Prothomalo:
2025-09-18@07:46:37 GMT

কেন মহাকাশবর্জ্য বাড়ছে

Published: 9th, June 2025 GMT

মহাকাশবর্জ্য নিয়ে বিজ্ঞানীরা বেশ দুশ্চিন্তা করছেন। কোনোভাবেই যেন এসব বর্জ্য কমানোর সুযোগ হচ্ছে না। বিশ্বজুড়ে ২০২৪ সালে কক্ষপথে প্রায় ২ হাজার ৯০০ বস্তু স্থাপন করা হয়েছে বলে এক তথ্যে জানা গেছে। একই সঙ্গে প্রায় ৩ হাজার ৬০০ বস্তু কক্ষপথে বর্জ্য হিসেবে জায়গা করে নেয়। এগুলোর ভেতর অনেক বিলুপ্ত কৃত্রিম উপগ্রহ ও খণ্ডিত ধাতব অংশ কক্ষপথে অবস্থান করেছে। ২০২৪ সালে পৃথিবী থেকে অন্যান্য সময়ের তুলনায় অনেক বেশিসংখ্যক মহাকাশযান উৎক্ষেপণ অব্যাহত ছিল। প্রায় ২৬১টি প্রচেষ্টার মধ্যে ২৫৪টি উৎক্ষেপণ সাফল্যের মুখ দেখে। এতে ২ হাজার ৫৭৮টি কার্যকর কৃত্রিম উপগ্রহসহ মোট ২ হাজার ৯৬৩টি বস্তু কক্ষপথে স্থাপন করা হয়েছে। যদিও ২০২৩ সালে কক্ষপথে স্থাপন করা মোট বস্তু ছিল ৩ হাজার ১৩৫টি।

কৃত্রিম উপগ্রহ পাঠানোর পাশাপাশি চন্দ্র অভিযানের প্রতি নতুন করে আগ্রহের কারণে উৎক্ষেপণ বেড়েছে। ২০২৪ সালে কক্ষপথে বেশ কিছু দুর্ঘটনা পুরো পরিস্থিতি বদলে দিয়েছে। একটি চীনা লং মার্চ রকেট স্টেজ ভেঙে যাওয়ার কারণে মহাকাশে ধ্বংসাবশেষের তালিকায় প্রায় ৬৫০টি নতুন বস্তু যুক্ত হয়েছে। বছরের শেষ নাগাদ সব মিলিয়ে ৭০২টি খণ্ডিত বস্তু যুক্ত হয়। তথ্য বলছে, এ বছর ২ হাজার ৯৫টি তালিকাবদ্ধ বস্তু পৃথিবীর বায়ুমণ্ডলে আবার প্রবেশ করেছে। এগুলোর মধ্যে ৩৩৫টি স্টারলিংক উপগ্রহ ইচ্ছাকৃতভাবে কক্ষপথ থেকে বিচ্যুত হয়েছে বলে জানা গেছে। সৌর চক্র ২৫ শীর্ষে পৌঁছানোর কারণে চরম মাত্রার ভূচৌম্বকীয় ঝড় এসব উপগ্রহকে কক্ষপথ থেকে টেনে আনে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত

ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশ হাইতিতে গত সপ্তাহে একাধিক গ্যাং হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতীয় মানবাধিকার প্রতিরক্ষা নেটওয়ার্কের (আরএনডিডিএইচ) তথ্যানুসারে, সংকটে জর্জরিত দেশটিতে সর্বশেষ ভয়াবহ গণহত্যার ঘটনা এটি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্যারন’স। 

গতকাল সোমবার এএফপিকে পাঠানো এক প্রতিবেদনে আরএনডিডিএইচ জানায়, গত ১১ ও ১২ সেপ্টেম্বর রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উত্তর এলাকায় এই হামলাগুলো ঘটে।

ওই প্রতিবেদনে বলা হয়, ‘২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত নিহত হওয়া বহু মানুষের লাশ এখনও পাওয়া যায়নি। লাশগুলো এখনও ঝোপের মধ্যে পড়ে আছে এবং কুকুর লাশগুলো খেয়ে ফেলেছে।’

পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি। দেশটির একটি অংশ ও রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বেশিরভাগ এলাকা সশস্ত্র গ্যাংগুলোর নিয়ন্ত্রণে থাকায় সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।

২০২৪ সালের শুরুর দিকে গ্যাংগুলোর একটি জোট লাগাতার হামলা শুরু করলে পরিস্থিতির চরম অবনতি হয়। যার ফলে প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেন এবং প্রেসিডেন্টের অন্তর্বর্তীকালীন পরিষদের কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

হাইতির পুলিশকে সমর্থন করার জন্য কেনিয়ার নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী মোতায়েন করার পরও সহিংসতা দমন করা সম্ভব হয়নি।

আরএনডিডিএইচ জানিয়েছে, ভিভ আনসানম গ্যাং জোট, যারা ২০২৪ সালের মার্চ মাস থেকে ক্যাবারেট শহরের নিয়ন্ত্রণে রয়েছে, তারা গত সপ্তাহে নিকটবর্তী ল্যাবোডেরি শহরে বেসামরিক জনগণের বিরুদ্ধে অত্যন্ত নিষ্ঠুর গণহত্যা চালিয়েছে। শহরটি রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে প্রায় ২৫ কিলোমিটার উত্তরে অবস্থিত।

সংস্থাটি আরো জানায়, ‘তারা ৫০ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে।’

প্রতিবেদনে আরো বলা হয়, ‘বেঁচে থাকা কয়েকজন পার্শ্ববর্তী এলাকায় পালিয়ে যেতে সক্ষম হন। অন্যান্যরা আক্রমণকারীদের হাত থেকে বাঁচতে নৌকায় করে সমুদ্রে পালিয়ে যায়।’ 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত মাসে সতর্ক করে বলেছেন, হাইতিতে ‘রাষ্ট্রীয় কর্তৃত্ব ভেঙে পড়ছে।’

তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেন, হাইতির রাজধানীর বাইরেও সহিংসতা ছড়িয়ে পড়ছে। সেখানকার ৯০ শতাংশ অঞ্চলের ওপর গ্যাংগুলোর নিয়ন্ত্রণ রয়েছে।

রবিবার, তিনি ক্যাবারে কমিউনে হামলার নিন্দা জানিয়েছেন এবং দেশগুলোকে প্রয়োজনীয় ‘সরবরাহ, কর্মী ও তহবিল দিয়ে বহুজাতিক নিরাপত্তা সহায়তা মিশনকে শক্তিশালী করার প্রচেষ্টা ত্বরান্বিত করার’ আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের তথ্যানুসারে, চলতি বছরের প্রথমার্ধে হাইতিতে কমপক্ষে ৩ হাজার ১৪১ জন নিহত হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ

  • রাশিয়ার প্রয়াত বিরোধী নেতা নাভালনির শরীরে বিষ প্রয়োগ করা হয়েছিল: স্ত্রীর দাবি
  • রূপালী লাইফের আর্থিক হিসাবে ৬৯ কোটি টাকার গরমিল
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটে ভর্তি: মাইগ্রেশন, বিষয় ও প্রতিষ্ঠান বরাদ্দ প্রকাশ
  • হেলথ টেকনোলজি কোর্সে ভর্তি, অপেক্ষমাণ থেকে তৃতীয় মেধাতালিকা প্রকাশ
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন আজ বিকেলে, ক্লাস ১৩ নভেম্বর
  • তাপমাত্রা বেড়ে দেশের ক্ষতি ২১ হাজার কোটি টাকা, কীভাবে হচ্ছে, কেন হচ্ছে
  • হাইতিতে গ্যাং হামলায় ৫০ জনের বেশি নিহত
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ঢাকা ইন্স্যুরেন্স
  • সোনালী ও রূপালী মুনাফায়, অগ্রণী ও জনতা লোকসানে