ছাত্র জনতা‌র অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূ‌চি ঘোষণা ক‌রে‌ছে জামায়াতে ইসলামী। শ‌নিবার রাজধানীর মগবাজা‌রে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এই কর্মসূ‌চি ঘোষণা ক‌রেন জামায়া‌তের সে‌ক্রেটা‌রি জেনা‌রেল মিয়া গোলাম পরওয়ার।

ঘো‌ষিত কর্মসূ‌চি অনুযায়ী, ১ জুলাই অভ্যুত্থানের শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের জন্য দেশব্যাপী দোয়া করা হ‌বে। ২ থে‌কে ৪ জুলাই দরিদ্র, অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হ‌বে। ৮ থে‌কে ১৫ জুলাই শহীদ প‌রিবার এবং আহতদের স‌ঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া করা হ‌বে।

পরে ১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে রংপু‌রে আলোচনা সভার আ‌য়োজন কর‌বে জামায়াত। ১৯ জুলাই জামায়া‌তের ৭ দফা বাস্তবায়‌নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ করা হ‌বে। একই দি‌নে শহীদ প‌রিবা‌রের অনুষ্ঠানে অংশ নে‌বেন জামায়াত আ‌মির।

২০ থে‌কে ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের মূল উদ্দেশ্য ও গণ-প্রত্যাশা পূরণে সেমিনার-সিম্পোজিয়াম আ‌য়োজন কর‌বে জামায়াত। ২৫ থ‌কে ২৮ জুলাই হ‌বে তথ্যচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৯ এবং ৩০ জুলাই নারী ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা হ‌বে।

১ আগস্ট জাতীয় সেমিনারে অভ্যুত্থানের শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন করা হ‌বে। ৩ আগস্ট পর্যন্ত চল‌বে আলোকচিত্র প্রদর্শনী। ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল কর‌বে জামায়াত। ৬ থে‌কে আগস্ট হ‌বে আ‌লোচনা সভা।

এসময় সংবাদ স‌ম্মেল‌নে উপ‌স্থিত ছি‌লেন জামায়া‌তের সহকারী সে‌ক্রেটা‌রি জেনা‌রেল এহসানুল মাহবুব যোবা‌য়ের, নির্বাহী প‌রিষদ সদস্য মতিউর রহমান আকন্দ।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ম য় ত ইসল ম জ ল ই অভ য ত থ ন আগস ট

এছাড়াও পড়ুন:

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো দুই পুলিশ। 

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর এক পারিবারিক বিরোধের তদন্তে গিয়ে হামলার মুখে পড়ে পুলিশ। খবর বিবিসির। 

আরো পড়ুন:

শেরপুরে পুলিশের উপর হামলা: থানায় মামলা, গ্রেপ্তার ৪

ভাঙ্গা উপজেলা পরিষদ ও থানায় হামলা, ভাঙচুর-আগুন

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানান,  অভিযুক্ত বন্দুকধারী পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়েছে।

গুলির ঘটনার পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। তবে পরে জানানো হয়, স্কুল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসাধারণের জন্য বর্তমানে কোনো সক্রিয় হুমকি নেই। এ ঘটনা ঘটে ফিলাডেলফিয়া থেকে প্রায় ১০০ মাইল (১৬০ কিমি) পূর্বে অবস্থিত ইয়র্ক কাউন্টির এক গ্রামীণ এলাকায়। 

তারা বলছে, আগের দিন শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো বিকেলে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “আমরা তিনজন মহামূল্যবান প্রাণ হারালাম, যারা এই দেশকে সেবা দিয়েছেন। এই ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজ হিসেবে আমাদের আরো ভালো করতে হবে।”

নিহত তিন কর্মকর্তার সম্মানে গভর্নর শাপিরো রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

ঢাকা/ইভা 

সম্পর্কিত নিবন্ধ