নারীদের সাজসজ্জায় গুনতে হবে বাড়তি টাকা
Published: 2nd, June 2025 GMT
বিদেশি লিপস্টিকে ঠোঁট রাঙাতে চান? তাহলে এখন থেকে আপনার বাজেট বাড়াতে হবে। এবার বাজেটে এক পদক্ষেপের কারণে লিপস্টিকসহ ঠোঁট রাঙানোর উপকরণের দাম বাড়বে। ঠোঁট রাঙানোসহ নারীর সাজসজ্জায় ব্যবহার হওয়া মোট ১০ শ্রেণির পণ্য কিনতে এই খরচ বাড়বে।
অন্তর্বর্তী সরকার প্রথম বাজেটে নারীদের খরচ বাড়ানোর এই আয়োজন করেছে। এ জন্য শুল্ককর বাড়াতে হয়নি। কিন্তু যে ন্যূনতম মূল্য ধরে শুল্কায়ন করা হয়, তা প্রায় দ্বিগুণ করা হয়েছে। তাতে শুল্ক–করও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলতি অর্থবছরের ১১ মাসে এসব উপকরণ আমদানির হিসাব করে প্রথম আলো দেখেছে, নতুন পদক্ষেপের কারণে বছরে সরকারের ৮০০ কোটি টাকার কমবেশি রাজস্ব বাড়তে পারে।
সৌন্দর্যচর্চার এই উপকরণ আমদানির সময় প্রথমে সরকারকে এই রাজস্ব দেন আমদানিকারকেরা। পণ্য বিক্রির সময় তা যুক্ত হবে পণ্যের বিক্রয়মূল্যে। অর্থাৎ বছরে এই ৮০০ কোটি টাকা বাড়তি খরচ বহন করতে হবে ক্রেতাদের।
লিপস্টিকের কথা ধরা যাক। এত দিন এই পণ্যের ন্যূনতম শুল্কায়ন মূল্য ছিল কেজিপ্রতি ২০ ডলার। মোট শুল্ক–করের হার ১৫৭ দশমিক ৩০ শতাংশ। তাতে প্রতি কেজি লিপস্টিক আমদানিতে শুল্ক–কর দিতে হতো ৩ হাজার ৯১৫ টাকা। বাজেটে ন্যূনতম শুল্কায়ন–মূল্য দ্বিগুণ করে ৪০ ডলারে উন্নীত করা হয়েছে। অর্থাৎ আমদানিকারক ৪০ ডলারের নিচে যত দরেই আমদানি করুক না কেন, ন্যূনতম ৪০ ডলার দরে শুল্কায়ন হবে। এতে প্রতি কেজিতে শুল্ক–কর দিতে হবে প্রায় সাত হাজার ৮৩০ টাকা।
ঠোঁট রাঙানোর আগে লিপ লাইনার ব্যবহার করেন অনেকে। সেখানেও বাড়তি খরচ গুনতে হবে। এত দিন সাধারণ মানের লিপ লাইনার প্রতি কেজি ১০ ডলারে শুল্কায়ন হতো। এখন ন্যূনতম ২০ ডলার দরে শুল্কায়ন করতে হবে। তাতে আগে যেখানে প্রতি কেজি ১ হাজার ৯৫৭ টাকা শুল্ক–কর দিতে হতো, সেখানে এখন তা দিতে হবে দ্বিগুণ।
ঠোঁট রাঙাতে বাড়তি খরচ তো গুনলেন। এবার চোখ ও ভ্রু জোড়া সাজাতে হলে আগেই বাজেট বাড়িয়ে নিন। মাশকারা, শ্যাডো, কাজল—যা–ই কিনবেন, খরচ করতে হবে একটু বেশিই। এত দিন এসব পণ্য আমদানিতে কেজিপ্রতি ন্যূনতম শুল্কায়নমূল্য ছিল ৭ ডলার। প্রস্তাবিত বাজেটে তা ১০ ডলার করা হয়েছে। তাতে আগে যেখানে কেজিপ্রতি শুল্ক দিতে হতো ১ হাজার ৩৭১ টাকা, এখন দিতে হবে প্রায় দুই হাজার টাকা।
হাত–পায়ের সৌন্দর্যচর্চায়ও বাড়তি খরচ গুনতে হবে। হাতে–পায়ের সৌন্দর্যচর্চার উপকরণ আমদানিতে এত দিন প্রতি কেজিতে শুল্ক–কর দিতে হতো ৯৭৯ টাকা। এখন দিতে হবে ১ হাজার ৯৫৮ টাকা। ন্যূনতম মূল্য বাড়ানোর কারণেই এই বাড়তি খরচ দিতে হবে।
সাজের আগে–পরে মুখ ধোয়ার জন্য দরকার ফেসওয়াশ। এবার বিদেশি ফেসওয়াশেও ন্যূনতম শুল্কায়ন মূল্য সাড়ে ৬ ডলার থেকে বাড়িয়ে ১০ ডলার করা হয়েছে। এত দিন কেজিপ্রতি প্রায় দেড় হাজার টাকা শুল্ককর দিতে হতো। এখন তা বেড়ে দাঁড়াবে ২ হাজার ২০০ টাকা।
বিদেশি আর যেসব প্রসাধন ব্যবহার করতে হলে ব্যক্তিগত বাজেট বাড়াতে হবে, তা হলো ফাউন্ডেশন, মেক–আপ কিট, রং ফর্সা করার ক্রিম, পাউডার, ময়েশ্চার লোশন ইত্যাদি। এসব পণ্যের ন্যূনতম শুল্কায়ন–মূল্য প্রায় দ্বিগুণ করা হয়েছে।
মূলত রাজস্ব আদায় বাড়াতে সরকার নারীদের সৌন্দর্যচর্চায় হাত দিয়েছে। এনবিআরের হিসাবে দেখা গেছে, গত ১১ মাসে সৌন্দর্যচর্চার ১০ শ্রেণির উপকরণ আমদানি হয়েছে সাড়ে ৪৫ লাখ কেজি। এসব উপকরণের শুল্কায়ন–মূল্য ছিল ৫০০ কোটি টাকা। সরকার রাজস্ব পেয়েছে ৭৮৯ কোটি টাকা। বছর শেষে তা সাড়ে ৮০০ কোটি টাকায় উন্নীত হতে পারে। ন্যূনতম শুল্কায়ন–মূল্য বাড়ানোর কারণে আগামী অর্থবছরে এই খাতে সরকারের রাজস্ব আদায় ৮০০ কোটি টাকা বাড়তে পারে, যা দিন শেষে গুনতে হবে ক্রেতাদের।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপকরণ আমদ ন শ ল ক কর দ ত ৮০০ ক ট এত দ ন সরক র
এছাড়াও পড়ুন:
হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ আরোপ
আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, নইলে হোয়াইট হাউসের প্রেস অফিসের মূল অংশে সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গতকাল শুক্রবার এ নিষেধাজ্ঞা জারি করে বলেছে, ‘সংবেদনশীল উপকরণ’ সুরক্ষিত রাখতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞার অর্থ, এখন থেকে যেসব সাংবাদিকের অ্যাপয়েন্টমেন্ট থাকবে না, তাঁরা হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের ‘আপার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশ করতে পারবেন না। এ অংশে প্রেস সচিব ক্যারোলিন লেভিটের কার্যালয় অবস্থিত।
নতুন এক চিঠিতে বলা হয়েছে, সাংবাদিকদের ‘লোয়ার প্রেস’ নামে পরিচিত এলাকায় প্রবেশের অনুমতি রয়েছে। এটি হোয়াইট হাউসের ব্রিফিং কক্ষের পাশে অবস্থিত। এখানে জুনিয়র প্রেস কর্মকর্তারা কাজ করেন।এ সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিতে গিয়ে হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চুয়াং বলেন, সাংবাদিকেরা ওই এলাকায় মন্ত্রিসভার সদস্যদের হঠাৎ ঘিরে ধরেন এবং গোপনে ভিডিও-অডিও ধারণ করেন। যদিও তিনি তাঁর এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের (এনএসসি) একটি চিঠিতে বলা হয়েছে, নির্দেশ জারি করা হচ্ছে যে প্রেস পাসধারীরা আগাম অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ওভাল অফিসের পাশে অবস্থিত আপার প্রেসে প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুনহোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে ২৭ বছরের ক্যারোলিনকে বেছে নিলেন ট্রাম্প১৬ নভেম্বর ২০২৪চিঠিটি লেভিট ও চুয়াংকে পাঠানো হয়েছে। সেখানে আরও বলা হয়, এ পদক্ষেপের লক্ষ্য আপার প্রেসের সংবেদনশীল উপকরণ অননুমোদিত প্রকাশ থেকে রক্ষা করা।
তবে সাংবাদিকদের ওপর ট্রাম্প প্রশাসনের নানা বিধিনিষেধ আরোপের ধারাবাহিকতায় এ সিদ্ধান্ত এসেছে বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইং। এখানেই ‘আপার প্রেস’ অবস্থিত