জামায়াতকে পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ক্ষমতায় জামায়াত-বিএনপি আসুক চিন্তার কিছু নেই জানিয়ে তিনি বলেন, ‘‘এককালের বন্ধু ছিলামতো, এখন একটু বিভাজন হয়ে গেছে।’’

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘‘ভোটের লড়াই করি, যুদ্ধ করি ভোটে। এক বাড়িতে ২০ বার যাই, কিন্তু ভাইয়ে ভাইয়ে আন্তরিকতা যেন নষ্ট না হয়। কারণ কয়দিন পর আবার দেখা হবে সবার সঙ্গে।’’

শনিবার (১৫ নভেম্বর) নোয়াখালীর সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওয়াটার কুলার উদ্বোধন, হুইল চেয়ার ও প্রবাস ফেরত অসহায়দের মাঝে নগদ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিগত সরকারের আমলে সেনবাগ সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে ফারুক বলেন, ‘‘১৬ বছর ক্ষমতা আঁকড়ে ছিলেন, এ হাসপাতালটির এ অবস্থা কেন, আজকে কেন শুনতে হলো হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ, কি করেছেন আপনারা? ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এ হাসপাতাল বহুতল ভবনে হবে।’’

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক এম এ আজিম চৌধুরীর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ হাসপাতালের আরএমও ডা.

কামাল হোসেন।

ঢাকা/সুজন/রাজীব

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স নব গ ব এনপ উপজ ল

এছাড়াও পড়ুন:

বদলে যাওয়া জীবনযাত্রা বাড়াচ্ছে ডায়াবেটিসের ঝুঁকি, কর্মস্থলে সচেতনতা বৃদ্ধির তাগিদ

আজকাল শিশু–কিশোরদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও ফাস্ট ফুডের মতো অস্বাস্থ্যকর খাবারে আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি নগরায়ণের ফলে কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। নগরবাসীর মধ্যে অনিদ্রার পরিমাণ বাড়ছে। ব্যক্তিগত ও সামাজিক জীবনের এসব পরিবর্তনই ডায়াবেটিসের রোগীর সংখ্যা বাড়ার অন্যতম বড় কারণ।

আজ শনিবার রাজধানীর বারডেম মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষজ্ঞ অতিথিরা এ কথাগুলো বলেন। ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি আলোচনা সভার আয়োজন করে। এ বছরের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—‘কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’।

বক্তারা বলেন, মানুষ জীবনের একটি বড় অংশ কর্মস্থলে কাটান। তাই কর্মীদের স্বাস্থ্য ভালো রাখতে মানসম্পন্ন খাবারসহ অফিস নানা উদ্যোগ নিতে পারে।

আলোচনা সভায় উপস্থিত শ্রোতাদের একাংশ। রাজধানীর বারডেম মিলনায়তনে, ১৫ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ