তৃতীয়বার নড়বড়ে ৯০–এ আউট লিটন, তবে বাংলাদেশের রেকর্ডটা...
Published: 18th, June 2025 GMT
টেস্ট ক্রিকেটে চারটি সেঞ্চুরি আছে লিটন দাসের। আরও একটির পথে তিনি হাঁটছিলেন আজ—পৌঁছে গিয়েছিলেন নব্বইয়ের ঘরেও। এরপরই ছন্দপতন। হুট করেই রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়েই তাঁকে ফিরতে হলো ড্রেসিংরুমে।
লিটনের জন্য ‘নার্ভাস নাইন্টিজে’ কাটা পড়ার এই ঘটনা যদিও নতুন নয়। ৪৯ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে তৃতীয়বার তিনি আউট হয়েছেন ৯০–এর ঘরে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ৯৪ রানে আউট হয়েছিলেন, জিম্বাবুয়ের বিপক্ষে ২০২১ সালে হারারেতে ফিরেছিলেন ৯৫ রান করে।
লিটনই কি বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশিবার ‘নার্ভাস নাইন্টিজে’ আউট হয়েছেন? উত্তর হচ্ছে, না। এমন ঘটনা সবচেয়ে বেশি ঘটিয়েছেন আজ ১৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে আউট হয়ে যাওয়া মুশফিকুর রহিম। ৯৬ টেস্টের ক্যারিয়ারে তিনটি ডাবল সেঞ্চুরি ও ১১ সেঞ্চুরি করা মুশফিক সব মিলিয়ে চারবার আউট হয়েছেন নব্বইয়ের ঘরে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে নড়বড়ে নব্বইয়ে সবচেয়ে বেশি চারবার আউট হয়েছেন মুশফিকুর রহিম.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
গোল ঠেকান, শিরোপা জেতান—তবু দোন্নারুম্মা, এদেরসনদের কদর কম কেন
আপনি গোলরক্ষক। তাহলে আপনার মতো দুর্ভাগা আর কে আছে!
কেন এমন বলা, সেটি বোঝার জন্য এবারের দলবদল মৌসুমে একটু চোখ বোলালেই হবে। এবারের গ্রীষ্মকালীন দলবদল আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে—বিশ্বসেরা গোলরক্ষক হলেও দলবদলের বাজারে খুব একটা কদর মেলে না। মাঠের অন্য পজিশনের খেলোয়াড়দের তুলনায় তাঁদের গুরুত্ব নেই বললেই চলে।
সবচেয়ে বড় উদাহরণ পিএসজির জিয়ানলুইজি দোন্নারুম্মা। পাশাপাশি ম্যানচেস্টার সিটির এদেরসন ও এসি মিলানের মাইক মাইনিয়ঁর কথাও বলা যায়। এ তিনজনই নিঃসন্দেহে বিশ্বের সেরা ১০ গোলরক্ষকের মধ্যে পড়েন। অনেকের চোখে আবার সেরা পাঁচেই জায়গা তাঁদের। কিন্তু তাঁরা যদি ফরোয়ার্ড, মিডফিল্ডার বা ডিফেন্ডার হতেন, তাহলে তাঁদের এজেন্টদের ফোন বেজেই চলত। আর তাঁদের ক্লাব চুক্তি নবায়নের জন্য পাগল হয়ে উঠত।
কিন্তু গোলকিপার হওয়ায় তাঁদের বাস্তবতা ভিন্ন। পিএসজি ইতিমধ্যেই লিলের তরুণ গোলরক্ষক লুকাস শেভালিয়েকে নিতে যাচ্ছে (যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি)। ম্যানচেস্টার সিটিও বার্নলির জেমস ট্রাফোর্ডকে এনেছে গোলরক্ষকদের জন্য ব্রিটিশ ট্রান্সফার ফি রেকর্ড গড়ে। দোন্নারুম্মার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের, এদেরসনের জন্য গালাতাসারাইয়ের, আর মাইনিয়ঁর জন্য চেলসির আগ্রহের কথা শোনা গেলেও কোনো কিছুই এখনো চূড়ান্ত হয়নি।
পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা