সাইফুজ্জামান শিখরের স্ত্রীর প্লট, গাড়ি ও তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ
Published: 1st, July 2025 GMT
আওয়ামী লীগের নেতা ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের প্লট, গাড়ি ও তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, সীমা রহমানের নামে থাকা রাজধানীর কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি প্লট এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচলে প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর নামে থাকা একটি গাড়িও ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৭ জানুয়ারি সাইফুজ্জামান (শেখর), তাঁর স্ত্রী সীমা রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় সাইফুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আর সীমা রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়।
গত বছরের ১৫ অক্টোবর সাইফুজ্জামান শিখর ও তাঁর স্ত্রী সীমা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। তাঁর বাবা মোহাম্মদ আসাদুজ্জামান সংসদ সদস্য ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রহম ন র
এছাড়াও পড়ুন:
সাইফুজ্জামান শিখরের স্ত্রীর প্লট, গাড়ি ও তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ
আওয়ামী লীগের নেতা ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের স্ত্রী সীমা রহমানের প্লট, গাড়ি ও তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ মঙ্গলবার এ আদেশ দেন।
দুদকের তথ্য অনুযায়ী, সীমা রহমানের নামে থাকা রাজধানীর কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি প্লট এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচলে প্লট ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁর নামে থাকা একটি গাড়িও ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ৭ জানুয়ারি সাইফুজ্জামান (শেখর), তাঁর স্ত্রী সীমা রহমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় সাইফুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত ১ কোটি ৭৯ লাখ ৬২ হাজার ৫২১ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। আর সীমা রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ১৬ লাখ ১ হাজার ৩৩২ টাকার অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ আনা হয়।
গত বছরের ১৫ অক্টোবর সাইফুজ্জামান শিখর ও তাঁর স্ত্রী সীমা রহমানের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। সাইফুজ্জামান শিখর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন। তাঁর বাবা মোহাম্মদ আসাদুজ্জামান সংসদ সদস্য ছিলেন।