গাজীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
Published: 23rd, May 2025 GMT
গাজীপুর নগরের সালনা এলাকায় শারমিন আক্তার (২৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে শারমিন খুন হন। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে।
নিহত শারমিনের বাবার বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার পাহাড়ছড়ি গ্রামে। তিনি গাজীপুরের তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। মোজাম্মেল হকের গ্রামের বাড়ি ওই উপজেলার তিতপুর গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই দম্পতি গাজীপুর নগরের পোড়াবাড়ি উত্তরপাড়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। তাঁরা স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন। তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরে দাম্পত্য জীবনে কলহ চলছিল। গতকাল রাতে শারমিন কারখানা থেকে বাসায় ফিরছিলেন। এ সময় বাসার কাছাকাছি এলাকায় মোজাম্মেল ধারালো দা দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। খবর পেয়ে রাতেই সালনা এলাকা থেকে মোজাম্মেলকে গ্রেপ্তার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার হাসান বলেন, এক নারীকে তাঁর স্বামী ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি