নারী বিশ্বকাপে গতকাল রাতে অবিশ্বাস্য ব্যাটিং ব্যর্থতায় বাঁচামরার ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৭ রানে হেরেছে বাংলাদেশ। তাতে শেষ চারের আগেই বিদায় নিশ্চিত হয়েছে নিগার সুলতানার দলের। শ্রীলঙ্কার ২০২ রান তাড়া করতে নেমে হাতে ৫ উইকেট রেখে শেষ ওভারে ৯ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু চামারি আতাপাত্তুর করা শেষ ওভারটায় যা হলো, সেটির কোনো ব্যাখ্যা নেই। ৪ বলে ৪টি উইকেট হারানোর পাশাপাশি শেষ ওভারে মাত্র ১ রান তুলতে পারে বাংলাদেশ।

এই হারের পর নিজেদের পরিকল্পনা থেকে ছিটকে পড়াকে দুষেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার। বাংলাদেশের ৯ উইকেটে ১৯৫ রানে থেমে যাওয়ার পথে ৭৭ রানের ইনিংস খেলেন তিনি। আউট হন শেষ ওভারের তৃতীয় বলে। রান তাড়ায় নেমে শেষ ওভার পর্যন্ত ম্যাচটা নিয়ে যাওয়া উচিত হয়নি বলে মনে করেন নিগার। ৪৯তম ওভারে ম্যাচ শেষ করা উচিত ছিল বলে মনে করেন তিনি।

জয়ের জন্য শেষ দুই ওভারে ১২ রান দরকার ছিল বাংলাদেশের। হাতে ৬ উইকেট। এ অবস্থায় সুগান্দিকা কুমারীর করা ৪৯তম ওভারে ১টি উইকেট হারিয়ে মাত্র ৩ রান তুলতে পারে বাংলাদেশ। তাতে শেষ ওভারে জয়ের লক্ষ্যটা কঠিন হয়ে যায়। পুরস্কার বিতরণী মঞ্চে নিগার বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, শুরুতে উইকেট দেব না। মাঝের ওভারগুলোয় ইনিংস গড়ব এবং শেষ ১০-১৫ ওভারে বেশি রান তুলব। খেলাটা শেষ ওভারের আগের ওভারে শেষ করতে হতো। আমরা সেখানেই হেরেছি।’

ক্র্যাম্পের শিকার হওয়ায় রিটায়ার্ড হার্ট হন শারমিন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

আইএল টি–টোয়েন্টিতে অভিষেকেই মোস্তাফিজ জাদু

দল জেতেনি। তবে বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান তাঁর কাজটা করেন দারুণভাবে। কাল সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টিতে নিজের প্রথম ম্যাচ খেলেছেন মোস্তাফিজ।

অভিষেক ম্যাচেই বল হাতে ৪ ওভারে ২৬ দিয়ে নিয়েছেন ২টি উইকেট। শুধু বোলিং নয়, ফিল্ডিংয়েও ধরেছেন দুটি ক্যাচ। এরপরও তাঁর দল দুবাই ক্যাপিটালস ৪ উইকেটে হেরে গেছে  গালফ জায়ান্টসের কাছে।

দুবাইয়ে আগে ব্যাটিং করে দুবাই ক্যাপিটালস তুলেছিল ১৬০ রান। সেই রান তাড়া করতে নেমে গালফ জায়ান্টস জিতেছে ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।

মোস্তাফিজ কাল উইকেট পেয়েছেন তাঁর করা প্রথম বলেই। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফেরান গালফ ওপেনার রহমানউল্লাহ গুরবাজকে। প্রথম ওভারে ১১ রান দেওয়া মোস্তাফিজ এরপর আবার আসেন পাওয়ার প্লের শেষ ওভারে।

উইকেট পেতে পারতেন এই ওভারের শেষ বলেও। তাঁর বলে ক্যাচ তুলেছিলেন জেমস ভিন্স। কিন্তু ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো ডেভিড উইলি ক্যাচ নিতে পারেননি, উল্টো বানিয়ে দেন চার। সেই ওভার থেকে আসে ১০ রান। আর সেই ভিন্সই পরে ফিফটি করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

আরও পড়ুনদেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি৮ ঘণ্টা আগে

১২তম ওভারে এসে মোস্তাফিজ আবারও ঝলক দেখান। মাত্র দুই রান দিয়ে তুলে নেন ফিফটি করা পাতুম নিশাঙ্কার উইকেট। এরপর ১৬তম ওভারে দেন মাত্র ৩ রান। প্রথম দুই ওভারে ২১ রান দেওয়া এই বাঁহাতি পেসার শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান।

মোস্তাফিজের স্পেল শেষ হওয়ার সময় গালফের দরকার ছিল ২৪ বলে ২৯ রান। সেই সমীকরণ তারা সহজেই মেলাতে পেরেছে। নিশাঙ্কা খেলেছেন ৩১ বলে ৬৭ রানের ঝড়ো ইনিংস, হয়েছেন ম্যাচসেরা।

এবারের আসরে প্রথম দুই ম্যাচেই হেরেছে দুবাই ক্যাপিটালস। আর গালফ জায়ান্টস দুটিই জিতে পয়েন্ট তালিকার শীর্ষে।

আরও পড়ুনবিপিএল কি মিস করেন সালাহউদ্দীন১৪ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ