সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগিজ তারকা দিয়েগো জোতা ও তাঁর ভাই আন্দ্রের আকস্মিক মৃত্যুতে শোকে ভাসছে ফুটবল–দুনিয়া। ক্রিস্টিয়ানো রোনালদো থেকে লিওনেল মেসিসহ অনেকেই জোতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গতকাল জোতার মৃত্যুর খবর সামনে আসার পর থেকেই লিভারপুলের মাঠ অ্যানফিল্ডের বাইরে ভিড় জমিয়েছেন ক্লাবটির সমর্থকেরা।

ফুল হাতে চোখের জলে নীরবে জোতার প্রতি সম্মান প্রদর্শন করে শোক জানিয়েছেন তাঁরা। পাশাপাশি জোতার মৃত্যুর পর অনেক সমর্থক তাঁর পরা ২০ নম্বর জার্সি অবসরে পাঠানোর দাবিও তুলেছেন। এই পরিপ্রেক্ষিতে এক বিবৃতিতে জোতার জার্সি ‘অমর’ হয়ে থাকবে বলে জানিয়েছে লিভারপুল কর্তৃপক্ষ।

বিবৃতিতে লিভারপুল কর্তৃপক্ষ লিখেছে, ‘২০২৪-২৫ মৌসুমে লিভারপুলের ২০তম লিগ শিরোপা জয়ে তাঁর অবদানের জন্য নম্বর ২০ নম্বর জার্সিটি যথাযথভাবেই অমর হয়ে থাকবে। এপ্রিলে মার্সিসাইড ডার্বিতে সমর্থকদের সামনে স্বভাবসুলভ হালকা চালে শরীর দুলিয়ে করা জয়সূচক গোলটি ছিল তাঁর জীবনের শেষ গোল। যা আজও হৃদয় ছুঁয়ে যায়।’

আরও পড়ুনপ্রিয় জোতা, এভাবে চলে যেতে নেই১৫ ঘণ্টা আগে

গত ৩ এপ্রিল অ্যানফিল্ডে এভারটনের বিপক্ষে লিভারপুলের ১–০ ব্যবধানের জয়ে একমাত্র গোলটি করেছিলেন জোতা।

লিভারপুলের বিবৃতি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আজ টিভিতে যা দেখবেন (১৬ অক্টোবর ২০২৫)

নারী ওয়ানডে বিশ্বকাপে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের এটি পঞ্চম ম্যাচ।

নারী ওয়ানডে বিশ্বকাপ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া
বেলা ৩-৩০ মি., টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

ব্যাডমিন্টন

ওয়ার্ল্ড ট্যুর
বেলা ২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ২

সম্পর্কিত নিবন্ধ