গাজীপুরের কাপাসিয়া উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামে গণপিটুনিতে মো. নাঈম (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করে।
নাঈম ওই গ্রামে মাদকসেবী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত। তিনি মো. রাজু মিয়া ওরফে নাজুর ছেলে। রাজু মিয়াও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
নাঈমের প্রতিবেশী ফেরদৌসি বেগম অভিযোগ করেছেন, প্রায় দুই মাস আগে গভীর রাতে তার ছেলে সোহেল রানা (৩৫) বাড়ি ফেরার পথে নাঈম ও তার ভাই কাইয়ুম তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় একটি মামলা হয় এবং নাঈমের পরিবার এলাকা ছেড়ে পালিয়ে যায়। সোহেল দীর্ঘদিন চিকিৎসা শেষে সম্প্রতি বাড়িতে ফিরেছেন। মঙ্গলবার দুপুরে নাঈম চাপাতি হাতে সোহেলের বাড়িতে গিয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয়। সোহেল ঘরের দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন এবং আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় শতাধিক মানুষ এসে নাঈমকে ঘেরাও করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়দের অভিযোগ, নাঈম ও তার ভাই কাইয়ুম এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার, ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তাদের বিরুদ্ধে কাপাসিয়া ও আশপাশের থানায় একাধিক মামলা আছে।
বেহাইদুয়ার গ্রামের আসাদ শেখ বলেছেন, “নাঈম ও কাইয়ুম বহু মানুষকে জিম্মি করে টাকা আদায় করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো গ্রাম।”
এ ঘটনায় নাঈমের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কারণ, ঘটনার পর তারা এলাকা ছেড়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেছেন, “পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এলাকাবাসী মিলে নাঈমকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। নাঈমের বিরুদ্ধে থানায় মামলা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুরে মর্গে পাঠানো হয়েছে। স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/রফিক সরকার/রফিক
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন