প্রধান উপদেষ্টার পদ ছাড়ার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া
Published: 24th, May 2025 GMT
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ আলোচনা নিয়ে বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে পদত্যাগের ইচ্ছাকে ‘আত্মঘাতী সিদ্ধান্ত’ উল্লেখ করেছেন। গতকাল শুক্রবার বিভিন্ন কর্মসূচি, বিবৃতি ও ফেসবুক পোস্টে এসব প্রতিক্রিয়া জানানো হয়।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব গতকাল ফেসবুকে লেখেন, ‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’। পরে এটি তিনি সরিয়ে ফেলেন। ফয়েজ আহমদ লিখেছিলেন, ‘ড.
বিশ্ব সম্প্রদায়ের কাছে ড. মুহাম্মদ ইউনূসের সম্মান আছে, এটা রক্ষা করা আমাদের দায়িত্ব।’
আরেক পোস্টে ফয়েজ আহমদ লেখেন, ‘প্রধান উপদেষ্টা স্যারের বিষয়ে দেওয়া স্ট্যাটাসটি আমার ব্যক্তিগত মতামত। এটাকে নিউজ না করার অনুরোধ জানানো যাচ্ছে।’
এক-এগারোর পুনরাবৃত্তি চাই না: ইকবাল করিম
দেশে এক-এগারোর পুনরাবৃত্তি যেন না হয়, সে বিষয়ে সতর্ক করেছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। ফেসবুকে তিনি লেখেন, এক-এগারোর পুনরাবৃত্তি দেখতে চাই না; দেশের অপূরণীয় ক্ষতি হবে। এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরও ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।
জনগণের ওপর আস্থা রাখতে বললেন ফরহাদ মজহার
ফেসবুক পোস্টে কবি ও চিন্তক ফরহাদ মজহার লিখেছেন, ‘ড. ইউনূস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করে ভুল করেছেন। পদত্যাগ করা হবে তাঁর ব্যর্থতা, তাঁর জন্য আত্মঘাতী। কোনো ব্যক্তি বা দল নয়, তাঁর উচিত জনগণের ঐতিহাসিক অভিপ্রায়কে সম্মান করা, কোনো দল বা গোষ্ঠীর চাপে বিভ্রান্ত না হয়ে জনগণের ওপর আস্থা রাখা।’
অস্থিরতার কারণ নির্বাচন বিলম্ব: ফারুক
জাতীয় নির্বাচন আয়োজনে বিলম্ব দেশে অস্থিরতার কারণ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘অপরাজেয় বাংলাদেশ’ আয়োজিত প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনের রোডম্যাপ না থাকায় অস্থিরতা বাড়ছে: জোনায়েদ সাকি
দেশে বিচার প্রক্রিয়া, সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অনিশ্চয়তা এবং অস্থিরতা ক্রমেই গভীর হচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এ কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। ১০ দাবিতে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।
সংকট উত্তরণের পথ জাতীয় সনদ ও নির্বাচন: রব
চলমান সংকট থেকে উত্তরণে অবিলম্বে ‘জাতীয় সনদ’ প্রণয়ন এবং তার ভিত্তিতে নির্বাচন আয়োজন সরকারের জন্য এ মুহূর্তের জরুরি করণীয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। গতকাল এক বিবৃতিতে একথা বলেন তিনি।
পদত্যাগ সংকটের সমাধান নয়: সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারপ্রধানসহ উপদেষ্টাদের পদত্যাগ বিদ্যমান সংকটের সমাধান নয়। বরং যেসব কারণে অন্তর্বর্তী সরকার বিতর্কিত হয়েছে, সেসব ইস্যু থেকে তাদের বেরিয়ে আসা উচিত।
গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির কেন্দ্রীয় কমিটির দুই দিনব্যাপী সভার প্রথম দিনে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: পদত য গ ফ সব ক কর ছ ন র জন য সরক র গতক ল ইউন স
এছাড়াও পড়ুন:
আমাদের রাজনীতি হলো জনগণের জন্য : সাখাওয়াত
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আগামী নির্বাচনে দেশের জনগণ যদি বিএনপিকে ভোট দিয়ে বিজয় করে তাহলে ৩১দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে। আমাদের নেতা বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন 'জনগণের সকল ক্ষমতার উৎস'।
সেই জনগণকে নিয়ে আমরা রাজনীতি করতে চাই। কারন আমাদের রাজনীতি হলো জনগনের জন্য। আমাদের নেতার তারেক রহমানের রাজনীতি হল উৎপাদনমুখী রাজনীতি ও জনগণকে নিয়ে রাজনীতি। জনগণের যদি উন্নয়ন হয় তাহলে দেশ উন্নত রাষ্ট্রে পরিনত হবে।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন বন্দর উপজেলার অন্তর্গত মুছাপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও বিএনপি' পরর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠান পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
সোমবার (১৩ অক্টোবর) বিকেলে ধামগড় ইউনিয়নের কামতাল মালিভিটায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন,ধামগড় ইউনিয়ন হলো বিএনপির ঘাঁটি। গোগনগর ইউনিয়নের মানুষ বিএনপিকে অনেক ভালোবাসে এবং পছন্দ করে। গত ১৫ বছর ফ্যাসিসরা এই ইউনিয়নে অনেক অন্যায় অত্যাচার করেছে। আমরা আপনাদের প্রতি আর কোন অন্যায়- অত্যাচার মেনে নেব না। আমরা আপনাদের সাথে আছি যে কোন বিপদ-আপদে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ।
এই ইউনিয়নে যারাই আছেন সবাই আমরা ঐক্যবদ্ধ থাকেন। শুধুমাত্র ফ্যাসিস ছাড়া যারা বিগত ১৫ টি বছর জনগণকে নিস্পৃত করেছে তারা ছাড়া সবাই আমাদের দলে অংশগ্রহণ করতে পারবে। আমাদের দলের একটি নীতি সেই নীতি হলো আমাদের এই দেশকে বিদেশি সম্রাজ্যবাদের হাত থেকে রক্ষা করতে হবে। এবং এই দেশকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচন হলো এই দেশকে দিকে এগিয়ে নেওয়ার জন্য। সেটার জন্য কিন্তু আগামী নির্বাচনে আপনাদেরকেই নির্ধারণ করতে হবে। এবং সেই নির্বাচন কিন্তু দেশ এবং জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সামনে অনেক দল আসবে তারা বিভিন্ন মত বুলানো কথাবার্তা বলবে বলে তারা দেশ ও জাতির ক্ষতি করবে।
যারা ধর্মের ক্ষতি করবে ধর্মে ধর্মে লাগিয়ে দিয়ে তারা অশান্তি সষ্টি করবে। আমরা বিএনপি সেটা হতে দিতে চাই না। আমরা চাই একটি উন্নয়ন ও সমৃদ্ধিশালী বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস গণতান্ত্রিক দেশ গড়ে তুলবো।
ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন উর রশীদ লিটন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন শিশির, সাংগঠনিক সম্পাদক শাহাদুল্লাহ মুকুল, তাওলাদ মাহমুদ, ধামগড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সহ- সভাপতি কবির হোসেন, সহ- সভাপতি মোশারফ মৃধা, সহ- সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আপন, সাংগঠনিক সম্পাদক মো. সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।