জয়পুরহাটের আক্কেলপুরে চলন্ত ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন ষাটোর্ধ এক বৃদ্ধ। আজ রোববার সকাল পৌনে ৭টার আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে আউটার সিগন্যালের কাছে হাস্তাবসন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ রোববার সকালে অপরিচিত এক বৃদ্ধ রেললাইন ধরে হেঁটে আউটার সিগন্যালের দিকে যান। সেখানে প্রথমে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। পরে সকাল পৌনে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ৭৪৭ নম্বর আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে মাথা দেন। এতে ঘটনাস্থলেই তার মাথা ছিন্নভিন্ন হয়ে মারা যান। তার পড়নে জলপাই রঙের পাঞ্জাবি, লুঙ্গি ও মাথায় লাল গামছা ছিল।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফরিদা আক্তার বলেন, সকালে রেল লাইনের পাশে ধানের কাজ করছিলাম। এসময় দেখি অপরিচিত এক বৃদ্ধ রেললাইন ধরে হেঁটে দক্ষিণ দিকে যাচ্ছেন। কিছুক্ষণ পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। পরে আবার সীমান্ত এক্সপ্রেস ট্রেন আসলে ওই ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন।

আক্কেলপুর রেলস্টেশন স্টেশনমাস্টার হাসিবুল হাসান বলেন, সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৭টা ৪৮ মিনিটে স্টেশনে প্রবেশ করে। ট্রেনচালক আমাকে জানান, ওই স্থানে এক বৃদ্ধ ইঞ্জিনের সামনে মাথা দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। 

সান্তাহার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বলেন, আক্কেলপুর স্টেশনের অদূরে হাস্তাবসন্তপুর এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। লাশটি উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লাশটির পরিচয় পাওয়া যায়নি।দ

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এক ব দ ধ

এছাড়াও পড়ুন:

গোয়াফেস্টে দুটি মিডিয়া অ্যাবি অ্যাওয়ার্ড জিতল এশিয়াটিক মাইন্ডশেয়ার

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অ্যাডভার্টাইজিং ফেস্টিভাল ‘গোয়াফেস্ট’-এর অ্যাবি অ্যাওয়ার্ডসে দুই পুরস্কার জিতেছে এশিয়াটিক মাইন্ডশেয়ার। ‘ইনোভেটিভ ইউজ অব ইন্টিগ্রেটেড মিডিয়া, সাউথ এশিয়া (এক্সক্লুডিং ইন্ডিয়া)’ ক্যাটাগরিতে একটি সিলভার এবং একটি গোল্ড অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলাদেশের এ বিজ্ঞাপনী সংস্থা।

সিলভার অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোন-এর জন্য করা ‘ইন্টারনেট-এর দুনিয়া সবার’ ক্যাম্পেইনের জন্য। আর গোল্ড অ্যাওয়ার্ডটি এসেছে গ্রামীণফোন-এর ‘বন্ধু বোঝে আমাকে’ ক্যাম্পেইনের জন্য।

ভারতীয় অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রির অস্কার হিসেবে খ্যাত এই ‘মিডিয়া অ্যাবি’র এবারের আসরে বাংলাদেশ থেকে শুধু এশিয়াটিক মাইন্ডশেয়ারই পুরস্কার পেয়েছে।

অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এবং দি অ্যাডভার্টাইজিং ক্লাব যৌথভাবে গোয়া ফেস্টের আয়োজন করে, যা দক্ষিণ এশিয়ার অ্যাডভার্টাইজিং ও কমিউনিকেশন ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মিলনমেলা।

আন্তর্জাতিক মঞ্চে এই অর্জন যেমন প্রতিষ্ঠানের জন্য গর্বের, তেমনি এটি ক্লায়েন্টদের আস্থারও এক উজ্জ্বল প্রতিফলন। এশিয়াটিক মাইন্ডশেয়ার আন্তরিক কৃতজ্ঞতা জানায় তাদের ক্লায়েন্টদের প্রতি, যাদের অবিচল সহায়তা ও আস্থা এই যাত্রাকে আরো দৃঢ় করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

সম্পর্কিত নিবন্ধ