আইপিএল: দাম উঠল আকাশে, পারফরম্যান্স নামল পাতালে
Published: 23rd, May 2025 GMT
নিলামের দিনে তাঁরা ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দু। নাম ডাকার সঙ্গে সঙ্গে উঠেছে হাত, বয়ে গেছে কোটি কোটি রুপির ঝড়। কিন্তু মাঠে খেলা শুরু হতেই সেই ঝড় উধাও, যা দেখা গেছে ঝিরিঝিরি বৃষ্টি। জার্সির গায়ে নাম আছে, আছে কোটি কোটি রুপি লেখা প্রাইস ট্যাগ। কিন্তু নিলামে হিট হলেও মাঠে তাঁরা সুপার ফ্লপ।
দামি খেলোয়াড় মানেই যে রানবৃষ্টি আর উইকেটের নিশ্চয়তা নয়, সেটাই যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এবারের আইপিএল। নাম আর দাম থাকা সেই ফ্লপ তারকাদেরই খবর জানুন।
ঋষভ পন্ত— ২৭ কোটিদিল্লি তাঁকে ধরে রাখতে চাইলেও বাজারে দাম কত বুঝতে চেয়েছিলেন ঋষভ পন্ত। নাম লেখান নিলামে। সেই নিলামে তাঁকে নিয়ে দলগুলোর কাড়াকাড়ি এত বেশি হয়েছে যে আইপিএল রেকর্ড ২৭ কোটি রুপি দাম পেয়ে গেছেন পন্ত, যা নিজেও ভাবেননি জানিয়েছেন পরে।
পন্তকে যে প্রত্যাশা থেকে লক্ষ্ণৌ এত টাকা দিয়ে কিনেছিল, সেটি একপ্রকার ‘জলে’ই গেল বলা যায়। বাঁহাতি এ ব্যাটসম্যান ১৩ ইনিংসে রান করতে পেরেছেন মাত্র ১৫১, গড় ১৩.
উৎস: Prothomalo
কীওয়ার্ড: লক ষ ণ
এছাড়াও পড়ুন:
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) ঘোষণা করেছে, ২৪তম সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে পুরস্কারের ঘোষণা দেন সিজেএফবির টাইটেল স্পন্সর একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও এমডি তাসনোভা মাহবুব সালাম।
এ সময় ২৪তম পুরস্কারের লোগো উন্মোচন করেন খ্যাতিমান সংগীত তারকা বেবী নাজনীন এবং একুশে টিভির চেয়ারম্যান আবদুস সালাম।
আরো পড়ুন:
ফারুকীর রহস্যঘেরা ওয়েব সিরিজ ‘৮৪০’ ওটিটিতে
রানিরা কাউকে অনুসরণ করে না: অপু বিশ্বাস
অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সংগঠনের সভাপতি এনাম সরকার জানান, আগামী ১৭ অক্টোবর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে এ বছরের অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
সংগঠনটির প্রধান উপদেষ্টা তামিম হাসান জানান, বরাবরের মতো এবারো বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠানটি হবে। সার্বিক পরিকল্পনা তুলে ধরেন সিজেএফবির সাধারণ সম্পাদক এম এস রানা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সিজেএফবির ইভেন্ট পার্টনার অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী, একুশে টিভির পরিচালক ব্যারিস্টার তানজীব, এবং সিজেএফবির যুগ্ম-সম্পাদক শাকিলুর রহমান (শাকিল)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রাবণ্য তৌহিদা।
বরাবরের মতো এবারো সংগীত, চলচ্চিত্র ও টেলিভিশন মিডিয়ার বছর সেরা তারকারাই মনোনীত ও পুরস্কৃত হবেন। একইসঙ্গে থাকবে দেশের স্বনামখ্যাত শিল্পীদের ঝলমলে পারফরম্যান্স।
ঢাকা/শান্ত