চট্টগ্রামের সীতাকুণ্ডে পৌর সদরের শেখপাড়া এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছে এক কিশোর (১৩)। ছাদ থেকে পড়ার পর ট্রেনে কাটা পড়ে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া মাথায়ও গুরুতর জখম হয়েছে তার। আজ সোমবার সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রামমুখী মেঘনা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।

আহত ওই কিশোরের নাম-পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে সীতাকুণ্ড রেল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান। সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ওই কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের লিডার আহমদ হোসেন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চলন্ত ট্রেনের ছাদে এক বগি থেকে অন্য বগিতে দৌড়ে যাচ্ছিল ওই কিশোর। এ সময় ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায় সে। ট্রেনের চাকায় তার এক পা কেটে যায়।

রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপপরিদর্শক আশরাফ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আহত কিশোরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ