লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন নয়: নুর
Published: 17th, June 2025 GMT
গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, দেশে এখনও কোনো কিছুরই পরিবর্তন হয়নি। তাই সময় যতদিন লাগে সরকার নিবেন। কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে সোমবার রাতে শহরের নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
নুরুল হক নুর বলেন, একমাত্র বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নির্বাচন নিয়ে জোরালো কথা বলছে না। কারণ তারা আমার আগেই টের পাইছে এলাকায় এখন থাকতে পারছেন না উৎপাতে। আমি টের পাইছি এলাকায় এসে। তাই বলছি প্রধান উপদেষ্টা ড.
তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে আমরাও জোরালো কথা বলেছিলাম। কিন্তু এলাকায় আসিনিতো এ জন্য টের পাইনি যে, এই রকম কেয়ামত শুরু হয়ে গেছে। আমার সঙ্গে যে ঘটনাটি ঘটেছে, তা আরেকটি কেয়ামত। পটুয়াখালী ও বরিশাল থেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে গলাচিপার বকুলবাড়িয়া ও চিকনিকান্দি এলাকার রাস্তায় বড় বড় গাছ ফেলে রামদা, হকিস্টিকসহ অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা নিতে পারেননি।’
গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, তারা আমাদের পিঠের চামড়া তুলে নেওয়ার শ্লোগান দেয়। তাইলে আসেন ভাইয়েরা আমরা আছি চামড়া তুলতে আসেন। আপনারা চামড়া তুলতে আসবেন আর আমরা কি ললিপপ চুষবো? সাবধান হয়ে যান। অনেক ফাউল কথা বলেছেন, কিন্তু আমরা ফাউল কথা বলি না। আমরা ফুটবল না, আমরা প্লেয়ার। আমরাও খেলতে জানি। আমরা খেলি এবং আমরা খেলবো। তবে, আমরা কোনো ফাউল খেলবো না।
নুর বলেন, পটুয়াখালীবাসীকে বলবো এই ধুরন্ধর ডিসি যদি থাকে; মানুষের ক্ষতি ছাড়া ভালো হবে না। ইতোমধ্যে আপনারা দেখেছেন টাকার বিনিময়ে সবকিছু তার মতো করে করেছেন। তাই এই ডিসিকে পটুয়াখালীতে রাখা যাবে না। উপদেষ্টাদের বলবো, জনপ্রশাসন সচিবকে বলবো- তারা এই ডিসিকে না সরালে আমরা সরিয়ে দেব।
তিনি আরও বলেন, এই ডিসি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এবং নিজে রাজনীতিতে নেমেছেন। তাই বলছি, রাজনীতিতে নামছেন ভালো। ডিসিগিরি ছেড়ে রাজনৈতিক মাঠে আসেন, দেখা হবে রাজপথে এবং কথা হবে শ্লোগান–শ্লোগানে।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, তালাক দেওয়া বউকে কেউ ঘরে নেয় না। আমরা এই ডিসিকে তালাক দিয়েছি। আমি জনপ্রশাসন সচিবকে বলবো- এই ডিসিকে সরাবেন, অন্যথায় পটুয়াখালীবাসী ওনাকে বেইজ্জতি করে গাট্টিবস্তা গোল করে লঞ্চে তুলে দিবে। ৫ আগস্টের পরে যদি এ রকম দলবাজ প্রশাসন থাকে; তাহলে এই প্রশাসন দিয়ে কীভাবে নির্বাচন করবেন?
নাম উল্লেখ না করে একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে ভিপি নুর বলেন, আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নিন। আওয়ামী লীগের পরিণতি থেকে শিক্ষা নিন। আপনারা লুটপাট করবেন, ভোটের মাঠে জনগণ শিক্ষা দিয়ে দিবে। আগের দিন নেই এখন। সিল পিটিয়ে এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান-মেয়র হবেন, সেইদিন আর নেই। ডিসি-এসপিরা দিনের ভোট রাতে করে দিবেন, সেইদিন আর নেই। এ জন্যই বলছি লেভেল প্লেয়িং ফিল্ড না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না।
জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম, কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম সিকদার, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন ইসলাম প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: ন র ল হক ন র ব এনপ এই ড স ক র জন ত ক এল ক য় ন র বল ইসল ম
এছাড়াও পড়ুন:
হাসপাতাল ছেড়ে বাসায় গেলেন নুর
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতাল ছাড়েন।
আরো পড়ুন:
নুরের শর্ট টাইম মেমোরি লস হয়নি: ঢামেক পরিচালক
গণঅধিকারের সমাবেশে বিভিন্ন দলের নেতা: জাতীয় পার্টিকে দ্রুত নিষিদ্ধ করতে হবে
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি জানিয়ে বলেন, “নুরুল হক নুরকে হাসপাতালের ভিআইপি কেবিন-১ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। পরে বিকেল পোনে ৫টার দিকে অ্যাম্বুলেন্সে করে তিনি নিজ বাসার উদ্দেশ্যে রওনা হন।”
এর আগে গত ২৯ আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দিন রাত সোয়া ৯টার দিকে সংঘর্ষ হয়, এতে গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত ৫০ জন আহত হন।
নুরুল হক নুরকে প্রথমে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি প্রায় ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন।
ঢাকা/এসবি