‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ নয়, মবের উল্লম্ফন বন্ধ করুন—অন্তর্বর্তী সরকারের প্রতি নির্মাতা নিপুণের ক্ষোভ
Published: 11th, June 2025 GMT
ঈদের দিন থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আউলিয়াবাদ এলাকার জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হল ভাড়া করে ‘তাণ্ডব’ সিনেমা প্রদর্শন করা হচ্ছিল। ঈদ উপলক্ষে কামরুজ্জামান (সাইফুল) ও সাজু মেহেদীর উদ্যোগে স্থানীয় কয়েকজন সংস্কৃতিকর্মী জেলা পরিষদের হলটি ভাড়া নিয়ে ‘তাণ্ডব’ ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেন। পারকি ইউনিয়ন ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলের পর ‘তাণ্ডব’ চলচ্চিত্রের প্রদর্শন বন্ধের দাবি জানানো হয়। এরপর নিরাপত্তাহীনতার কারণে গতকাল মঙ্গলবার থেকে ছবিটির প্রদর্শনী বন্ধ করে দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। সিনেমা প্রদর্শনী বন্ধের খবরে ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন নির্মাতা আশফাক নিপুণ। ছবির প্রদর্শনী বন্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের ব্যাপারে দ্রুত অন্তর্বর্তী সরকারকে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করার আহ্বানও জানান।
‘তাণ্ডব’–এর গানের দৃশ্যে শাকিব ও সাবিলা।.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নড়াইলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রতীকী ছবি