প্রচণ্ড গরম, এসি নষ্ট, শাকিবের ‘তাণ্ডব’ দেখতে গিয়ে যা যা হলো
Published: 10th, June 2025 GMT
ঈদুল আজহায় ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’। শাকিব খান অভিনীত সিনেমাটি দেখতে গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার শোতে দর্শকের উপচে পড়া ভিড় ছিল। সুযোগটা কাজে লাগিয়েছেন টিকিট কালোবাজারিরা। সিনেমা দেখতে আসা দর্শকেরা দ্বিগুণ দামে কালোবাজারির কাছ থেকে টিকিট ক্রয় করতে বাধ্য হয়েছেন। দ্বিগুণ দামে সিনেমার টিকিট কিনে দর্শকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। সিনেমা দেখার পুরো সময় প্রেক্ষাগৃহের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। তীব্র গরমে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের এসি বন্ধ রাখার কারণে প্রদর্শনীর মধ্যেই চিৎকার শুরু করেন দর্শকেরা। ক্ষোভ ঝাড়েন কর্তৃপক্ষের ওপর।
স্ত্রী ও দুই কন্যাকে নিয়ে ‘তাণ্ডব’ দেখতে আসেন ৪৩ বছর বয়সী মাসুদ আলম। প্রদর্শনী শেষে তিনি প্রথম আলোকে বলেন, ‘“তাণ্ডব” দেখতে এসে তাজ্জব হয়ে গেলাম! এই গরমে কেউ এসি বন্ধ রাখে! আমার মেয়েরা গরমে কান্নাকাটি করছিল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দর্শকের সঙ্গে এটা এক রকম প্রতারণা। টিকিটের সঙ্গে দর্শকের কাছ থেকে এসি চার্জ নেওয়া হয়, তারপরও যদি দর্শকেরা এই সেবা না পায়, তাহলে কেমন কী!’
দুই বন্ধুকে নিয়ে ‘তাণ্ডব’ দেখতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল হাসান।
মধুমিতা হলে ‘তাণ্ডব’ দেখতে দর্শকের ভিড়। নাজমুল হক.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ইরানের নিঃশর্ত আত্মসমর্পন চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের নিঃশর্ত আত্মসমর্পন চান। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার জি-৭ সম্মেলন থেকে ওয়াশিংটনে ফিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দেওয়া শুরু করেন ট্রাম্প।
সর্বশেষ পোস্টে তিনি বলেছেন, “ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ।”
এর আগে আরেকটি পোস্টে তিনি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কোথায় আছেন তা জানে যুক্তরাষ্ট্র। তবে তাকে হত্যা করা হবে না।
তিনি বলেছেন, “আমরা ঠিক জানি তথাকথিত সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তিনি একটি সহজ লক্ষ্য, কিন্তু সেখানে নিরাপদ - আমরা তাকে বের করে (হত্যা!) করব না, অন্তত আপাতত নয়। কিন্তু আমরা বেসামরিক নাগরিক বা আমেরিকান সেনাদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চাই না। আমাদের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে।”
এর কয়েক মিনিট আগে আরেকটি পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “ইরানের আকাশসীমার উপর এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে।”
ঢাকা/শাহেদ