গাজীপুরে অটোরিকশা ও লেগুনার সংঘর্ষে বৃদ্ধ নিহত
Published: 18th, June 2025 GMT
গাজীপুর মহানগরীর শিববাড়ি এলাকায় লেগুনা ও অটোরিকশা সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৮ জুন) সকাল ৯টার দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মালেক মৃধা (৮০) শরীয়তপুরের গোসাইহাট থানার কোদালপুর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর আমবাগ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন আব্দুল মালেক মৃধা। সকালে তিনি ছেলেকে নিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। চান্দনা চৌরাস্তা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন তারা। ঢাকা-জয়দেবপুর সড়কের শিববাড়ি এলাকায় পৌঁছালে একটি লেগুনার সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আব্দুল মালেক মৃধাসহ ৫-৬ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আব্দুল মালেক মৃধাকে মৃত ঘোষণা করেন। অন্যরা চিকিৎসাধীন আছেন।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কায়সার হাসান ফারুক জানিয়েছেন, দুর্ঘটনার পর লেগুনাসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/রেজাউল/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস