Samakal:
2025-08-01@04:59:00 GMT

সংঘাতে কলহে ৮ স্থানে ১০ খুন

Published: 12th, June 2025 GMT

সংঘাতে কলহে ৮ স্থানে ১০ খুন

দেশের বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার ও বুধবার হত্যার শিকার হয়েছেন ১০ ব্যক্তি। তাদের মধ্যে কক্সবাজারের এক রোহিঙ্গাসহ দুই নারী রয়েছেন। এ ছাড়া নরসিংদীর বেলাবতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হন একজন। লক্ষ্মীপুরের রায়পুরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে, সিরাজগঞ্জে স্ত্রীর গলা কেটে হত্যা করেছে স্বামী। এ ছাড়া খাগড়াছড়িতে এক নারী, লালমনিরহাটে এক ব্যক্তি, পঞ্চগড়ের দেবীগঞ্জ ও নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন।

তর্কাতর্কির জেরে সংঘর্ষ দুই গ্রামে
বেলাবতে এক অটোরিকশা চালকের সঙ্গে মোটরসাইকেল চালকের তর্কাতর্কির জেরে সংঘর্ষে প্রাণ গেছে সাইফুল ইসলাম (২৭) নামের এক যুবকের। বৃহস্পতিবার সকালে মাটিয়ালপাড়া ও চরবেলাব গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়। এতে পুলিশের ১১ সদস্য ও ৩০ জন গ্রামবাসী আহত হন।
নিহত সাইফুল চরবেলাব গ্রামের জীবন মিয়ার ছেলে। এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে বেলাব হোসেন আলী সরকারি কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ হয়। সেখান থেকে ফেরার পথে সড়কে জায়গা দেওয়া নিয়ে চরবেলাব গ্রামের এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে মাটিয়ালপাড়ার অটোরিকশা চালকের তর্কাতর্কি হয়। সেদিন সংঘর্ষে চারজন আহত হন। এর জেরে বৃহস্পতিবার সকালে দুই গ্রামের

লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান, এসআই নাজমুল হুদা, এসআই শিহাব আহমেদ, এএসআই ফরিদ আহমেদসহ ১১ পুলিশ সদস্য ও দুই গ্রামের ৩০ জন আহত হন। সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের দাবি, পুলিশের ছোড়া রাবার বুলেটে তিনি নিহত হয়েছেন। ওসি মীর মাহবুবুর রহমানের ভাষ্য, সংঘর্ষে দুই গ্রামের মানুষই দেশীয় অস্ত্রের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে। তারা পুলিশের ওপরও হামলা করে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষায় পুলিশও রাবার বুলেট ছোড়ে। ওই ব্যক্তি গ্রামবাসীর গুলিতে, নাকি পুলিশের গুলিতে মারা গেছেন– তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে।

বাবাকে কুপিয়ে মারল মাদকাসক্ত ছেলে
লক্ষ্মীপুরের রায়পুরে কুপিয়ে হত্যার শিকার হয়েছেন হজরত আলী দেওয়ান (৭৫) নামের এক ব্যক্তি। বুধবার সন্ধ্যার পর উত্তর চরবংশী ইউনিয়নের খালপারকান্দি গ্রামে ছেলে মামুন দেওয়ান তাঁকে হত্যা করে বলে স্বজনরা জানিয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, মামুন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সম্প্রতি তিনি বাবার কাছে সম্পত্তি দাবি করেন। কিন্তু বাবা রাজি না হওয়ায় দা দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করেন।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে।

রাতে নিখোঁজ, সকালে লাশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিহত মোকলেছার রহমান উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ধনমণ্ডলের বাসিন্দা। পাশের খোচাবাড়ি বাজারে কসমেটিকসের দোকান আছে। স্বজনরা জানিয়েছেন, বুধবার রাত ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরেন। কিছুক্ষণ পর বেরিয়ে আর ফেরেননি। রাত ১২টার পর থেকে তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে চাচি মোকসেদা বেগম বাড়ির ৫০ গজ দূরের সুপারি বাগানে ছাগল চড়াতে গিয়ে মোকলেছারের গলাকাটা লাশ দেখতে পান। তাঁর বাবা শাহাবুদ্দিনের ধারণা, বন্ধুরাই মোকলেছারকে হত্যা করেছে।
এএসপি (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা বলেন, রহস্য উন্মোচনে পুলিশের পাশাপাশি র‍্যাব, সিআইডি, পিটিআই কাজ করছে। 

রোহিঙ্গাসহ দুই নারী খুন
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের দুটি রোহিঙ্গা শিবিরে দুই নারী নিহত হয়েছেন। উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, কুতুপালং-২ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-১২ ব্লকে পারিবারিক কলহের জেরে আয়েশা খাতুনকে (২৫) গলা কেটে হত্যা করেন স্বামী ছৈয়দ আলম (২৭)। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটিয়ে পালিয়ে যান তিনি। রাত ১০টার দিকে এপিবিএন ছৈয়দ আলমকে আটক করে।
এদিকে বুধবার রাতে টেকনাফে এক কিশোরের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন রাজিয়া বেগম (৩৩) নামের এক নারী। তিনি সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার কবির আহমদের স্ত্রী। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, রাজিয়ার কিশোর সন্তানের সঙ্গে ক্যারম খেলা নিয়ে প্রতিবেশী এক কিশোরের মারামারি হয়। খবর পেয়ে তিনি ছেলে পক্ষ নিয়ে ওই কিশোরকে বকাবকি করেন। ওই কিশোর ছুরি দিয়ে রাজিয়াকে আঘাত করেন। কক্সবাজার সদর হাসপাতালে মারা যান তিনি।

স্ত্রীর গলা কেটে নিজের গলায় ছুরি
সিরাজগঞ্জের রায়গঞ্জে দাম্পত্য কলহের জেরে রোজিনা খাতুন (২৩) নামের এক তরুণীর গলা কেটে হত্যা করেন তাঁর স্বামী মোতালেব হোসেন। এ সময় মোতালেবও নিজের গলায় ছুরি চালান। বুধবার রাতে সলঙ্গা থানাধীন অ্যারনদহ মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। স্বজনরা টের পেয়ে মোতালেবকে ধরে ফেলেন। তিনি পুলিশি পাহারায় চিকিৎসাধীন।
স্বজনের বরাতে সলঙ্গা থানার ওসি মো.

হুমায়ন কবীর বলেন, দুই বছর আগে রোজিনার সঙ্গে মোতালেবের বিয়ে হয়। কিন্তু শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা হচ্ছিল না রোজিনার। এ কারণে ব্রহ্মগাছা ইউনিয়নের বামনভাগ গ্রামের বাড়ি ছেড়ে স্বামীকে নিয়ে তিনি অ্যারনদহ মধ্যপাড়ার বাবার বাড়িতে উঠেন। সেখানেও তাদের কলহ থামেনি। বৃহস্পতিবার সকালে রোজিনার লাশ উদ্ধার করেছেন। মোতালেব চিকিৎসাধীন।
ফেনী সদরের নগরকান্দি গ্রামে বৃহস্পতিবার সকালে ডোবায় পাওয়া গেছে জাবের রাবিন (১১) নামে এক স্কুলছাত্রের লাশ। বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির মানিকছড়িতে মিনজু আক্তারের (২৩) লাশ ও নারায়ণগঞ্জের সোনারগাঁয় মো. সবুজ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে লালমনিরহাটের আদিতমারীতে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করা হয় কামাল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে। 
[তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি ও সংবাদদাতা]

উৎস: Samakal

কীওয়ার্ড: হত য ন ম র এক স ঘর ষ হয় ছ ন

এছাড়াও পড়ুন:

গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় গত চার দিনে ১২ শিশুর জামিন নামঞ্জুর

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৮ জন শিশু রয়েছে। এর মধ্যে গত চার দিনে ১২ শিশুর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার সাত শিশুর জামিন আবেদনের শুনানি হয়। গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) সৈয়দ আরাফাত হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। এর আগে সোম ও মঙ্গলবার পাঁচ শিশুর জামিন আবেদন করা হয়। তাদের জামিন নামঞ্জুর করা হয়। ওই পাঁচজনের জামিন আবেদন করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে।

কারাগার সূত্র জানায়, গত ১৬ জুলাই সংঘর্ষের পর ১৭ ও ১৮ জুলাই জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৮ শিশুকে আটক করে পুলিশ। ১৮ জুলাই তাদের আদালতে হাজির করে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পরে ২১ জুলাই তাদের যশোরের পুলেরহাট শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।

আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তার হওয়া শিশুদের বয়স, ঠিকানা পরিষ্কারভাবে উল্লেখ নেই। তবে গতকাল পর্যন্ত ১২ শিশুর নাম ও পরিচয় শনাক্ত হয়েছে। প্রথম আলোর পক্ষ থেকে চার পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানদের কোনো ধরনের তদন্ত ছাড়াই আটক করা হয়েছে।

আরও পড়ুনগ্রেপ্তার হওয়া শিশুদের বিষয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ২৭ জুলাই ২০২৫

একজন শিশুর বাবা বলেন, ‘সংসারে অভাব–অনটন, নিজেরাই সংসার চালাইতে পারি না। আমার কষ্ট দেখে ছেলে রাজমিস্ত্রির কাজে যোগ দেয়। সে গোপালগঞ্জ সদর উপজেলার রমজান শেখ নামের একটা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে। কাজের সময় পুলিশ তাদের ধরে নিয়ে যায়।’

আরেক শিশুর ভ্যানচালক বাবা বলেন, ‘আমরা গরিব মানুষ, কোথাও কোনো কাইজের মধ্যে নেই। তিনডা ছেলে, বড়টা একটা মাদ্রাসার শিক্ষক। ছোট দুইডা এখনো পড়ে। যারে ধরছে, সে সবার ছোট। ওই দিন সকালে আমার মাদ্রাসায় গেছে, পরীক্ষা ছিল। পরে দুপুরের আগে আমি নিজে যাইয়ে নিয়ে আসছি। সেদিন বাড়িতেই ছিল। পরের দিনও সারা দিন বাড়ি ছিল, সেদিন তো কারফিউ ছিল। আসরের নামাজের পর আমার কাছ থেকে ২০ টাকা নিয়ে গেছে চটপটি খাইতে। পাশে মাদ্রাসার সামনেই চটপটির দোকান বসে। সেই হান দে ওরে ধইরে নিছে।’

ওই ব্যক্তি আরও বলেন, ‘ধরার ঘণ্টাখানেক পর থানা থেইকা ফোন দিছে, কয় ছেলে ধরা হইছে। আমরা থানায় গিয়া অনেক কইছি, ও তো কোথাও যায় না, কোনো গ্যাঞ্জামের ছেলে না। মাদ্রাসায় পড়ে। কিন্তু কেউ কিছুই শুনল না। ছেলেরে ছাড়ায় আনতে অনেক জায়গায় দৌড়াইছি।’ তিনি জানান, এ ঘটনার পর থেকে তাঁদের প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে।

এ ছাড়া জামিনের আশ্বাস দিয়ে কয়েকজন লোক তাদের কাছ থেকে টাকা নিয়েছে বলেও অভিযোগ করেন একজন অভিভাবক।

আরও পড়ুনগোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় আরও একটি মামলা, আসামি ৪৭৭ জন৩১ জুলাই ২০২৫

গ্রেপ্তার এক শিশুর আইনজীবী ফিরোজা বেগম বলেন, ১৬ জুলাই সহিংসতার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এই শিশুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ফৌজদারি কার্যবিধির ১৭৩ ধারায় দ্রুত তদন্ত করে নির্দোষ প্রমাণিত হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ রয়েছে।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি তৌফিকুল ইসলাম বলেন, শিশুরা অল্প সময় আগে গ্রেপ্তার হয়েছে, এখনো তদন্ত চলছে। তাই হয়তো বিচারক জামিন নামঞ্জুর করেছেন। এ মামলায় এখনো কারও জামিন হয়নি।

আরও পড়ুনগোপালগঞ্জে সংঘাতের ইঙ্গিত ছিল স্পষ্ট, নিরাপত্তা প্রস্তুতি নিয়ে প্রশ্ন ১৮ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ