Risingbd:
2025-08-02@18:11:43 GMT

কতদূর যাবে বাংলাদেশ?

Published: 18th, June 2025 GMT

কতদূর যাবে বাংলাদেশ?

স্কোর: বাংলাদেশ ২৯২/৩

পরিসংখ্যান

২০১৩ সালে বাংলাদেশ গলে ৬৩৮ রান করেছিল যা এখনও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। মুশফিকুর রহিম সেই ম্যাচে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন। 

আরো পড়ুন:

টেস্ট হয়ে যাচ্ছে চার দিনের!

মুশফিকের সামনে নিজের রেকর্ড ভাঙার হাতছানি

কতদূর যাবে বাংলাদেশ?

শুরুর ৩ ব্যাটসম্যান দলীয় ৪৫ রানে সাজঘরে। সেখান থেকে কতদূরই বা যেতে পারে বাংলাদেশ? আগের পাঁচ দলীয় ইনিংসে সর্বোচ্চ ৪৪৪ রান করেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। বাকি চারটিতে ১৯১, ২৫৫, ১৬৪ ও ২৬৮ রানে অলআউটের রেকর্ড বাংলাদেশের। তার আগের পাঁচটিতে চারটিতেই দুইশও ছুঁতে পারেনি দলীয় রান। 

গলে মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত যখন জুটি বাঁধলেন তখন বাজি ধরার লোক পাওয়ার কথা না। কিন্তু এই দুই ব্যাটসম্যান নিজেদের দৃঢ়চেতা মনোভাব, হার না মানা মানসিকতা, চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় ও দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশকে হাসালেন। উড়ালেন। 

গলে গতকাল প্রথম দিন বাংলাদেশ শেষ করেছে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে। শান্ত ক্যারিয়ারের ষষ্ঠ ও মুশফিকুর দ্বাদশ সেঞ্চুরি তুলে নিয়েছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২৪৭ রান। মুশফিকুর ১০৫ ও শান্ত ১৩৬ রানে অপরাজিত থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছেন। 

প্রশ্ন হচ্ছে, আজ কতদূর যাবে বাংলাদেশ?

ঢাকা/ইয়াসিন

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কতদ র

এছাড়াও পড়ুন:

‘কবর’ কবিতার শতবর্ষ পূর্তি গুরুত্বপূর্ণ মাইলফলক

পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘কবর’ কবিতা বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি। ১৯২৫ সালে লেখা অমর এ কবিতার শতবর্ষ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ‘কবর’ কবিতা তৎকালীন সময়ের সমাজের চিত্রকে তুলে ধরেছে।

‘কবর’ কবিতার শতবর্ষ উপলক্ষে প্রকাশিত ‘শতবর্ষে কবর’ গ্রন্থের প্রকাশনা উৎসবে এ কথা বলেন বক্তারা। শনিবার বিকেলে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে ফরিদপুর সাহিত্য পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

‘শতবর্ষে কবর’ গ্রন্থটি সম্পাদনা করেছেন মফিজ ইমাম মিলন। ৪৮ জন লেখকের লেখা নিয়ে প্রকাশিত এই গ্রন্থ প্রকাশ করেছে নয়নজুলি প্রকাশনাী।

অনুষ্ঠানে অতিথিদের বক্তব্যে উঠে আসে জসীমউদ্‌দীনের অবিস্মরণীয় সৃষ্টি ‘কবর’ কবিতার নানান প্রসঙ্গ। কবিতাটি ১৯২৫ সালে ‘গ্রাম্য কবিতা’ পরিচয়ে প্রথম প্রকাশিত হয়েছিল কল্লোল পত্রিকার তৃতীয় বর্ষ তৃতীয় সংখ্যায়।

আলোচকেরা বলেন, ‘কবর’ প্রকাশের সঙ্গে সঙ্গেই বিপুল সাড়া জাগিয়েছিল। কবিতাটি দীনেশচন্দ্র সেন, অবনীন্দ্রনাথ ঠাকুর ও স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের মনোযোগ আকর্ষণ করেছিল। এমনকি ‘কবর’ পড়ে দীনেশচন্দ্র সেন ‘অ্যান ইয়াং মোহামেডান পোয়েট’ শিরোনামে একটি আলোচনাও লিখেছিলেন ফরওয়ার্ড পত্রিকায়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আববার বলেন, ‘কবর’ কবিতার শত বছর পূর্তির ঘটনা একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। কবিতাটির শতবর্ষ নিয়ে বই প্রকাশ ব্যতিক্রমী প্রয়াস।

এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, প্রতিটি শহরে ফরিদপুর সাহিত্য পরিষদের মতো সংগঠন থাকা উচিত। একটা বৃহত্তর পরিবারের মতো কাজ করে তারা। তিনি বলেন, এ ধরনের নাগরিক সমাজ রাষ্ট্রের বাইরে থেকে দেশ ও সমাজ সম্পর্কে ভাবে। এটা বিশাল শক্তি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক আন্দালিব রাশদী, পক্ষিবিশারদ ইনাম আল হক, কথাসাহিত্যিক ফারুক মঈন উদ্দীন। গবেষক, সাংবাদিক ও ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নয়নজুলি প্রকাশনীর স্বত্বাধিকারী মোহাম্মদ আলী খান, অধ্যাপক এম এ সামাদ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ কাকলী মুখোপাধ্যায়, ডেইলি স্টারের সাহিত্য সম্পাদক ইমরান মাহফুজ প্রমুখ।

‘শতবর্ষে কবর’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান শুরু হয় ‘কবর’ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেন।

সম্পর্কিত নিবন্ধ