৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য বিষয়ভিত্তিক মডেল টেস্টের আয়োজন করেছে প্রথম আলো। নিয়মিত আয়োজনের আজ ষষ্ঠ পর্বে ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের ওপর মডেল টেস্ট প্রকাশ করা হলো। মডেল টেস্ট তৈরি করেছেন ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া আবু তালেব সুরাগ।

১. বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
ক.

১০ নটিক্যাল মাইল
খ. ১২ নটিক্যাল মাইল
গ. ২২ নটিক্যাল মাইল
ঘ. ২০০ নটিক্যাল মাইল

২. ভৌগোলিক দিক বিবেচনায় পৃথিবীর সমগ্র ভূমিরূপকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫

৩. বাংলাদেশে গ্রীষ্মকালের সময়সীমা হলো—
ক. ফাল্গুন-জ্যৈষ্ঠ
খ. কার্তিক-অগ্রহায়ণ
গ. কার্তিক-জ্যৈষ্ঠ
ঘ. বৈশাখ-জ্যৈষ্ঠ

৪. বাংলাদেশের সর্বপূর্বের উপজেলা কোনটি?
ক. তেতুলিয়া
খ. টেকনাফ
গ. থানচি
ঘ. শিবগঞ্জ

৫. রাঙামাটি, খাগড়াছড়ির পাহাড়সমূহ কিসের উদাহরণ?
ক. প্লাইস্টোসিন যুগের পাহাড়
খ. টারশিয়ারি
গ. সাম্প্রতিক কালের পাহাড়
ঘ. সবগুলোই

৬. স্লেট কোন ধরনের শিলা?
ক. রূপান্তরিত
খ. আগ্নেয়
গ. পাললিক
ঘ. ভৌত

৭. ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে আছে?
ক. ট্রপোমণ্ডল
খ. স্ট্র্যাটোমণ্ডল
গ. মেসোমণ্ডল
ঘ. তাপমণ্ডল

৮. কোনটি মৃত আগ্নেয়গিরি?
ক. ফুজিয়ামা, জাপান
খ. মাওনালেয়া, হাওয়াই
গ. কোহিসুলতান, ইরান
ঘ. সবগুলোই

৯. সাধারণত কোন মাসে আউস ধান রোপণ করা হয়?
ক. সেপ্টেম্বর-অক্টোবর
খ. মার্চ-এপ্রিল
গ. মে-জুন
ঘ. ফেব্রুয়ারি-মার্চ

১০. কত সালে বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়?
ক. ১৯৮০
খ. ১৯৮২
গ. ১৯৮৫
ঘ. ১৯৮৬

১১. যমুনা ও পদ্মার মিলনস্থল—
ক. চাঁদপুর
খ. ভৈরববাজার
গ. গোয়ালন্দ
ঘ. আজমিরীগঞ্জ

১২. কত সালে, কোথায় পরিবেশ বিষয়ে প্রথম সম্মেলন হয়?
ক. ১৯৭০, লন্ডন
খ. ১৯৭২, স্টকহাম
গ. ১৯৭২, জেনেভা
ঘ. ১৯৯২, ব্রাজিল

১৩. কোনটি জলবায়ুর নিয়ামক?
ক. বায়ুর তাপ
খ. ঘূর্ণিঝড়
গ. বায়ুর ঘনত্ব
ঘ. মাটি

১৪. কোনটি আহ্নিক গতির ফল নয়?
ক. জোয়ার–ভাটা
খ. ঋতু পরিবর্তন
গ. সমুদ্রস্রোত
ঘ. দিবারাত্রি সংঘটিত হওয়া

১৫. বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ?
ক. ০.০১%
খ. ০.৪১%
গ. ০.০২%
ঘ. ০.৮০%

১৬. বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
ক. মেঘনা
খ. যমুনা
গ. পদ্মা
ঘ. করতোয়া

১৭. যমুনা নদীর প্রধান উপনদী কোনটি?
ক. গোমতী
খ. শীতলক্ষ্যা
গ. ধলেশ্বরী
ঘ. ধরলা

১৮. নদীর দ্বারা সৃষ্ট ক্ষয়জাত হলো—
ক. প্লাবন সমভূমি
খ. অশ্বখুরাকৃতি হ্রদ
গ. ভি আকৃতি উপত্যকা
ঘ. পাদদেশীয় পলল সমভূমি

১৯. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত?
ক. দক্ষিণ আটলান্টিক মহাসাগর
খ. উত্তর আটলান্টিক মহাসাগর
গ. প্রশান্ত মহাসাগর
ঘ. দক্ষিণ মহাসাগর

২০. সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ—
ক. শনি
খ. শুক্র
গ. বৃহস্পতি
ঘ. বুধ

মডেল টেস্ট ৬-এর উত্তর
১.খ। ২.খ। ৩.ক। ৪.গ। ৫.খ। ৬.ক। ৭.খ। ৮.গ। ৯.খ। ১০.গ।
১১.গ। ১২.খ। ১৩.ঘ। ১৪.খ। ১৫.খ। ১৬.গ। ১৭.ঘ। ১৮.গ। ১৯.ক। ২০.ক।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নট ক য ল ম

এছাড়াও পড়ুন:

স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাসদের রাজনীতি, সংগ্রাম, ত্যাগ, ভাঙন ও লেজুড়বৃত্তিতে ৫৩ বছর

জাসদ তৈরি হওয়ার পটভূমি

১৯৭২ সালের ২০ মে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের মধ্যে বিবদমান দুই গ্রুপ আলাদা প্যানেল দেয়। নির্বাচন ছিল ৩ জুন। বঙ্গবন্ধুর ভাগনে শেখ ফজলুল হক মনি গ্রুপের পক্ষ থেকে শেখ শহিদুল ইসলামকে ভিপি ও মনিরুল হক চৌধুরীকে জিএস পদে মনোনয়ন দেওয়া হয়।

অন্যদিকে, সাবেক ছাত্রনেতা সিরাজুল আলম খানপন্থীরা ভিপি পদে জিনাত আলী ও জিএস পদে মোয়াজ্জেম হোসেন খান মজলিশকে প্রার্থী দেয়। নির্বাচনে ছাত্রলীগের দুটি প্যানেল হওয়ায়, ভোট ভাগ হয়ে যায়। ফলে, ছাত্র ইউনিয়নের মুজাহিদুল ইসলাম সেলিম ও মাহবুব জামান ভিপি ও জিএস পদে বিজয়ী হন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগে পালটাপালটি বহিষ্কার হয়। সিরাজুল আলম খানের সমর্থকরা নূরে আলম সিদ্দিকীকে বহিষ্কার করে শরীফ নুরুল আম্বিয়াকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেন। অন্যদিকে শেখ মনির সমর্থকেরা শাজাহান সিরাজকে বহিষ্কার করে ইসমত কাদির গামাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেন। সবশেষে ছাত্রলীগের বিভক্তি চূড়ান্ত হয় জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে।

১৯৭২ সালের ২১-২৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। সিরাজুল আলম খানের সমর্থনপুষ্টরা পলটন ময়দানে সম্মেলনের স্থান ঠিক করে। আর শেখ ফজলুল হক মনির সমর্থক মুজিববাদপন্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের স্থান ঘোষণা করে। উভয় গ্রুপ প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ঘোষণা করেন। উভয় গ্রুপই নিশ্চিত ছিল, বঙ্গবন্ধু তাদের সম্মেলনে যাবেন। ২১ জুলাই বঙ্গবন্ধু পলটন ময়দানে না গিয়ে, সোহরাওয়ার্দী উদ্যানে মুজিববাদ পন্থীদের সম্মেলনে যান। তাঁর সেই সিদ্ধান্তে হতবাক হন ছাত্রলীগের সিরাজ গ্রুপের নেতা–কর্মীরা।

মূলত : সেদিনই ছাত্রলীগ চূড়ান্তভাবে বিভক্ত হয়। পল্টনের সম্মেলনে কবি আল–মাহমুদ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে গণসংগীত শিল্পী ফকির আলমগীর মুজিববাদকে কটাক্ষ করে একটি গান পরিবেশন করেন। গানের একটি লাইন ছিল, ‘একটি টাকা চালের দাম, মুজিববাদের অপর নাম।’(দাসগুপ্ত, স্বপন, ২০২৫)

কে এই সিরাজুল আলম খান ?

জাসদের সুপ্রিম লিডার ছিলেন সিরাজুল আলম খান। পার্টির মধ্যে সবাই তাকে ‘দাদাভাই’ বলে ডাকতেন। ছিলেন ‘নিউক্লিয়াস’–এর প্রতিষ্ঠাতা। ১৯৬২ সালে ‘হামুদুর রহমান শিক্ষা কমিশন’ রিপোর্টের বিরুদ্ধে ও পাকিস্তানে একটি গণতান্ত্রিক সংবিধান তৈরির দাবিতে, দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলন চলে।

সেই আন্দোলন সিরাজুল আলম খানের মধ্যে ‘স্বাধীনতার বীজ’ বপন করে স্বাধীনতার আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলেন। আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলে (বর্তমানে সার্জেন্ট জহুরুল হক) স্বাধীনতা আন্দোলনের ‘অঙ্কুর’ সংগঠন হিসেবে সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক, কাজী আরেফ আহমদ ও আবুল কালাম আজাদ মিলে ‘স্বাধীন বাংলা নিউক্লিয়াস’ নামে বিপ্লবী সংগঠন গড়ে তোলেন।  

১৯৬৫ সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা সিরাজুল আলম খান ১৯৬৬ সালে ঐতিহাসিক ৬ দফা আন্দোলনের অন্যতম কাণ্ডারি ছিলেন।

১৯৭২ সালের ১ নভেম্বর দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ অবজারভার পত্রিকায় জাসদ প্রতিষ্ঠার খবর ছাপা হয়

সম্পর্কিত নিবন্ধ

  • সরকারে এলে ৫০ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দিবে বিএনপি : সজল
  • স্বাধীন দেশের প্রথম রাজনৈতিক দল জাসদের রাজনীতি, সংগ্রাম, ত্যাগ, ভাঙন ও লেজুড়বৃত্তিতে ৫৩ বছর