বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে এমসিকিউ প্রশ্ন। পরীক্ষার্থীদের চর্চার সুবিধার জন্য প্রথম আলোর এ আয়োজন। সপ্তাহের আলোচিত জাতীয় ও আন্তর্জাতিক যেসব বিষয় চাকরির পরীক্ষায় আসার মতো, সেগুলো পরীক্ষার্থীদের জন্য তুলে ধরা হলো—

১. ২০২৫ সাল পর্যন্ত মোট কতবার ‘মুক্তিযোদ্ধার সংজ্ঞায়’ পরিবর্তন আনা হয়েছে?

ক. ১ বার

খ. ২ বার

গ.

৩ বার

ঘ. ৪ বার

উত্তর : গ. ৩ বার (পূর্ববর্তী দুই সংশোধন ২০১৮ এবং ২০২২ সালে)

২. ২০২৫ সালে সংশোধিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযোদ্ধা স্বীকৃতি থেকে বাদ পড়েছেন কোন বাহিনীর সদস্যরা?

ক. বাংলাদেশ লিবারেশন ফোর্স

খ. আফসার ব্যাটেলিয়ন

গ. শ্রীপুর বাহিনী

ঘ. হেমায়েত বাহিনী

উত্তর : ক. বাংলাদেশ লিবারেশন ফোর্স (অপর নাম– মুজিব বাহিনী, বর্তমান স্বীকৃতি : ‘মুক্তিযুদ্ধের সহযোগী’)

৩. আফ্রিকার তরুণ বিপ্লবী নেতা ইব্রাহিম ত্রাউরে কোন দেশের সেনাশাসক?

ক. নাইজার

খ. মৌরিতানিয়া

গ. মালি

ঘ. বুরকিনা ফাসো

উত্তর : ঘ. বুরকিনা ফাসো

৪. কোন জেলার ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে?

ক. চাঁপাইনবাবগঞ্জ

খ. রাজশাহী

গ. নওগাঁ

ঘ. রংপুর

উত্তর : গ. নওগাঁ

৫. গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ যাত্রা শুরু করে কোন বন্দর থেকে?

ক. কাতানিয়া, ইতালি

খ. ডাবলিন, আয়ারল্যান্ড

গ. ত্রিয়েস্তে, ইতালি

ঘ. আলজেসিরাস, স্পেন

উত্তর : ক. কাতানিয়া, ইতালি (সিসিলি দ্বীপ)

৬. গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’–এর নামকরণ করা হয় কার নামানুসারে?

ক. গাজায় নিহত শিশু

খ. গাজায় নিহত সাংবাদিক

গ. গাজার নারী অধিকারকর্মী

ঘ. গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী

উত্তর : ঘ. গাজার প্রথম ও একমাত্র নারী মৎস্যজীবী

৭. কতজন মানবাধিকারকর্মী নিয়ে ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ গাজা অভিমুখে যাত্রা করে?

ক. ১০ জন

খ. ১২ জন

গ. ১৫ জন

ঘ. ১৬ জন

উত্তর : খ. ১২ জন

৮. মার্কিন কংগ্রেসে পাস হওয়া বিল ‘ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট’ মূলত কোন খাতের সঙ্গে সম্পর্কিত?

ক. অর্থনীতি

খ. প্রতিরক্ষা

গ. জনপ্রশাসন

ঘ. শিক্ষা

উত্তর : ক. অর্থনীতি

৯. সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ?

ক. যুক্তরাষ্ট্র

খ. ইসরায়েল

গ. রাশিয়া

ঘ. চীন

উত্তর : গ. রাশিয়া

১০. আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়—

ক. ১০ মে, ২০২৫

খ. ১২ মে, ২০২৫

গ. ২২ মে, ২০২৫

ঘ. ২৪ মে, ২০২৫

উত্তর : খ. ১২ মে,২০২৫

১১. দক্ষিণ চীন সাগরে অবস্থিত ‘প্যারাসেল দ্বীপপুঞ্জ’ নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?

ক. চীন ও ফিলিপাইন

খ. যুক্তরাষ্ট্র ও চীন

গ. চীন ও ভিয়েতনাম

ঘ. ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া

উত্তর : গ. চীন ও ভিয়েতনাম

১২. ‘হেরিটেজ ফাউন্ডেশনৎ’ কোন দেশভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান?

ক. যুক্তরাষ্ট্র

খ. যুক্তরাজ্য

গ. ফ্রান্স

ঘ. নেদারল্যান্ডস

উত্তর : ক. যুক্তরাষ্ট্র

১৩. RS-28 Sarmat কোন দেশের তৈরি আন্তমহাদেশীয় ব্যালেস্টিক মিসাইল?

ক. রাশিয়া

খ. যুক্তরাষ্ট্র

গ. তুরস্ক

ঘ. উত্তর কোরিয়া

উত্তর : ক. রাশিয়া

১৪. জার্মানির বর্তমান চ্যান্সেলর —

ক. ওলাফ শলৎজ

খ. ফ্রেডরিখ মার্জ

গ. মার্ক কার্নি

ঘ. গেরহার্ড শ্রোডার

উত্তর : খ. ফ্রেডরিখ মার্জ

১৫. ২০২৫-২৬ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা—

ক. ২ লাখ ৭৫ হাজার টাকা

খ. ৩ লাখ টাকা

গ. ৩ লাখ ৫০ হাজার টাকা

ঘ. ৩ লাখ ৭৫ হাজার টাকা

উত্তর : গ. ৩ লাখ ৫০ হাজার টাকা

১৬. অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ কততম ব্যক্তি হিসেবে জাতীয় বাজেট পেশ করেন?

ক. ১৪তম

খ. ১৮তম

গ. ১৫তম

ঘ. ১২তম

উত্তর : ক. ১৪তম

১৭. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়?

ক. আয়রন

খ. লেড

গ. টাংস্টেন

ঘ. সোডিয়াম

উত্তর : ঘ. সোডিয়াম

১৮. বাংলাদেশের প্রথম মনোরেল প্রকল্প বাস্তবায়িত হবে কোথায়?

ক. ঢাকা

খ. চট্টগ্রাম

গ. বরিশাল

ঘ. সিলেট

উত্তর : খ. চট্টগ্রাম

১৯. বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম কয়টি?

ক. ৪টি

খ. ৫টি

গ. ৬টি

ঘ. ৭টি

উত্তর : গ. ৬টি

২০. নাফ নদী বাংলাদেশের কোন জেলার পাশ দিয়ে প্রবাহিত হয়েছে?

ক. বান্দরবান

খ. কক্সবাজার

গ. রাঙামাটি

ঘ. খাগড়াছড়ি

উত্তর : খ. কক্সবাজার

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র পর ক ষ প রথম

এছাড়াও পড়ুন:

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১১ থেকে ২০তম গ্রেডে ছয় ক্যাটাগরির এ নিয়োগে মোট পদ ১৭১টি। এ নিয়োগে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দারা (বাংলাদেশের প্রকৃত নাগরিক) আবেদন করতে পারবেন। ৩০ অক্টোবর আবেদন শুরু হয়েছে।

পদের নাম ও সংখ্যা

১. পরিসংখ্যানবিদ: ৫টি

বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ১৫টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৩. স্বাস্থ্য সহকারী: ১৩৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

আরও পড়ুন১০ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান নেবে ১৮৮০ অফিসার, ফি ২০০৩০ অক্টোবর ২০২৫

৪. স্টোরকিপার: ৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. গাড়িচালক: ৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. অফিস সহায়ক: ১০টি

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনে শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের জন্য ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। বিস্তারিত তথ্য মিলবে বিজ্ঞপ্তিতে।

আরও পড়ুনমেডিকেল ও ডেন্টালে ভর্তির নীতিমালা প্রকাশ, নম্বর কাটাসহ যে যে পরিবর্তন৩০ অক্টোবর ২০২৫

বয়সসীমা: ২৯/১০/২০২৫ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ (আঠারো) বছর হতে হবে। একই সময়ে সর্বোচ্চ ৩২ (বত্রিশ) বছর হতে হবে আবেদনকারী প্রার্থীর। সরকারি বিধিবিধান অনুযায়ী মুক্তিযোদ্ধা কোটা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়

আবেদন শুরু: ৩০/১০/২০২৫ খ্রি. সকাল ১০ ঘটিকা

আবেদনের শেষ তারিখ: ১৯/১১/২০২৫ খ্রি. বিকেল ৫ ঘটিকা

ফি জমা দেওয়ার শেষ সময়: অনলাইন আবেদন জমাদানের ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে।

আরও পড়ুন৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নেই৩০ অক্টোবর ২০২৫আবেদন ফি

ক্রমিক নং ১ থেকে ৫ পর্যন্ত পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)।

ক্রমিক নং ৬ পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)।

টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এই ফি জমা দিতে হবে।

পরীক্ষার তথ্য: প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

আরও পড়ুন‘দই মই’ অর্থনীতি–‘ক্লাউড সিডিং’–পিএস মাহসুদ ও বুরেভেসতনিক কী৩০ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৩ নভেম্বর ২০২৫)
  • বার্জার পেইন্টসের অর্ধবার্ষিকে মুনাফা কমেছে ৩.৫৩ শতাংশ
  • অনুমতি ছাড়াই গাসিক কর্মকর্তা কিবরিয়ার বিদেশ যাত্রা
  • কোহিনুর কেমিক্যালের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩৩.৫৫ শতাংশ
  • নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন কত টাকা পাবে, সপ্তম হওয়া বাংলাদেশ পেয়েছে কত
  • আজ টিভিতে যা দেখবেন (২ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, জেনে নিন ৫ ইউনিটে আবেদনের যোগ্যতাসহ আদ্যপান্ত
  • সিকিউরিটি প্রিন্টিং করপোরেশনের অফিসার পদের লিখিত পরীক্ষার তারিখ ও নির্দেশনা প্রকাশ
  • ৭ কোটি বাজেটে ৯০ কোটি আয়, সবাইকে টেক্কা দিয়েছে এই সিনেমা
  • স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন চাকরি, পদ ১৭১