প্যারিস এয়ার শোতে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্টল বন্ধ করল আয়োজকরা
Published: 16th, June 2025 GMT
প্যারিস এয়ার শোতে “আক্রমণাত্মক অস্ত্র” প্রদর্শনের অভিযোগে একাধিক ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের স্টল বন্ধ করে দেওয়া হয়েছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরা জানিয়েছে, আয়োজকরা ইসরায়েলের পাঁচটি প্রতিষ্ঠানের স্টলের চারপাশে বড় কালো প্রাচীর নির্মাণ করে ঘিরে দেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই), রাফায়েল ও এলবিট সিস্টেমস।
আল জাজিরার সংবাদদাতা নাটাচা বাটলার জানান, আয়োজকরা মনে করছেন, এসব প্রতিষ্ঠানের প্রদর্শিত অস্ত্র শো-এর নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেই স্টলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, “এই প্রতিষ্ঠানগুলোর অনেকেই ইসরায়েলি সেনাবাহিনীর জন্য অস্ত্র সরবরাহ করে, যার মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন সিস্টেম—যেগুলো গাজায় ব্যবহৃত হচ্ছে।”
বাটলারের প্রতিবেদনে আরও বলা হয়, রাফায়েলের এক নির্বাহী তার স্টল পুরোপুরি ‘কালো পর্দায়’ ঢেকে দেওয়া দেখে রীতিমতো ‘হতভম্ব’ হয়ে পড়েন।
রাফায়েলের ওই নির্বাহী জানান, তাদের কোনও ধরনের আগাম সতর্কতা দেওয়া হয়নি। বিষয়টি তাকে ক্ষুব্ধ করেছে।
এ বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আয়োজকদের এই সিদ্ধান্তের নিন্দা জানায়। তারা একে ইসরায়েলি কোম্পানিগুলোর প্রতি “বৈষম্যমূলক আচরণ” হিসেবে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, “এই নজিরবিহীন ও লজ্জাজনক সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও বাণিজ্যিক উদ্দেশ্য রয়েছে।”
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ক্রিকেটের সমস্যা কী, সমাধান কোথায়: শুনুন তামিমের মুখে
এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা কী? কোন বিষয়টি সবার আগে সমাধান করা উচিত?
দুটি প্রশ্নের উত্তরে অনেকেই অনেক কথাই বলবেন। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কারও বিষয়টি ভালো জানার কথা। যেমন তামিম ইকবাল। প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র তামিমের সামনে দুটি প্রশ্ন রেখেছিলেন। তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় যে আমাদের ফ্যাসিলিটিজ (অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধা) নাই।’
প্রথম আলোর কার্যালয়ে উৎপল শুভ্রকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে আড্ডার মেজাজে তামিম বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কথাই বলেছেন। নিজের ক্যারিয়ার, ভবিষ্যৎ লক্ষ্য—এসব নিয়েও বেশ খোলামেলা কথা বলেন সাবেক এই ওপেনার।
আলাপচারিতার একপর্যায়েই বাংলাদেশ ক্রিকেটে এ মুহূর্তের সমস্যার প্রসঙ্গ উঠেছিল। অনুশীলনের পর্যাপ্ত সুযোগ–সুবিধার অভাবকে সামনে টেনে এনে তামিম বলেছেন, ‘একটা আন্তর্জাতিক ক্রিকেট দলের যে ফ্যাসিলিটিজ দরকার হয় কিংবা বাংলাদেশের মতো দেশে সবচেয়ে জনপ্রিয় খেলার একটি (ক্রিকেট), যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, তার আশপাশেও নেই। পৃথিবীর তৃতীয়, চতুর্থ ধনী বোর্ডের যে ফ্যাসিলিটিজ থাকা উচিত, আমরা এর আশপাশেও নেই।’
তামিম বিষয়টি ভালোভাবে ব্যাখ্যা করলেন, ‘ক্রিকেট দলের প্রতি ভক্তদের যে প্রত্যাশা, সেটা পূরণের জন্য যে ফ্যাসিলিটিজ দরকার, আমরা তার আশপাশেও নেই। আপনি মাঝারি মানের ক্রিকেটার হতে পারেন কিংবা মাঝারি মানের ব্যাটসম্যান হতে পারেন, সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আপনি মাঝারি মান থেকে দুই ধাপ ওপরে উঠতে পারবেন।’
মুশফিকুর রহিম