এবার ওয়্যার ওএসে আসছে ভূমিকম্পের আগাম সতর্কবার্তা
Published: 14th, June 2025 GMT
অ্যান্ড্রয়েড ফোনে দীর্ঘদিন ধরেই চালু রয়েছে ভূমিকম্প শনাক্তকরণ ও আগাম সতর্কবার্তার সুবিধা। এবার সেই প্রযুক্তি আসছে ওয়্যার ওএস–চালিত স্মার্ট ঘড়িতে। গুগলের জুন ২০২৫–এর গুগল প্লে সার্ভিসেস আপডেটের (সংস্করণ ২৫.২১) রিলিজ নোটে সুবিধাটি অন্তর্ভুক্ত হওয়ার তথ্য উঠে এসেছে।
২০২০ সালে গুগল প্রথম অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য ভূমিকম্প সতর্কবার্তার এই প্রযুক্তি চালু করে। স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্পের প্রাথমিক কম্পন শনাক্ত করার সঙ্গে সঙ্গে আশপাশের ব্যবহারকারীদের কয়েক সেকেন্ড আগেই সতর্ক করে দেয় এই সিস্টেম। এতে ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঝুঁকি কমানো সম্ভব হয়। শুরুতে কয়েকটি নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ থাকলেও ২০২২ সালের মধ্যে বিশ্বের অধিকাংশ দেশে সুবিধাটি বিস্তৃত হয়। ব্যবহারকারীভিত্তিক ডেটা বিশ্লেষণ ও তাৎক্ষণিক অ্যালার্ট দেওয়ার সক্ষমতার কারণে এটি অ্যান্ড্রয়েডের অন্যতম কার্যকর নিরাপত্তাবিষয়ক সুবিধায় পরিণত হয়েছে। গুগলের সর্বশেষ প্লে সার্ভিসেস রিলিজ নোটে জানানো হয়েছে, ভূমিকম্পজনিত ঝাঁকুনি আশঙ্কাজনক মাত্রায় পৌঁছালে ওয়্যার ওএস–চালিত ঘড়িতে সতর্কবার্তা পাঠানো হবে। অ্যান্ড্রয়েড অথরিটি প্রথম খবরটি প্রকাশ করে।
তবে গুগল এখনো আনুষ্ঠানিকভাবে সুবিধাটি উন্মুক্ত করার ঘোষণা দেয়নি। তবে গুগল অনেক সময় প্লে সার্ভিসেসের রিলিজ নোটে আগাম সুবিধার উল্লেখ করলেও তা পরবর্তী কোনো আপডেটের মাধ্যমে চালু করে। তাই জুন আপডেটেই এটি চালু হবে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সুবিধাটি হয়তো ওয়্যার ওএস–৬–এর সঙ্গে বছর শেষে উন্মুক্ত হতে পারে।
অ্যান্ড্রয়েড ফোনে ভূমিকম্প সতর্কবার্তা দুটি ধাপে পাঠানো হয়। হালকা কম্পনের সম্ভাবনায় আসে ‘বিওয়্যার অ্যালার্ট’, যা ফোনের সাইলেন্ট বা ‘ডু নট ডিস্টার্ব’ মোড চালু থাকলে প্রদর্শিত হয় না। তবে মাঝারি বা তীব্র কম্পনের আশঙ্কায় পাঠানো হয় ‘টেক অ্যাকশন অ্যালার্ট’, যা যন্ত্রের সব সাউন্ড সেটিংস উপেক্ষা করে উচ্চ শব্দে অ্যালার্ম বাজায়, স্ক্রিনে লাল রঙের সতর্কবার্তা দেখায় ও জরুরি নির্দেশনা জানিয়ে দেয়। ওয়্যার ওএসেও একই রকম সতর্কতা প্রদর্শনের ব্যবস্থা থাকবে বলে ধারণা করা হচ্ছে। এতে ভূমিকম্পের মাত্রা ও উপকেন্দ্র থেকে ব্যবহারকারীর দূরত্বসংক্রান্ত তথ্যও দেখানো হতে পারে।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভ ম কম প ব যবহ র সতর ক
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ আগস্ট ২০২৫)
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান টি–টোয়েন্টি সিরিজ আজ শুরু। যুব ওয়ানডেতে আছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের ম্যাচ। ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ।ত্রিদেশীয় যুব ওয়ানডে
বাংলাদেশ অনূর্ধ্ব–১৯–জিম্বাবুয়ে অনূর্ধ্ব–১৯
দুপুর ১–১৫ মি., জিম্বাবুয়ে ক্রিকেট ইউটিউব চ্যানেল
ওয়েস্ট ইন্ডিজ–পাকিস্তান
সকাল ৬টা, পিটিভি স্পোর্টস
জিম্বাবুয়ে–নিউজিল্যান্ড
দুপুর ২টা, টি স্পোর্টস
ইংল্যান্ড–ভারত
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ১
কানাডিয়ান ওপেন
রাত ৯–৩০ মি., সনি স্পোর্টস টেন ২