প্যারিস এয়ার শোতে “আক্রমণাত্মক অস্ত্র” প্রদর্শনের অভিযোগে একাধিক ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আল জাজিরা জানিয়েছে, আয়োজকরা ইসরায়েলের পাঁচটি প্রতিষ্ঠানের স্টলের চারপাশে বড় কালো প্রাচীর নির্মাণ করে ঘিরে দেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই), রাফায়েল ও এলবিট সিস্টেমস।

আল জাজিরার সংবাদদাতা নাটাচা বাটলার জানান, আয়োজকরা মনে করছেন, এসব প্রতিষ্ঠানের প্রদর্শিত অস্ত্র শো-এর নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই স্টলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, “এই প্রতিষ্ঠানগুলোর অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অস্ত্র সরবরাহ করে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন সিস্টেম—যেগুলো গাজায় ব্যবহৃত হচ্ছে।”

বাটলারের প্রতিবেদনে আরও বলা হয়, রাফায়েলের এক নির্বাহী তার স্টল পুরোপুরি ‘কালো পর্দায়’ ঢেকে দেওয়া দেখে রীতিমতো ‘হতভম্ব’ হয়ে পড়েন।

রাফায়েলের ওই নির্বাহী জানান, তাদের কোনও ধরনের আগাম সতর্কতা দেওয়া হয়নি। বিষয়টি তাকে ক্ষুব্ধ করেছে।

এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আয়োজকদের এই সিদ্ধান্তের নিন্দা জানায়। তারা একে ইসরায়েলি কোম্পানিগুলোর প্রতি “বৈষম্যমূলক আচরণ” হিসেবে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, “এই নজিরবিহীন ও লজ্জাজনক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে।”

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য ল ইসর য

এছাড়াও পড়ুন:

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এখনো শাহবাগে অবরোধকারীরা

জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজ শুক্রবারও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। গতকালের মতো আজকেও শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত) ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামে একটি প্ল্যাটফর্মের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড়ে গতকাল বৃহস্পতিবার থেকে অবরোধকারীরা অবস্থান করছেন

সম্পর্কিত নিবন্ধ