শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় একটি মুরগির খামারের বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর কালীনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম আসাদুজ্জামান (৭)। সে উপজেলার উত্তর কালীনগর গ্রামের সোহেল রানার ছেলে ও একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, গতকাল বিকেলে আসাদুজ্জামানসহ কয়েকটি শিশু স্থানীয় এক ব্যক্তির পোলট্রি ফার্মসংলগ্ন গাছে খেজুর পাড়তে যায়। সেখান থেকে আসার সময় ওই খামারের জিআই তারের বেড়ায় হাত দেয় আসাদুজ্জামান। বেড়াটিতে বিদ্যুৎ–সংযোগ দিয়ে ফাঁদ তৈরি করায় ঘটনাস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, লাশটির ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: উপজ ল

এছাড়াও পড়ুন:

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ১৮৫টি ফাঁকা আসনে ভর্তি ২২ জুন

প্রথম আলোর ফাইল ছবি

সম্পর্কিত নিবন্ধ