রাজস্ব প্রশাসনে অস্থিরতা কাটছে না। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আজ সকাল থেকে বিকেল পর্যন্ত এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের অধিকাংশই নিজেদের কক্ষ ছেড়ে সকাল থেকে এনবিআরের নিচতলায় অবস্থান নেন। বিকেল পাঁচটা পর্যন্ত এই কর্মসূচি চলে। এই সময় কাজ হয়নি বললেই চলে। এদিকে কাল ও পরশু একইভাবে সারা দিন কর্মবিরতি পালন করবেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা।

আগারগাঁওয়ে এনবিআর ভবনে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা - কর্মচারীরা.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ ল ক কর কর মকর ত

এছাড়াও পড়ুন:

পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে আবার ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা

আফগানিস্তানের অনুরোধে পাকিস্তান ও তালেবান সরকার ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

এর আগে কাতার ও ইরানের পরামর্শে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই সেই যুদ্ধবিরতি ভেঙে পড়েছিল।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এ সময়ে উভয় পক্ষ সমস্যাটির একটি ‘ইতিবাচক ও টেকসই সমাধান’ খুঁজে বের করার লক্ষ্যে গঠনমূলক আলোচনায় অংশ নেবে।

এর আগে পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোয় সুনির্দিষ্ট হামলা চালিয়েছে।

সূত্র মতে, এ হামলায় তালেবানের ৪ নম্বর ব্যাটালিয়ন এবং ৬ নম্বর বর্ডার ব্রিগেড ধ্বংস হয়ে গেছে। এতে কয়েক ডজন আফগান ও বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন।

বিমানবিধ্বংসী অস্ত্র নিয়ে কান্দাহার প্রদেশের পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় সতর্ক অবস্থান নিয়েছেন আফগান তালেবান নিরাপত্তা বাহিনীর সদস্যরা। ১৫ অক্টোবর ২০২৫, স্পিন বোল্ডাক

সম্পর্কিত নিবন্ধ