কোরবানি ৯১ লাখ, ৫ দিনে চামড়া এসেছে পাঁচ লাখ
Published: 12th, June 2025 GMT
ঈদের দিন বিকেল থেকে সাভারের ট্যানারিপল্লিতে আসা শুরু হয়েছে কোরবানির পশুর চামড়া। পাঁচ দিনে সেখানে এসেছে প্রায় পাঁচ লাখ পশুর চামড়া। আরও প্রায় তিন লাখ চামড়া ট্যানারিপল্লিতে ঢোকার অপেক্ষায় রয়েছে। বছরজুড়ে সারাদেশ থেকে ৮৫ থেকে ৯০ লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ট্যানারি মালিকদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ) বলছে, ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে ৮ থেকে ১০ লাখ পশুর চামড়া। ইতোমধ্যে এই লক্ষ্যমাত্রা পূরণের দ্বারপ্রান্তে পৌঁছেছে ট্যানারি মালিকরা। সাভারের ট্যানারিপল্লিতে গতকাল পর্যন্ত লবণযুক্ত ও লবণ ছাড়া প্রায় পাঁচ লাখ পিস চামড়া ঢুকেছে। এ ছাড়া ঢাকার পোস্তাগোলা, আমিনবাজার, হেমায়েতপুর ও বিভিন্ন মাদ্রাসায় প্রায় তিন লাখ পিস চামড়া রয়েছে। দু-এক দিনের মধ্যে সেসব চামড়া ট্যানারিপল্লিতে পৌঁছে যাবে।
সমতা লেদার কমপ্লেক্সের পরিচালক মিজানুর রহমান সমকালকে বলেন, ঢাকা থেকে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ছিল, বলা চলে তা পূরণ হয়েছে। আগামী শনিবার থেকে ট্যানারিতে সারাদেশের চামড়া আসা শুরু হবে। এর পর পুরোদমে শুরু হবে প্রক্রিয়াজাতের কাজ।
এবারও চামড়ার গুটি পক্স, ভালোভাবে মাংস না ছাড়ানোসহ নানা কারণে ২৫ থেকে ৩০ শতাংশ নষ্ট হতে পারে বলে মনে করেন কাঁচা চামড়া সংগ্রহকারীরা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগে আরও ২০ লাখ ৬০ হাজার পশুর চামড়া সংরক্ষণ করা হয়েছে। সব মিলিয়ে ঢাকা ও ঢাকার বাইরে ছয় বিভাগে ২৫ লাখ ২৬ হাজার চামড়া সংরক্ষণ করা হয়েছে। চামড়ার ন্যায্য দাম নিশ্চিত করতে এবার সরকার বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসাগুলোতে ৩০ হাজার টন লবণ বিনামূল্যে সরবারহ করেছে। ফলে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে পশুর চামড়া সংরক্ষণ করা হচ্ছে। লবণ দিয়ে এসব চামড়া স্থানীয়ভাবে দুই থেকে তিন মাস সংরক্ষণ করা সম্ভব হবে।
এদিকে এবারও চামড়ার ন্যায্য দর না পাওয়ায় হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। ঢাকার নাখালপাড়া এলাকার ব্যবসায়ী রায়হান কবির বলেন, কোরবানির দিন তিনি ২০টি গরুর চামড়া সংগ্রহ করেছেন। পরিবহন খরচসহ গড়ে প্রতিটির দাম পড়েছে ৬৫০ টাকার কিছু বেশি। তিনি বিক্রি করেছেন ৭৫০ টাকা দরে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য বলছে, এ বছর প্রায় এক কোটি তিন লাখ ৮০ হাজার কোরবানির পশুর চাহিদা ছিল। এর মধ্যে গরু-ছাগলসহ কোরবানির জন্য প্রস্তুত ছিল প্রায় এক কোটি ২৪ লাখ ৪৭ হাজার পশু। তবে কোরবানি হয়েছে ৯১ লাখ ৩৬ হাজার ৭৩৪টি পশু।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ক রব ন ট য ন র পল ল ত ক রব ন র স গ রহ
এছাড়াও পড়ুন:
নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া প্রশ্নে রুল
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ রুল দেন। একই সঙ্গে যেকোনো অপারেটরকে এনসিটি পরিচালনার দায়িত্ব (নিযুক্ত) দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতি অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক পাবলিক বিডিং (দরপত্র আহ্বান) নিশ্চিত করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছে রুলে।
আরও পড়ুননতুন ব্যবস্থাপনায় নিউমুরিং টার্মিনাল পরিচালনা শুরু০৭ জুলাই ২০২৫নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে সংগঠনটির সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন রিটটি করেন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।
‘নিউমুরিং টার্মিনালে সবই আছে, তবু কেন বিদেশির হাতে যাচ্ছে’ শিরোনামে গত ২৬ এপ্রিল প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনসহ এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে এনসিটি পরিচালনায় ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বান করার নির্দেশনা চেয়ে রিটটি করা হয়।
আগের ধারাবাহিকতায় ৯ জুলাই রিটের ওপর শুনানি শেষ হয়। সেদিন আদালত ২৩ জুলাই আদেশের জন্য দিন রাখেন। ধার্য তারিখে আদালত আদেশের জন্য ৩০ জুলাই দিন রাখেন। এ অনুসারে আজ বিষয়টি আদেশের জন্য আদালতের কার্যতালিকার ৭ নম্বর ক্রমিকে ওঠে।
আজ মধ্যাহ্নবিরতির পর আদালত আদেশ দেন। আদালত বলেন, শুধু রুল দেওয়া হলো।
আদেশের সময় রিটের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, এ এম মাহবুব উদ্দিন খোকন ও আহসানুল করিম এবং আইনজীবী কায়সার কামাল ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মহাদ্দেস-উল-ইসলাম।
পরে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার নতুন দায়িত্ব নিয়েছে নৌবাহিনীর প্রতিষ্ঠান চিটাগং ড্রাইডক লিমিটেড। টার্মিনালটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ৬ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে এ দায়িত্ব নেয় জাহাজ মেরামতের এ প্রতিষ্ঠান। প্রথমবারের মতো বন্দরে টার্মিনাল পরিচালনায় যুক্ত হলো চিটাগং ড্রাইডক।
চট্টগ্রাম বন্দরের বৃহৎ এই টার্মিনাল নির্মিত হয় ২০০৭ সালে। টার্মিনালটি নির্মাণ ও যন্ত্রপাতি সংযোজনে বন্দর কর্তৃপক্ষ ধাপে ধাপে মোট ২ হাজার ৭১২ কোটি টাকা বিনিয়োগ করেছে। বন্দরের আমদানি-রপ্তানি কনটেইনারের সিংহভাগ এই টার্মিনাল দিয়ে পরিবহন হয়।