন সাবেক এমপিসহ বিএনপির ২৮ নেতাকর্মী
মানিকগঞ্জ জেলা আ. লীগ নেতা কারাগারে
দলীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ মে) সন্ধ্যায় নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির কার্যালয়ের আশপাশে একদল লোক হঠাৎ করে হামলা চালায়। তারা লাঠি, রড ও ইটপাটকেল ছুড়ে মারেন। পরে কার্যালয়ের একটি অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। হামলায় অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্রসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়।
বাদী ইউসুফ মোল্লা টিপু বলেন, “ঘটনার খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে যাই। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং সিসিটিভি ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করি। এরপরই থানায় মামলা করি। দলের কেউ জড়িত থাকলেও ছাড় দেয়া হবে না—দলীয় ও আইনগত উভয়ভাবেই ব্যবস্থা নেয়া হবে।”
এ ঘটনায় রাজনৈতিক বিরোধ ও অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন বিএনপির একাধিক নেতাকর্মী। তাদের দাবি, ছাত্রদলের কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতাদের একটি অংশ এ হামলায় জড়িত থাকতে পারে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”
ঢাকা/রুবেল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র ঘটন য়
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত