নিলামের দিনে তাঁরা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। নাম ডাকার সঙ্গে সঙ্গে উঠেছে হাত, বয়ে গেছে কোটি কোটি রুপির ঝড়। কিন্তু মাঠে খেলা শুরু হতেই সেই ঝড় উধাও, যা দেখা গেছে ঝিরিঝিরি বৃষ্টি। জার্সির গায়ে নাম আছে, আছে কোটি কোটি রুপি লেখা প্রাইস ট্যাগ। কিন্তু নিলামে হিট হলেও মাঠে তাঁরা সুপার ফ্লপ।

দামি খেলোয়াড় মানেই যে রানবৃষ্টি আর উইকেটের নিশ্চয়তা নয়, সেটাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারের আইপিএল। নাম আর দাম থাকা সেই ফ্লপ তারকাদেরই খবর জানুন।

ঋষভ পন্ত— ২৭ কোটি

দিল্লি তাঁকে ধরে রাখতে চাইলেও বাজারে দাম কত বুঝতে চেয়েছিলেন ঋষভ পন্ত। নাম লেখান নিলামে। সেই নিলামে তাঁকে নিয়ে দলগুলোর কাড়াকাড়ি এত বেশি হয়েছে যে আইপিএল রেকর্ড ২৭ কোটি রুপি দাম পেয়ে গেছেন পন্ত, যা নিজেও ভাবেননি জানিয়েছেন পরে।

পন্তকে যে প্রত্যাশা থেকে লক্ষ্ণৌ এত টাকা দিয়ে কিনেছিল, সেটি একপ্রকার ‘জলে’ই গেল বলা যায়। বাঁহাতি এ ব্যাটসম্যান ১৩ ইনিংসে রান করতে পেরেছেন মাত্র ১৫১, গড় ১৩.

৭২! ভারত জাতীয় দলের সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যানদের একজন বিবেচনা করা হয় পন্তকে, অথচ লক্ষ্ণৌর হয়ে তাঁর স্ট্রাইক রেট মাত্র ১০৭.০৯। এর মধ্যে ধর্মশালায় পাঞ্জাব কিংসের বিপক্ষে ১৭ বলে ১৮ রানের ইনিংস নিয়ে তো ক্ষোভও ঝাড়তে দেখা গেছে লক্ষ্ণৌ সমর্থকদের।

লক্ষ্ণৌকে নেতৃত্বও দিয়েছেন ঋষভ পন্ত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লক ষ ণ

এছাড়াও পড়ুন:

বাংলাদেশকে উড়িয়ে আমিরাতের অধিনায়ক বললেন, ‘আমার কাছে কোন ভাষা নেই’

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজের আগে তিনবারের দেখায় তিনবারই জিতেছে বাংলাদেশ। ২০১৬ এশিয়া কাপের পর ২০২১ সালে বাংলাদেশ ২-০ ব্যবধানে তাদেরকে সিরিজে হারায়।

এবার ফলাফল ঠিক উল্টো। পিছিয়ে থেকে দারুণ কামব্যাক করে ইউএই জিতেছে সিরিজ। ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়েছে মরুর এই দলটি। 

দ্বিতীয়বারের মতো আইসিসির টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল। ২০২১ সালে আয়ারল্যান্ডকেও ২-১ ব্যবধানে হারিয়েছিল তারা। তবে বাংলাদেশকে হারানোর প্রাপ্তি আমিরাতের কাছে বিশেষ কিছু, যা তাদের অধিনায়ক মুহাম্মদ ওয়াসিমের কণ্ঠে ফুটে উঠল। 

পুরস্কার বিতরণী মঞ্চে ওয়াসিম বলেছেন, ‘‘প্রথমেই, আমার প্রিয় আল্লাহর দরবারে ধন্যবাদ এবং আলহামদুলিল্লাহ। এই জয়ে আমি খুবই খুশি। এবং আমাদের ম্যানেজমেন্ট, আমাদের বোর্ড এবং আমাদের সাপোর্টিং স্টাফরা, আমাদের প্রধান কোচ, ফিজিও, প্রশিক্ষক, বিশ্লেষক, সকলকে অভিনন্দন।’’

‘‘আমি খুবই খুশি যে আমরা ইতিহাস সৃষ্টি করতে পেরেছি। এই সিরিজ আমাদের জন্য অনেক অর্থবহ। ভবিষ্যতে এটি আমাদের জন্য খুবই সহায়ক। আর ছেলেদের পারফরম্যান্স, আসিফ যেভাবে খেলেছে, আলিশান, রাহুল চোপড়া, হায়দার যেভাবে বোলিং করেছে, এবং অন্যান্য বোলারদের পারফরম্যান্সে আমি খুবই খুশি। আমার পুরো দলের পারফরম্যান্সে আমি খুবই খুশি। সত্যি বলতে, এই জয়ের জন্য আমার কাছে কোন ভাষা নেই।’’

‘‘(পাঁচজন নতুন খেলোয়াড়) খুব খুশি যে তারা পুরো সিরিজ জুড়ে খুব ভালো করেছে, বিশেষ করে হায়দার আলী তার অভিষেক করছে, এবং সে ব্যতিক্রমী বোলিং করেছে। আমি তার জন্য খুব খুশি।’’

‘‘আমরা আমাদের আশা হারিয়ে ফেলছিলাম না, বরং আমরা সবাইকে আশা দিচ্ছিলাম। আমরা শারজাহতে প্রতিটি দলের বিরুদ্ধে প্রতিটি স্কোর তাড়া করতে পারি, এবং আমরা এখানে এতে অভ্যস্ত। সত্যি বলতে, আমি খুব খুশি। কোচ, আমাদের পরিবার এবং সকলকে ধন্যবাদ।’’

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ

  • বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করলেন রাফিনিয়া
  • এলোমেলো ক্রিকেট, দুরবস্থা মানসিকতাতেও
  • বাংলাদেশকে উড়িয়ে আমিরাতের অধিনায়ক বললেন, ‘আমার কাছে কোন ভাষা নেই’
  • আমাদের শিখতে হবে, আরও শিখতে হবে: লিটন
  • হৃদয়-শরিফুলদের ফিল্ডিং দেখে শঙ্কিত সাবেকরা
  • বাংলাদেশ-ইউএই তৃতীয় টি-টোয়েন্টি আজ