নুরুল হাসানের জন্য ৯ ফিল্ডারই রাখা হলো বাইরে। ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল আর যে কটি রান করবে, তা যে অধিনায়কের ব্যাট থেকেই আসবে, সেটি বুঝে গিয়েছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। হলোও তা–ই—৪০ বলে ৪৮ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে নুরুল আউট হয়ে যাওয়ার পর আর মাত্র ২ রানই যোগ করতে পেরেছে বাংলাদেশ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ৪ উইকেটে ২২৫ রান নিয়ে দ্বিতীয় দিন সকালে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দল আজ তিন শ ছাড়িয়েও এগিয়েছে বেশ খানিকটা। তবে বৃষ্টিতে খেলা থেমে যায় ৪ ওভার পরই। দুপুরের পর আবার খেলা শুরু হলে ফিফটি তুলে নেন অমিত হাসান। তবে ১১০ বলে ৮ ছক্কা আর ১ চারে ৬৭ রানে থেমে গেছে সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক অমিতের ইনিংস। ৫৯ বলে ২৪ রান করেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান মাহিদুল ইসলাম। এরপর নুরুল ছাড়া আর কেউই রান করতে পারেননি। শেষ তিন ব্যাটসম্যান নাসুম আহমেদ (০), নাঈম হাসান (০) ও খালেদ আহমেদ (২) ফেরেন অল্পতেই।
৬৭ রান করেছেন অমিত হাসান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নর্ডিক স্কলারশিপে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
উত্তর ইউরোপের দেশগুলোর আগ্রহী শিক্ষার্থীদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এসেছে নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬। এই প্রোগ্রাম ঘোষণা করেছে সুইডেনের নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউট (NAI)। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিষয়ে যাঁরা আফ্রিকান স্টাডিজ বা সমসাময়িক আফ্রিকা নিয়ে গবেষণা করছেন, তাঁদের জন্য এই আন্তর্জাতিক বৃত্তি উন্মুক্ত।
এই বৃত্তির মাধ্যমে সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক ও আইসল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয় বা গবেষণাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক্টরাল গবেষকেরা এক মাসের জন্য নর্ডিক আফ্রিকা ইনস্টিটিউটে গবেষণার সুযোগ পাবেন। এই প্রোগ্রাম আবেদনকারীর নাগরিকত্বের ওপর নির্ভরশীল নয়। মূল লক্ষ্য হলো, আফ্রিকা–বিষয়ক গবেষণায় নর্ডিক অঞ্চলে সক্ষমতা বৃদ্ধি করা এবং নর্ডিক গবেষকদের মধ্যে সহযোগিতার নেটওয়ার্ক তৈরি করা।
নর্ডিক স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬–এর শেষ তারিখ আগামী ১২ অক্টোবর ২০২৫।