জাবিতে রাত ১০টার পর অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ
Published: 15th, November 2025 GMT
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাত ১০টার পর সব ধরনের অনুষ্ঠান আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। সিন্ডিকেট সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
চট্টগ্রাম বন্দর এলাকায় মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞার সময় বেড়েছে
মেঘনায় নৌ পুলিশের অভিযানে ২৮ জেলে গ্রেপ্তার
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসের সামগ্রিক শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ১০টার পর যেকোনো প্রকার অনুষ্ঠান নিষিদ্ধ করা হলো।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্দেশনা অমান্য করে রাত ১০টার পর কোনো অনুষ্ঠান চলমান থাকলে আয়োজকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি-বিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
একইসঙ্গে অনুষ্ঠান চলাকালে শব্দের মাত্রা সহনীয় পর্যায়ে রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান চলে সন্ধ্যা থেকে রাত আড়াইটা পর্যন্ত। এক অনুষ্ঠান থেকে আসা উচ্চশব্দ নিয়ে সামাজিক মাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
ঢাকা/আহসান/মেহেদী
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর র ত ১০ট র পর অন ষ ঠ ন
এছাড়াও পড়ুন:
রাজশাহী-৩ আসনে বিএনপির স্থানীয় প্রার্থীর দাবিতে মহাসড়কে শুয়ে অবরোধ
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্থানীয় প্রার্থীর দাবিতে বিএনপির এক পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার বিকেলে পবা উপজেলার নওহাটা বাজারে বিক্ষোভ সমাবেশ শেষে তাঁরা রাজশাহী-নওগাঁ মহাসড়কের নওহাটা কলেজ মোড়ে শুয়ে পড়ে মহাসড়ক অবরোধ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে স্থানীয় প্রার্থী দেওয়া হলেও রাজশাহী-৩ আসনে বহিরাগত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক শফিকুল হককে। তিনি দীর্ঘদিন স্থানীয় রাজনীতি থেকে দূরে ছিলেন এবং রাজশাহী-২ (সদর) আসনের ভোটার। এ কারণে তাঁর প্রতি তৃণমূল নেতা–কর্মীদের অনাস্থা তৈরি হয়েছে বলে দাবি করেন তাঁরা।
সমাবেশে অংশ নেন পবা ও মোহনপুর উপজেলার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা–কর্মীরা। বিক্ষোভকারীরা জানান, দলের দুঃসময়ে মাঠে ছিলেন স্থানীয় নেতা রায়হানুল আলম। মিছিলে, আন্দোলনে তৃণমূলের পাশে ছিলেন তিনি। তাঁকে বাদ দিয়ে বহিরাগতকে প্রার্থী করায় স্থানীয় নেতারা অপমানিত ও ভেঙে পড়েছেন। স্থানীয় প্রার্থীর দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলে তাঁরা জানান।
পারিলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খাইরুল ইসলাম বলেন, রাজশাহী-৩ আসন সব সময় আন্দোলনের কঠিন ঘাঁটি। যাঁরা দুঃসময়ে ছিলেন না, তাঁদের হঠাৎ প্রার্থী করা তৃণমূলের প্রতি অবিচার। এতে নেতা–কর্মীদের মনোবল ভেঙে যাবে। দলকে শক্ত করতে হলে আন্দোলনের সময় যাঁরা রাজপথে ছিলেন, তাঁদেরই মূল্যায়ন করা উচিত।
পবা উপজেলা শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান বলেন, ‘দলের কঠিন সময়ে শ্রমিকদল ছিল রাজপথে। রক্ত দিয়েছি, লাঠির মার খেয়েছি। অথচ আজ আমাদেরই এলাকায় বহিরাগত প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলকে অপমান করলে দল শক্তিশালী হয় না, দুর্বল হয়। আমরা চাই, স্থানীয়, পরীক্ষিত, একনিষ্ঠ নেতার হাতে এই আসনের দায়িত্ব দেওয়া হোক।’
হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা রাজপথে মার খেয়েছি, মামলা-হামলায় জর্জরিত হয়েছি। এখন নির্বাচন এলে বহিরাগত এসে আমাদের মাথার ওপর বসবে—এটা মেনে নেওয়া যায় না।’
নওহাটা পৌর কৃষক দলের আহ্বায়ক রবিউল ইসলাম বলেন, দলের সিদ্ধান্তে আস্থাহীনতা তৈরি হয়েছে। তৃণমূলের জীবনসংগ্রামের কথা কেউ শুনছে না।
রাজশাহী–৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক প্রথম আলোকে বলেন, ‘এই সময় যাঁরা প্রার্থী নিয়ে এই রকম কর্মসূচি দেবেন, তাঁরা আসলে দলের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চান। বিএনপি একটি বড় দল। এই দলের মধ্যে অনেকেরই প্রত্যাশা থাকতে পারে, সেটার প্রতি আমি সম্মান জানাই, শ্রদ্ধা জানাই। কিন্তু তাই বলে তাঁরা বিভ্রান্তি ছড়াবেন, এটা ঠিক না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেটা মনে রেখে আমি নেতা–কর্মীদের উদ্দেশে বলতে চাই, সবার উচিত এই ধরনের কর্মসূচি থেকে বিরত থাকা।’
সমাবেশ শেষে নেতা–কর্মীরা মহাসড়কে শুয়ে পড়ে অবরোধ করেন। তাঁরা কেউ ক্ষোভ প্রকাশ করেন, কেউ কান্নায় ভেঙে পড়েন। তাঁদের হাতে ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল ‘স্থানীয় প্রার্থী চাই’, ‘তৃণমূলের রক্ত-ঘামে গড়া আন্দোলনের মূল্যায়ন চাই’।
সমাবেশে আরও বক্তব্য দেন হড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, দামকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম, হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, প্রজন্ম-৭১-এর জেলা আহ্বায়ক মিলন হোসেন প্রমুখ।