জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ এক বৃদ্ধ। আজ রোববার সকাল পৌনে ৭টার আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে আউটার সিগন্যালের কাছে হাস্তাবসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে অপরিচিত এক বৃদ্ধ রেললাইন ধরে হেঁটে আউটার সিগন্যালের দিকে যান। সেখানে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সকাল পৌনে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৪৭ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে মাথা দেন। এতে ঘটনাস্থলেই তার মাথা ছিন্নভিন্ন হয়ে মারা যান। তার পড়নে জলপাই রঙের পাঞ্জাবি, লুঙ্গি ও মাথায় লাল গামছা ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফরিদা আক্তার বলেন, সকালে রেল লাইনের পাশে ধানের কাজ করছিলাম। এসময় দেখি অপরিচিত এক বৃদ্ধ রেললাইন ধরে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছেন। কিছুক্ষণ পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পরে আবার সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে ওই ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

আক্কেলপুর রেলস্টেশন স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৪৮ মিনিটে স্টেশনে প্রবেশ করে। ট্রেনচালক আমাকে জানান, ওই স্থানে এক বৃদ্ধ ইঞ্জিনের সামনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। 

সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আক্কেলপুর স্টেশনের অদূরে হাস্তাবসন্তপুর এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। লাশটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি।দ

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক ব দ ধ

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৮ সেপ্টেম্বর ২০২৫)

এশিয়া কাপে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও আফগানিস্তান। চ্যাম্পিয়নস লিগে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, নাপোলি, বার্সেলোনা।

সিপিএল: কোয়ালিফায়ার-১

গায়ানা-সেন্ট লুসিয়া
সকাল ৬টা, স্টার স্পোর্টস ২

এশিয়া কাপ ক্রিকেট

আফগানিস্তান-শ্রীলঙ্কা
রাত ৮-৩০ মি., টি স্পোর্টস ও নাগরিক

অ্যাথলেটিকস

বিশ্ব চ্যাম্পিয়নশিপ
বেলা ৩টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

কোপেনহেগেন-লেভারকুসেন
রাত ১০-৪৫ মি., সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার সিটি-নাপোলি
রাত ১টা, সনি স্পোর্টস ১

নিউক্যাসল-বার্সেলোনা
রাত ১টা, সনি স্পোর্টস ২

ফ্রাঙ্কফুর্ট-গালাতাসারাই
রাত ১টা, সনি স্পোর্টস ৫

সম্পর্কিত নিবন্ধ