Risingbd:
2025-11-28@11:16:46 GMT

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

Published: 28th, November 2025 GMT

টেকনাফে আগ্নেয়াস্ত্রসহ আটক ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ একজন আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটেলিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। 

বৃহস্পতিবার ভোরে টেকনাফের গোদার বিল এলাকায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানিয়েছেন, সম্প্রতি গোদার বিল ও মেরিন ড্রাইভ-সংলগ্ন এলাকায় সন্ত্রাসী চক্রের ছিনতাই, অপহরণ এবং পর্যটক ও স্থানীয়দের কাছ থেকে জবরদস্তি করে অর্থ আদায়ের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে নুর আহমদ (২৫) নামের একজনকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও একটি মোবাইল ফোনসহ আটক করা হয়। 

তিনি বলেন, এই চক্র দীর্ঘদিন ধরে পর্যটক ও স্থানীয়দের অস্ত্র ঠেকিয়ে ছিনতাই, অপহরণ এবং মুক্তিপণ আদায় করে আসছিল। তাদের গোপন আস্তানা ও চলাচলের রুটও শনাক্ত করা হয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক নুর আহমদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং জব্দকৃত অস্ত্র থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছেন বিজিবির ওই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/রফিক

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন য় স ত র

এছাড়াও পড়ুন:

ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে ভাতিজাকে পিটুনি

কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার লাথিতে চাচার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজাকে আটক করে পুলিশ। তবে তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে পিটুনি দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ কালু (৮০)। তিনি ওই এলাকার মৃত মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত ভাতিজার নাম আলী আহমদ (৬০)। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পারিবারিক জায়গা নিয়ে মোহাম্মদ কালুর সঙ্গে আলী আহমদের বিরোধ ছিল। আজ সকালে এ জমি নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়, এক পর্যায়ে আলী আহমদ চাচা মোহাম্মদ কালুর বুকে লাথি দেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে পুলিশ আলী আহমদকে আটক করে নিয়ে যেতে চাইলে মোহাম্মদ কালুর স্বজনেরা আলী আহমদকে ছিনিয়ে নিয়ে মারধর করেন। এ সময় আলী আহমদের বাড়িঘরও ভাঙচুর করা হয়। পাশাপাশি আলী আহমদের স্ত্রী পারভিন আকতারকেও মারধরের অভিযোগ উঠেছে।

কান্না করছেন নিহত মোহাম্মদ কালুর স্বজনেরা। আজ দুপুরে চকরিয়ার কাকারা ইউনিয়নের সাকের মোহাম্মদ চর এলাকায়

সম্পর্কিত নিবন্ধ

  • আমরা একটা গোলকধাঁধায় পড়েছি
  • রাষ্ট্র পরিচালনায় ইসলাম প্রতিষ্ঠার সুযোগকে সম্মিলিতভাবে কাজে লাগাতে হবে: সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
  • দুর্নীতি প্রতিরোধে ইসলামী শাসনের বিকল্প নেই : ইলিয়াস আহমদ
  • সিদ্ধিরগঞ্জে তরুণ অপহরণ, দাবিকৃত মুক্তিপন না পেয়ে হত্যা
  • সিদ্ধিরগঞ্জে তরুণ অপহরণ, দাবিকৃত মুক্তিপ না পেয়ে হত্যা
  • ভাতিজার লাথিতে চাচার মৃত্যু, পুলিশ থেকে ছিনিয়ে ভাতিজাকে পিটুনি
  • স্কুল থেকে অপহরণের পর মুক্তি পেল ২৪ নাইজেরিয়ান ছাত্রী
  • সন্তানদের নিয়ে দ্বন্দ্ব, গ্রেপ্তার আতঙ্কে দুবাইয়ের শাসক পরিবারের সাবেক বউ
  • ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণে ফ্রান্সের সহায়তা চাইলেন ফয়েজ আহমদ তৈয়