চট্টগ্রাম মহানগরের কোতোয়ালি থানাধীন এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা আদায় করতে গিয়ে হত্যার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ শনিবার (১৫ নভেম্বর) দুপুরে র‌্যাবের চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের তথ্য জানান র‌্যাব-৭ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাওহিদুল ইসলাম।

আরো পড়ুন:

বিচারকের ছেলে হত্যা: লিমন ৫ দিনের রিমান্ডে

আশরাফুলের সঙ্গে পরিকল্পিতভাবে প্রেমের সম্পর্ক গড়েন কোহিনূর: র‌্যাব

চট্টগ্রাম শহরের গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় মোবাইল মেকানিক আকাশ ঘোষ শুক্রবার (১৪ নভেম্বর) পাওনা টাকা চাইতে গেলে কুপিয়ে হত্যা করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, মো.

সানি (২৪), মো. ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)। 

লেফটেন্যান্ট কর্নেল তাওহিদুল ইসলাম বলেন, ‘‘গত ১৪ নভেম্বর এনায়েত বাজার এলাকায় আকাশ ঘোষকে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’’ 

তিনি আরো বলেন, ‘‘আকাশ ঘোষ গোয়ালপাড়া পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় মোবাইল মেকানিক। এক মাস আগে আকাশের দোকানে সানি তার মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন করে। মেরামতের ১৫০০ টাকার মধ্যে সানি তাকে কিছু টাকা পরিশোধ করে। গত ১৪ নভেম্বর আকাশ বাকি টাকার জন্য সানিকে চাপ দেয়। সানি তাকে টাকা দেওয়ার জন্য রাতে কসাইপাড়া এলাকায় গলিতে নিয়ে যায়। সেখানে আকাশ ঘোষকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।’’  

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

ঢাকা/রেজাউল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হত য ম মল

এছাড়াও পড়ুন:

বদলে যাওয়া জীবনযাত্রা বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি, কর্মস্থলে সচেতনতা বৃদ্ধির তাগিদ

আজকাল শিশু–কিশোরদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও ফাস্ট ফুডের মতো অস্বাস্থ্যকর খাবারে আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি নগরায়ণের ফলে কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। নগরবাসীর মধ্যে অনিদ্রার পরিমাণ বাড়ছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনের এসব পরিবর্তনই ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ার অন্যতম বড় কারণ।

আজ শনিবার রাজধানীর বারডেম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞ অতিথিরা এ কথাগুলো বলেন। ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আলোচনা সভার আয়োজন করে। এ বছরের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

বক্তারা বলেন, মানুষ জীবনের একটি বড় অংশ কর্মস্থলে কাটান। তাই কর্মীদের স্বাস্থ্য ভালো রাখতে মানসম্পন্ন খাবারসহ অফিস নানা উদ্যোগ নিতে পারে।

আলোচনা সভায় উপস্থিত শ্রোতাদের একাংশ। রাজধানীর বারডেম মিলনায়তনে, ১৫ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ