দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২০ অক্টোবর) বিএসইসির মুখপত্র ও পরিচালক আবুল কালামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বিএসইসির অনুরোধে মন্ত্রিপরিষদ বিভাগ গত ৮ অক্টোবর একটি স্মারক জারি করে সব জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বিনিয়োগ শিক্ষা বিস্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি মনে করছে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা দেশের অর্থনৈতিক অন্তর্ভুক্তি, নিরাপদ বিনিয়োগ চর্চা ও মূলধন বাজারের টেকসই উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে। বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা বৃদ্ধি করতে বিএসইসি নিয়মিতভাবে নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে, সম্প্রতি জাতীয় তথ্য বাতায়নে বিএসইসির বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট লিংক ও ইউটিউব লিংক সংযুক্ত করা হয়েছে।

বিনিয়োগকারীদের মাঝে সচেতনতা তৈরি ও শিক্ষিত বিনিয়োগ নিশ্চিত করতে বিএসইসির কার্যক্রমকে বেগবান করতে মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতা চেয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তারই পরিপ্রেক্ষিতে, মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা গত ৮ অক্টোবর সকল জেলা ও উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে।

পত্রে সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে অনুলিপি প্রদানসহ সকল জেলা তথ্য অফিসারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়। একইসাথে দেশের সব বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ যেসব বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা চেয়েছে, তা হলো-

১.

জেলা প্রশাসনের ওয়েবসাইটে ফিন্যান্সিয়াল লিটারেসি ও বিনিয়োগ সচেতনতা কার্যক্রমের লিংক সংযুক্ত করা (ওয়েবসাইট: www.finlitbd.com ও ইউটিউব: https://www.youtube.com/@financialliteracyprogramba6178);
২. জেলা/উপজেলায় বিএসইসি কর্তৃক আয়োজিত সেমিনার ও কর্মশালায় সহায়তা ও সমন্বয় সাধন;
৩. মাসিক জেলা সমন্বয় সভায় বিনিয়োগ শিক্ষা ও সচেতনতা বিষয়টি আলোচনায় অন্তর্ভুক্তকরণ;
৪. জেলা তথ্য অফিসের সহযোগিতায় প্রচার ও প্রকাশনার উদ্যোগ গ্রহণ;
৫. জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) কে বিনিয়োগ সংক্রান্ত তথ্য সরবরাহ ও সহযোগিতা করতে দায়িত্ব প্রদান।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, বিএসইসি মনে করে, এই উদ্যোগের ফলে দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা ও পুঁজিবাজার সচেতনতা কার্যক্রম আরও কার্যকর ও বেগবান হবে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট অংশীজনসহ দেশের সব মহলের সহযোগিতায় বিএসইসি বিনিয়োগ শিক্ষা প্রসারের মাধ্যমে জনগণ ও বিনিয়োগকারীদের আরও শিক্ষিত ও সচেতন করতে চায়। এই সচেতনতা দেশের পুঁজিবাজার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেই আশা করছে বিএসইসি।

ঢাকা/এনটি/ইভা 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র সহয গ ত ব এসইস র ও উপজ ল উদ য গ ক ত কর অফ স র

এছাড়াও পড়ুন:

মতামত জানতে অতালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোকে ডেকেছে বিএসইসি  

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য নতুন প্রাথমিক গণপ্রস্তাব রুলস বা আইপিও আইনের খসড়া সম্প্রতি অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আইনের বিভিন্ন বিষয়ে মতামত জানতে ইতোমধ্যে বেশ কিছু অংশীজনের সঙ্গে আলোচনা করেছে সংস্থাটি।

এরই ধরাবাহিকতায় পুঁজিবাজারে তালিকাভুক্ত নয় বা অতালিকাভুক্ত সরকারি লাভজনক কিছু কোম্পানিকে আইপিও আইনের খসড়ার ওপর মতামত জানতে ডেকেছে বিএসইসি। 

৮ ডিসেম্বর বিকাল তিনটায় বিএসইসির সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

সম্প্রতি এ বিষয়ে কোম্পানিগুলোকে ডেকে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে সংস্থাটি।

বিএসইসি সূত্রে জানা গেছে, এ বিষয়ে এখন পর্যন্ত নয়টি কোম্পানিকে চিঠি দিয়েছে বিএসইসি। কোম্পানিগুলো হলো- ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড, সিনোভিয়া ফার্মা পিএলসি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এবং নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

বিএসইসির চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসি বাংলাদেশে শেয়ারবাজারে তালিকাভুক্তির নিয়ন্ত্রক কাঠামো আধুনিকীকরণ এবং শক্তিশালী করার লক্ষ্যে পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা-২০২৫ এর খসড়া প্রস্তুত করেছে। বিস্তৃত অংশীদারদের সম্পৃক্ততা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কমিশনের প্রতিশ্রুতির অংশ হিসেবে, গুরুত্বপূর্ণ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো সঙ্গে  অংশগ্রহণমূলক আলোচনার আয়োজন করেছে।

এ বিষয়ে আগামীকাল সোমবার আগারগাঁও বিএসইসির কার্যালয়ে আলোচনা সভায় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ঢাকা/এনটি// 

সম্পর্কিত নিবন্ধ

  • মতামত জানতে অতালিকাভুক্ত সরকারি কোম্পানিগুলোকে ডেকেছে বিএসইসি