নারায়ণগঞ্জে ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প’ শীর্ষক কর্মশালা
Published: 23rd, May 2025 GMT
নারায়ণগঞ্জে ‘আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড.
কর্মশালায় দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন- লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মিজ মোছা: জান্নাতুল ফেরদৌস, মো: মনিরুজ্জামান, মো: আবু শামীম আজাদ, সিনিয়র জেলা জজ, নারায়ণগঞ্জ; প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ এবং জি.এম. আতিকুর, রহমান জামালী, প্রকল্প পরিচালক (যুগ্মসচিব), “আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প”।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
এই কর্মশালাটি নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হয়। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখব।
অনুষ্ঠানটির শেষে প্রধান অতিথি গ্রীন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় সার্কিট হাউজের ভিতরে বৃক্ষরোপন করেন। এবং সবাইকে গাছ লাগানোর জন্য উৎসাহ প্রদান করেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ প রকল প উপস থ ত অন ষ ঠ আইন ব
এছাড়াও পড়ুন:
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।
জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।
দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।