জয়পুরহাটে চলন্ত ট্রেনের নিচে মাথা দিলেন বৃদ্ধ
Published: 25th, May 2025 GMT
জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ এক বৃদ্ধ। আজ রোববার সকাল পৌনে ৭টার আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে আউটার সিগন্যালের কাছে হাস্তাবসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে অপরিচিত এক বৃদ্ধ রেললাইন ধরে হেঁটে আউটার সিগন্যালের দিকে যান। সেখানে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সকাল পৌনে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৪৭ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে মাথা দেন। এতে ঘটনাস্থলেই তার মাথা ছিন্নভিন্ন হয়ে মারা যান। তার পড়নে জলপাই রঙের পাঞ্জাবি, লুঙ্গি ও মাথায় লাল গামছা ছিল।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফরিদা আক্তার বলেন, সকালে রেল লাইনের পাশে ধানের কাজ করছিলাম। এসময় দেখি অপরিচিত এক বৃদ্ধ রেললাইন ধরে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছেন। কিছুক্ষণ পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পরে আবার সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে ওই ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।
আক্কেলপুর রেলস্টেশন স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৪৮ মিনিটে স্টেশনে প্রবেশ করে। ট্রেনচালক আমাকে জানান, ওই স্থানে এক বৃদ্ধ ইঞ্জিনের সামনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আক্কেলপুর স্টেশনের অদূরে হাস্তাবসন্তপুর এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। লাশটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি।দ
.উৎস: Samakal
কীওয়ার্ড: এক ব দ ধ
এছাড়াও পড়ুন:
সিলেট বিভাগের ১৯ আসনে প্রার্থী ঘোষণা খেলাফত মজলিসের
সিলেট বিভাগের ১৯ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলীয় প্রতীক ‘দেয়াল ঘড়ি’ নিয়ে তারা নির্বাচন করবেন। গতকাল শুক্রবার নগরীর জিন্দাবাজারের একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠাতা মহাসচিব ও দলের বর্তমান উপদেষ্টা অধ্যক্ষ মুহাম্মদ মাসউদ খান ঘোষণা করেন।
সম্ভাব্য প্রার্থীরা হলেন সুনামগঞ্জ-১ আসনে সিলেট জেলা খেলাফত মজলিসের সহসভাপতি মোহাম্মদ ফজর আলী, সুনামগঞ্জ-২ আসনে জেলার সিনিয়র সহসভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সুনামগঞ্জ-৩ আসনে লন্ডন মহানগর খেলাফতের তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মুশতাক আহমদ, সুনামগঞ্জ-৪ আসনে যুক্তরাজ্যের লুটন শাখা খেলাফতের সহ-সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম ও সুনামগঞ্জ-৫ আসনে লন্ডন মহানগর খেলাফতের সহসভাপতি মাওলানা আবদুল কাদির।
সিলেট-১ আসনে মহানগর খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, সিলেট-২ আসনে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, সিলেট-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, সিলেট-৪ আসনে কেন্দ্রীয় ওলামাবিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা, সিলেট-৫ আসনে জেলার উপদেষ্টা মুফতি আবুল হাসান, সিলেট-৬ আসনে যুক্তরাজ্য দক্ষিণ শাখা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা সাদিকুর রহমান। মৌলভীবাজার-১ আসনে কাতার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা লুকমান আহমদ, মৌলভীবাজার-২ আসনে অধ্যক্ষ সাইফুর রহমান খোকন, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল ও মৌলভীবাজার-৪ আসনে মাওলানা নূরুল মুত্তাকীন জুনায়েদ।
হবিগঞ্জ-১ আসনে জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবদুল কাইয়ুম জাকি, হবিগঞ্জ-২ আসনে জেলা আমির মাওলানা আবদুল বাসিত আজাদ, হবিগঞ্জ-৩ আসনে জেলা সাধারণ সম্পাদক ছরওয়ার রহমান চৌধুরী ও হবিগঞ্জ-৪ আসনে দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।