ঈদের আগের শেষ কর্মদিবসে বুধবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত ৬৯ শতাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজারদর বেড়েছে। তাতে মূল্য সূচক ডিএসইএক্স ৪৪ পয়েন্ট বেড়ে ৪৭০৯ পয়েন্টে উঠেছে। সূচক বৃদ্ধির হার শূন্য দশমিক ৯৪ শতাংশ।

সুখবর পাওয়ার আশায় সোমবার বাজেট ঘোষণার দিন পর্যন্ত টানা তিনদিন শেয়ারদর বেড়েছিল। তবে বাজেট ঘোষণার পরদিন মঙ্গলবার ছিল উল্টো চিত্র। আগের তিন দিন যেখানে মূল্য সূচক ৭৪ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল, পরদিন সূচক প্রায় ২৫ পয়েন্ট হারায়।

এদিকে আজ বেশিরভাগ শেয়ারের দর ও সূচক বাড়লেও কমেছে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ। মোট লেনদেন কমে ২২৪ কোটি ৫০ লাখ টাকায় নেমেছে, যা মঙ্গলবারের তুলনায় ৪ কোটি ৫৬ লাখ টাকা কম।

পর্যালোচনায় দেখা গেছে, তালিকাভুক্ত ৩৬০ কোম্পানির মধ্যে আজ ৩৫৬টির কেনাবেচা হয়েছিল। এর মধ্যে ২৬৩টির দর বেড়েছে, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত থেকেছে ৪৫টির দর। প্রতিটি খাতেরই অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। গড় হিসাবে তুলনামূলক বেশি বেড়েছে খাদ্য ও আনুসঙ্গিক এবং সিমেন্ট খাতের দর, যার পরিমাণ ২ শতাংশ।

পরের অবস্থানে থাকা ব্যাংক, বীমা, জ্বালানি ও বিদ্যুৎ, সরামিক, তথ্য-প্রযুক্তি এবং ভ্রমণ ও অবকাস খাতের কোম্পানিগুলোর গড়ে ১ শতাংশ হারে দর বেড়েছে।

একক কোম্পানি হিসেবে সোনারগাঁও টেক্সটাইল এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলের শেয়ারদর সর্বাধিক ৯ শতাংশের ওপর বেড়েছে। ৫ ও ৭ শতাংশ দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল যথাক্রমে পিপলস লিজিং এবং নর্দার্ন জুট।

একক কোম্পানি হিসেবে লাভেলোর সর্বাধিক ২৭ কোটি ২৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। ২২ কোটি ২৯ লাখ টাকার লেনদেন নিয়ে এর পরের অবস্থানে ছিল ব্র্যাক ব্যাংকের শেয়ার।

টানা ১০ দিনের ছুটি শেষে আগামী ১৫ জুন ফের লেনদেন শুরু হবে শেয়ারবাজারে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: শ য় রব জ র দর ব ড় ছ ল নদ ন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ